এখন এই বিবর্ণ তাপিত যাপন-জীবনে
শুধু তোমাতেই বাস, তোমাকেই চাই রাত-প্রহরে,
ভালোবাসার নির্মম উত্তাপে আজ লজ্জা-বিহীন, চাতুরিবিহীন,
হেঁয়ালি না রেখেই বলছি, প্রেম জড়িয়েছে অনাস্বাদিত কামনায়……
এই লাল-পোশাকে রাত-নক্ষত্র তলে, অপেক্ষা প্রণয়নী-চোক্ষে,
ভালোবেসেই বেসেছি ভাল উন্মত্ত-রাত-আঁধারে,
ভালোবেসেই মরে যাব সহ মরণের দুষ্ট ভালোবাসার ছলে।
হু হু বাতাসের এলো-চুলে নোঙর ফেলে রেখেছি
তোমার-ই জল-সীমায়,
এসো এসো, একবার ফিরে এসো
এবারের ঈদ-রাতে।
*****************************************************************
এসো আবার রাতজাগা নক্ষত্রের বীথী-পথে
আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে, ঠোঁটের জোড়া চুমুকে
রূপোর চিবুকে কবিতা ভাসিয়ে, নৃত্যের তালে তালে,
এই জ্যোৎস্নার ঈদ পর্বে, যেমন আগে-ও এসেছিলে;
ফুলেরা ফুটে আছে অবারিত ডাকে,
স্বপ্নেরা জেগে আছে সাতরঙা-সাঁকো ফেলে,
ধ্রুবতারাটি নির্ঘুম চোখে তাকিয়ে আছে
তোমায় একবার দেখবে বলে;
মাছরাঙা থির বসে আছে অপেক্ষার দ্বিপ্রহরে,
এক্ষুণি ঝাঁপাবে স্থির লক্ষে তুমি এলে।
তুলে নেবে ঠোঁটে গেঁথে লুকিয়ে রাখা রূপোর হাসি
এক আকাশী ঝলকে;
স্মৃতির কাঁটায় প্রায়ান্ধ আমি আতরের শিশি হাতে
জোনাক-জ্বলা-পরী-বুকের তীর্থ-ভূমে উষ্ণতা খুঁজে,
বিরহকাতর যন্ত্রণা-অহ্ঙ্কারের ঈদে-ও অপেক্ষা করি।
***************************************************
দেখিনি ভালবাসা-প্রজাপতির রঙিন-ডানা কাছে বসে
গা-ঘেঁসে বসে গুনে গুনে দেখিনি রঙ-ডানার পরতগুলো
হাতের চেটোর কোমল পেলব স্পর্শে প্রজাপতির ডানায় ভর করে
আ-সমুদ্র-হিমাচলে ভেসে ভেসে হারিয়ে যাওয়া হয়নি।
ধৈর্যের কাঁপা নিঃশ্বাস ফেলে ফিরে এসেছি হীন-দীনতায়।
স্বপ্নাচ্ছন্ন হতে হতে অ-ঘুমভারাক্রান্ততায় কেটেছে রাত,
নিরুপায় সময়ের হাত ধরে, হেঁসকি তোলা রজ্জুতে;
ঈদে ঈদ থাকেনি, আসে-ও-নি;
**********************************************************
শুনুন!!
প্রথম লেখাটিতে যে গানটি দিয়েছি, এটি আমার খুব প্রিয় শিল্পীর একটি গান, যা আমার খুব পছন্দের,
তার আবেগ বুঝতে পারি, তা ধারণ করি না, তবুও অসম্ভব একটি প্রচেষ্টা, আমার আনন্দ-বেদনার
অক্ষম প্রচেষ্টা।
দ্বিতীয়টিও একটি অপেক্ষার যা আমি বহন করি না, অসফল প্রচেষ্টা,
তৃতীয়টি আমকে ধারণ করে, কিন্তু ভাষা তা প্রকাশে পারঙ্গম না।
অপ্রতুল প্রচেষ্টা মেনেই লিখেছি।
কৃতজ্ঞতা যিনি আমাকে লিখতে সাহায্য করেছেন, অসম্ভব একটি বিষয়ে।
৪৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
লিখে গেলাম মনে রেখ।
ছাইরাছ হেলাল
আপনি তো লিখেই খালাস!
জিসান শা ইকরাম
এত সহজ কবিতা কবে থেকে লেখা আরম্ভ করলেন!
এবার হবেই হবে,
কর্ন কুহর ভেদ করে পৌছে যাবে মস্তিস্কে।
শুন্য শুন্যালয়
না হয়ে আর যাবেইনা। কী হবে তা আপনারা দুই দোস্তে জানেন আর যিনি লিখতে সাহায্য করেছেন, তিনি। 😛
ছাইরাছ হেলাল
আপনি তো ধরা পড়ে যাচ্ছেন!!
আপনি সাহায্য দিচ্ছেন তা তো বলতে চাইনি!!
আপনাকে না জানিয়ে তো কোন লেখাই হচ্ছে না।
জিসান শা ইকরাম
এবার না হয়ে যাবে কই? হতেই হবে।
হ্যা, সাহায্যকারী সহ আমরা তিনজনেই জানলেও জানতে পারি। @শুন্য শুন্যালয়।
ছাইরাছ হেলাল
আপনি কবি হয়ে যাচ্ছেন!!
তা না হলে এটি সহজ বা কঠিন তা কী করে বুঝলেন!!
হলে হবে, হলে সবাই দেখবে হচ্ছে,
কী যে হবে/হচ্ছে কে জানে!!
জিসান শা ইকরাম
কবি হতে হলে সাহায্যকারী লাগে,
প্রেরনা লাগে।
আমার সাহায্যকারী নেই, প্রেরনাও নেই।
অতএব আমার কবি হওয়া হবেনা 🙂
ছাইরাছ হেলাল
আপনার চারিধারে বিদগ্ধ কবি কুল কা কা রবে উচ্ছসিত হয়ে আছে,
ব্যাপার না কুন।
শুন্য শুন্যালয়
এইরকম লাজলজ্জাহীন কবি আর দেখছি কোথায়? বলামাত্রই সুড়সুড় করে লিখে দিলো ম্যাগাজিনের জন্য।
দেখেন, আপনাকে হিংসা করে যা ইচ্ছা তাই গালি দিতে ইচ্ছে করছে, কিন্তু দিলাম না। অভিনন্দন জানাচ্ছি গুরু, ম্যাগাজিনের প্রথম লেখা দেবার জন্য। তবে এইখানের কয়টা কবিতা কাউন্ট করতে হবে তা কিন্তু এডমিনরা হিমশিম খেয়ে যাবে। তিনটা লিখেছেন নাকি একটা?
আর শেষের কথাটুকু? এভাবে কেউ গান শোনে!! একদম ধারণ করে?
লেখাতো নয়, যেন কলজেকাটা ছুরি 🙂
ছাইরাছ হেলাল
দেখুন কবি হতে গেলে একটু ইয়ে মতন হতেই হয়!! আপনি কবি, তাই আপনি তা জানেন।
এটি আগেও বলেছি, আপনি বললে তো না লিখে উপায় থাকে না।
যত ইচ্ছে গালি দিন, প্রাণ-মন জুড়িয়ে, শুধু কবিতায় দিয়েন, তাহলে দুটো মন্তব্য করতে পারব।
দেখুন ইনিয়ে বিনিয়ে তিনটে অবশ্যই করতে পারতাম, আপনাদের জন্য ই একটি করে দিলাম।
আসলে প্রথম গানটি শুনছি দিন সাতেক ধরে, আটকে আছি, আর মেয়ে হয়ে প্রতিক্রিয়া দেখানো কঠিন,
যদিও অভ্যাস আছে, একটু মরচে পড়ে গেছে, তা না হলে কূন ব্যাপার না।
কলজে শুধু নিজেরটি-ই কেটে ফেলেছি।
শুন্য শুন্যালয়
লেখাটি ইন্টারেস্টিং। চিঠির উত্তরে চিঠি এরকম মনে হয়েছে।
প্রথমটায় এসেছে নারীর ভালোবাসা প্রকাশ এবং আহবান।
দ্বিতীয়টিতে উত্তর, যেন বলা হয়েছে, হ্যাঁ সেও অপেক্ষাই করছে।
তৃতীয়টিতে মনে হয়েছে, অপেক্ষার পূরণ হয়নি, হবেওনা। যদিও কিছু অপেক্ষা পূরনের জন্য করা হয়না।
জানিনা কতোটা বুঝলাম, তবে শব্দের নকশীকাঁথায় মন ভরে গেছে। খুব সুন্দর ভাউ।
ছাইরাছ হেলাল
ইট্টু গাইল দেলে পারতেন!! নগদে!! কবিতায়!!
হতে পারে দু এক লাইনে!!
আপনি ঠিক-ই বুঝেছেন, গানে যেমন বলা আছে সেটি নিজের মত কর ধরার চেষ্টা নিয়েছি।
শব্দদের কথা আর বলিয়েন না, ‘নজ্জা’ লাগে!! একটু ইয়ে শব্দ এসেই যায়, এ লেখা লিখতে।
সাবিনা ইয়াসমিন
লেখায় কমেন্ট নিয়ে পরে আসছি। এইবেলা গান গুলো শুনে নেই। লেখার সাথে গান আসলে, ওগুলোও লেখার অংশ হয়ে যায়। 😊😊
ছাইরাছ হেলাল
জ্বি, শুনুন, এবং পরে আসুন সময় করে।
ছাইরাছ হেলাল
কবিরা এমুন -ই হয়, অপেক্ষা করাতে পছন্দ করে।
সাবিনা ইয়াসমিন
আমার কি দোষ ! আপনি প্রহেলিকা কে মুভির লিংক দিলেন। আমি প্রহেলিকার সাথে মুভি দেখতে গিয়েছিলাম। ও যে আপনার কাছ থেকে ছুটি না নিয়ে চলে গেলো, ওকেতো কিছুই বললেন না !! 😒😒
ছাইরাছ হেলাল
প্রহেলিকার সত্তুর খুন মাফ, সে কবি!!
সে কত কিছু করতেছে (ভং ধরে), তার একটু মুভি লাগেই,
আপনাকে কী লিংক দিয়েছি!! ফাঁকি দেয়ার নিত্য বাহানা রপ্ত করতে কুন শ্রম-ই লাগে না।
প্রহেলিকা
এই না হলো কবি! নামাতে দেরী নাই। এমনই হতে হয় লেখককে। আমিতো আগেই জানতাম বিসমিল্লাহ আপনি আগে করবেন এবং তা গলদ ছাড়াই।
কি লিখলেন তা পড়িনি এখনো।
ছাইরাছ হেলাল
ধুর, এমনিতেই লিখতাম, আপনারা বলছেন বলে ঈদ যোগ করে দিয়েছি শুধু!!
মন দিয়ে পড়তে হবে কিন্তু, বলে রাখলাম,
প্রথমটায় এক নারীর প্রেম বর্ণনা করার চেষ্টা হয়েছে মাত্র।
প্রহেলিকা
লেখাপড়াতেতো মন নাই, তাই একটু সাময় বাড়িয়ে দিতে হবে এবার।
আসেন না আড্ডা দেই। আড্ডা দিতে কি যে ভাল্লাগে।
ছাইরাছ হেলাল
আপনার অবস্থা তো সঙ্গিন দেখতে পাচ্ছি,
কঠিন ব্যামো!!
মনের আর কী দোষ!! বৈদেশি মন দেশি হতে চায়।
প্রহেলিকা
সবই ব্যারাম, আলসেমি ধরছে ভালো করে। আড্ডা দেন না দেন, কিছু মুভির নাম বলেন বসে বসে দেখি। তবে ওই মুভিটার মতো হতে হবে, The wind will carry us.
ছাইরাছ হেলাল
আগে বলবেন না!!
https://www.imdb.com/name/nm0149196/
সব ছবি দেখে ফেলুন।
https://www.imdb.com/name/nm0452102/?ref_=tt_ov_dr
দেখে ফেলুন কাজে দেবে।
প্রহেলিকা
হা হা আমারে আর ব্লগে পায় কে। যতক্ষন দেখা শেষ না হবে, ব্লগে আমি আর নাই। আরো হালি খানেক দিয়েন। হালি খানেক না হলেও আরো দুইটা দিয়া হালি পূরন করেন। এরপর লেখাপড়ায় মন দিব।
ছাইরাছ হেলাল
হায় খোদা!! এই ছিল আপনার মনে!!
জিসান শা ইকরাম
সোনেলার ঈদ উপলক্ষে ই-বুকের জন্য প্রথম লেখাটি আপনার।
এটি একটি ইতিহাস হয়ে থাকবে।
এত সুন্দর প্রাণস্পর্শী কবিতা ই-বুকের কবিতা বিভাগে প্রথমে থাকবে, এতে ই-বুকের মান বৃদ্ধি পাবে কয়েকগুন।
এমন ভাল একটি কবিতা দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে,
ধন্যবাদ আপনার সাহায্যকারীকেও জন্যও, তিনি না থাকলে এত ভালো কবিতা আমরা পেতাম কিনা সন্দেহ আছে।
শুভ কামনা রাশি রাশি।
ছাইরাছ হেলাল
আমারা সবাই ইতিহাসের অংশ হয়ে রইলাম।
আমার যে কে সাহায্যকারী তা তো আমিই জানতে পারলাম না।
হাওয়া হাওয়া ধন্যবাদ বাতাসে ভাসুক।
সব্বাই ভাল থাকুক।
তৌহিদ
আমি জানতাম ই ম্যাগাজিনের প্রথম লেখাটা আপনিই দেবেন ভাই। সত্যিই তাই হলো।
অভিনন্দন।
ছাইরাছ হেলাল
আপনাকে গনক ভাবতে পারলে ভাল হতো!!
লেখা এমনিতেই দেই, এটাও তেমন, ম্যাগাজিনের জন্য লিখিনি।
সামান্য দু’একটা শব্দ যোগ করেছি মাত্র।
পড়েছেন!!
তৌহিদ
পড়লাম ভাই, তবে গানগুলো পরে শুনবো । আপনার সেই সাহায্যকারীকে ধন্যবাদ, এত সুন্দর লেখা তার জন্যেই পেলাম।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ ঠিক আছে, সে কিন্তু লিখে দেয় নি,
তাগাদা করে/টরে নুতন লেখা পোস্ট করার জন্য,
আমি তো এমনি এমনি-ই লিখতে থাকি।
ইঞ্জা
বাহ চমৎকার লিখলেন ভাই, তাও ম্যাগাজিনের কথা বলা মাত্রই রেডি, মুগ্ধ না হয়ে পারিনা আপনার গুণ দেখে, কবিতা কম বুঝি তা আগেই বলেছি, এখন প্লিজ কবিতার ব্যাপারে কিছু দীক্ষা দিননা প্লিজ।
ছাইরাছ হেলাল
বলা মাত্র রেডি না, লেখা তো রেডি-ই থাকে, নোটবুকে, ল্যাপিতে, মাথায়,
এতো পাইপ লাইন। এতে তো বাড়তি গুণের কিচ্ছু নেই।
আমি কিন্তু নিজেই না বুঝে লিখি/টিখি, অতএব বুঝতেই পারছেন!!
ইঞ্জা
😒 হুম বুঝতে পারছি, যার কাছে দীক্ষা নেবো ভেবেছিলাম তিনিই আমারে কলা গাছ দেখাইলো।
ছাইরাছ হেলাল
কলাগাছ কিন্তু কোন হেলা ফেলার বিষয় নয়!!
বন্য
খুব সুন্দর একটি লেখা পড়লাম। ধন্যবাদ লেখকে। মাঝেরটি বেশি ভালো লেগেছে যেন খুব স্পষ্ট দেখা যায়। সবাই এভাবে লিখতে পারে না কেউ কেউ পারে।
ম্যাগাজিন সমৃদ্ধ হলো।
ছাইরাছ হেলাল
সবাই পারে কী না জানি না, তবে কেউ কেউ পারে, লেখে না দেয় ও না,
চেপে রাখার বান্দা আমি নই, যা মনে হবে তা ইনিয়ে-বিনিয়ে যেমন করেই হোক লিখে প্রকাশ করেই দেই।
ধন্যবাদ, আসলে এ লেখার কৃতিত্ব গানগুলোকে দেয়া যেতেই পারে।
প্রহেলিকা
তিন ভাগে তিন ভাবের যে কাঁথা বুনেছেন তাতে আমার মত অগাকান্ত পাঠকের বলার জন্য কিছুই তো রাখা হয়নি। আমি কখনোই কোনো লেখকের লেখার ভাবকে ছুঁতে চাই, অনর্থক মনে হয় তবে দেখেছি শব্দ ব্যবহারে মুন্সিয়ানা, নিজেরও কিছু প্রিয় শব্দের অসাধারন ব্যবহার দেখলাম। ভালো না লেগে উপায় নেই।
ঠোঁটে গেঁথে রাখা রূপোর হাসি, বা আতরের শিশি কিংবা সাতরঙ্গা সাঁকো আমাকে পাঠে তৃপ্ত করে তুলে। আর এই তৃপ্তিটুকুই খুঁজি কোনো লেখায়।
ছাইরাছ হেলাল
আহা, শান্তি পাইলাম, এমুন কইরা কেউ ক্য় না।
শব্দ বানাইনি, তবে বসিয়েছি কায়দা করে মনের আনন্দে,
আসলে এটি লিখতে প্রচুর শ্রম দিতে হয়েছে, লেখার পর শান্তি শান্তি লাগছে,
ঈদের কথা বললে একটু আতর/লোবান রাখাই লাগে।
অন্য শব্দগুলো খুব পছন্দের।
সাবিনা ইয়াসমিন
@ প্রহেলিকা, আমাকে মুভি দেখতে বসিয়ে রেখে, পপকর্ণ আনার নাম করে এখানে চলে এসেছেন? কাজটা ভালো করলেন না। এখন আমার ক্লাস ফাঁকির জরিমানা আপনি দিবেন। 😐😑
প্রহেলিকা
আরে ভাববেন না, জরিমানা টরিমানা কিছু লাগবে না। ঘুষ দিয়া দেন অল্প। উনি কবি মানুষ, কবিরা মহৎ হয় শুনেছি।
বন্যা লিপি
সবার মতো বিশ্লেষন করে লম্বা মন্তব্য করার মতো মেধা আমার নাই। আমি বরাবরের মতোই শব্দের মোহে পরে ভুলে যাই কি মন্তব্য করা যায় এমন সব বোধের? সন্মানিত শব্দেরা আমাকে ভাবতেই ছেড়ে দেয় দঙ্গলে। তাই আর সব লেখায় মন্তব্য নিয়ে আসা হয়না। কিন্তু…… পড়ি আমি সবগুলোই। আবারো বলতে চাই…… এখানে এসে আপনাকে আবিস্কার করলাম আরেক আপনাকে। ভীষণ প্রীত।
ছাইরাছ হেলাল
আসলে মন্তব্য করা এখানে শিল্প হয়ে গেছে, এখানে কোন কোন মন্তব্য একটি লেখাকে ছাপিয়ে যেতে পারে, যায় -ও।
এজন্য আমি অনেককেই বলি মন্তব্য পড়তে, যে আমি নিজেও করি।
আমার নিজের কাছে মন্তব্য একটি লেখা, অনেক মন্তব্য আমি এবং অন্য কেউ কেউ পোস্ট আকারে ও দেয়া হয়ে থাকে এখানে।
তাই মন্তব্যে মনোযোগী হওয়ার কথা ভাবা যেতেই পারে।
এখানে একজন ব্লগার ছিল, এখন নেই, লেখাও নেই। তাকে সবাই মন্তব্য কন্যা বলত। অসাধারণ সে মন্তব্য, আমরা তার মন্তব্যের জন্য অপেক্ষা করতাম, এ কথা বলি এজন্য, মন্তব্য কন হেলা ফেলা বিষয় নয়, আর এটি চেষ্টা নিলে কেউ পাড়বে না এমন ও নয়।
হ্যা, আমার লেখক পরিচয় আড়াল থাকুক তা আমি চাই। আমি লিখতে পছন্দ করি, লেখাপ্রাণ মানুষ আমি।
কী লিখি, কেমন লিখি, তা ভেবে কোন কিছু লিখি না।
ধন্যবাদ।
আরজু মুক্তা
রোমান্টিক কবি!ভালো লাগলো
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য অনেক ধন্যবাদ!
মনির হোসেন মমি
চমৎকার লেখা
ভালবাসা যেন বিনি সূতোর মালা।
অভিনন্দন ৵৵৵
ছাইরাছ হেলাল
অবশই এ মালাটি বিনি সূতোর।
অনেক ধন্যবাদ।