দুনিয়ার সবাই একদিকে হলেও আমি সেদিকে হবনা যতক্ষণ আমার মাথার অল্প মস্তিষ্ক আমায় সায় না দেয়।। সবাই যা বলবে হুজুগে আমিও তাই বলব??? আল্লাহ্‌ মাথায় যে ঘিলুটা দিয়েছে তার ইউজ করব না??? অযুক্তিক যুক্তি দিয়ে ইন্ডিয়ান চ্যানেল বন্ধের দাবী করেছে কিছু লোক আর সাঈদীর চাঁদে দেখার মতই সম্মতি দিয়েছে বাকি লোক…..

পাখির জন্য সুইসাইড, ডিভোর্স……..

আচ্ছা সোর্চ হিসেবে এমন কোন জাতীয় দৈনিক বা টিভি চ্যানেল নিউজ দিতে পারবেন???
না কারন এই রটনা শুধু কিছু ব্লগে আর অনলাইন কিছু নামধারী পত্রিকায় এসেছে যাদের সোর্চ হিসেবে ধরা যায় না।।

আর যদি সুইসাইড করেও থাকে তবে সেটা পাখির জন্যই করেছে তাই বা কিভাবে শিওর হলেন?? ঐসব ফ্লপ পত্রিকা হিট হওয়ার জন্য তিল কে তাল করেনি তারই বা কি গ্যারান্টি???
এমনও তো হতে পারে পারিবারিক বহুদিনের গন্ডগলের জন্য সুইসাইড/ডিভোর্স করেছে লাস্ট ইস্যুটা ছিলো পাখি!!!!!

আচ্ছা চলুন মেনেই নিলাম পাখির জন্য মরেছে।। কয় জন??? দুজন।।
প্রতি বছর ধর্ষণ, ইভ টিজিং আর যৌতুকের কারনে কয়জন মারা যায় যানেন???? কত ডিভোর্স হয়???? তা জানবেন কিভাবে রাজনৈতিক বড় বড় ইস্যু থাকতে এসবে নজর যাবে??? পত্রিকাও নিউজ ছাপায় না বিক্রি করে। যা বেশি খাবে তা বেশি বিক্রি।।।

কই কয়জন ধর্ষক, ইভ টিজার আর যৌতুকলোভি মানুষের ফাঁসি দিয়েছেন শুনি????

অন্যের কথায় না নেচে যুক্তিই যদি দেবেন তবে যুক্তিই দিন।। চিলে কান নিয়ে যাওয়া যুক্তি অনেক দেখেছি…..

সেই হিসাবে খেলার সময় ব্রাজিল আর্জেন্টিনা সমর্থক দের মারামারি হয়েছিল এতএব খেলার চ্যানেল বন্ধ করা উচিত । ফেসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে রামুর মন্দির ভাঙ্গা হয়েছিল ফেবু বন্ধ করা উচিত । লঞ্চ ডুবি হয়ে মানুষ মরছে লঞ্চ যোগাযোগ বন্ধ করা উচিত । মাথা ব্যাথার চিকিৎসা মাথা কেটে ফেলা নয় ।

৫৯১জন ৫৯১জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ