আমার মনের ত্রিসীমানায় তুমি যখন খুশি আসতে পার
তোমার জন্য একটা অবারিত আকাশ রেখেছি আমি
যার এককোণায় রেখেছি বৃষ্টি যাতে তুমি মনের মতো নাইতে পার
এক পাশে রেখেছি সকালের মিঠে রোদ তুমি খোলা পিঠে বসতে পার
আর একপাশে রেখেছি আমার লোমশ বুকের ভালোবাসা
ইচ্ছে হলে মাথা রেখে ঘুমাতে পারো।
আমার মনের ত্রিসীমানায় যখন খুশি তুমি আসতে পার
এখানে বাঁধা ধরার নিয়ম নেই
রাজনৈতিক হত্যা নেই, হরতাল নেই, অবরোধ নেই, গুম নেই
তুমি যখন খুশি আসতে পার।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এমন ডাক শুনে না এসে পারবে না ।
এলে আমাদের জানাতে ভুল যেন না হয় ।
গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা
ভাল লাগল কবিতা।
শুভকামনা।
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর
লীলাবতী
সে না এসে পারবেনা এবার 🙂 ভালো লেগেছে (y)
নীলকন্ঠ জয়
অনেক ভালো লাগলো। সে আসবেই…
ব্লগার সজীব
অনেক সুন্দর
খসড়া
আমাকে ডাক দিল কে ভেতর পানে?
ওরা যে ডাকতে জানে।
জিসান শা ইকরাম
সুন্দর এবং কোমল
এত আয়োজন নিস্ফলা হবে না আশা করি ।
মা মাটি দেশ
(y) -{@ খুব মজা পেলাম হবে সব আশা রাখি
শুন্য শুন্যালয়
খুব ভালো লাগা কবিতা..
এটা কি রিপোষ্ট করেছেন ভাইয়া?
হলুদ পরী সাদা নাকফুল
না এসে থাকা উচিৎ না , অবশ্যই আশা উচিৎ………… ভালো লেগেছে অনেক।
বৈশাখী ঝড়
খুশি হলাম মন্তব্যে