ছুঁয়ে দিতে গিয়েই উত্তালতায় ডুবে যাচ্ছে আনন্দাদি
চুমুক দেয়ার মতোই চুমুর স্বাদ
কে নেয় ওই বিষ ঠোঁটের স্পর্শ?
তবুও খুঁড়ে খুঁড়ে বালুর তল থেকে তার জল-ডুবুরী হবার ইচ্ছেটাকে
রোদের ডানায় ওড়াতে যাওয়া দেখে ভয় নিয়ে পালিয়ে যাওয়া নিজের থেকেই নিজের।
হারিয়ে যাবার তাড়নায় বিষাদাক্রান্ত সাপের বিষ পান করতে করতে বুঝে গেছি
সেই একাই আমি;
কেউ ফিরে আসেনি ডুবে গেছে যে আমায়।
দীর্ঘ পথে ছায়ার সাথে ছায়াও থাকেনা। থাকে কি?
অশরিরী ভালোবাসায় টুপটাপ বৃষ্টিতে ভিঁজতে ভিঁজতে
টুংটাং কাঁপুনির ছন্দে নুপূর মত্ত কেন থাকে,
কিংবা,
কেনই বা জমে থাকা নি:শ্বাস ঘন অন্ধকার পাড়ি দিয়েই চলছে?
সহজ উত্তরও অনেক সময় দেয়া কঠিন হয়ে যায়।
গুটিকয়েক প্রশ্নের কারণেই জীবনের হিসেব-নিকেশ সব পালটে যায়—
তবু স্বস্তি আসে। তবুও প্রেম আসে।
হে স্বস্তি পথ দেখাতে এসেছোই যখন,
উত্তাপ নয় উষ্ণতায় জড়াও।
হ্যামিল্টন, কানাডা
২৩ অক্টোবর, ২০১৫ ইং।
(লেখাটিকে ভদ্রস্থ করার চেষ্টা করা হয়েছিলো ১ ডিসেম্বর, ২০১৫ ইং।)
৩২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
তবুও প্রেম আসে, আসে উত্তাপ, উষ্ণতাও।
আর টুকটাক ঝামেলা তো এ নাইলে থাকেই।
পুরোন হলে বেশ উষ্ণ এখনও!
নীলাঞ্জনা নীলা
আর উত্তাপ। এখানে এই এপ্রিল মাসে স্নো পড়ছে। এবং মায়নাস ডিগ্রী। ^:^
খসড়া
ফেরারী পাখিরা কূলে ফেরেনা।
পলতক এ মন নিয়ে জন্ম আমার।
নীলাঞ্জনা নীলা
অনেক প্রিয় একটি গান। গেয়ে ফেলুন খসড়া আপু।
রিমি রুম্মান
দীর্ঘ পথে ছায়ার সাথে ছায়াও থাকেনা। থাকে কি?___ এমন করে তো ভাবিনি !
ভালোলাগা লেখায়, ছবিতে। -{@
নীলাঞ্জনা নীলা
রিমি আপু থাকেনা কিছুই।
ভালো রেখো নিজেকে। -{@
নাসির সারওয়ার
প্রেম আসে প্রেম থাকে
সাথে ঘটনটও থেকে যায়।
তা সমস্যা কিহে! কোথাও কিছু কি আটকে গেলো নাকি!
নীলাঞ্জনা নীলা
ভাইয়ূ ভালোভাবেই আটকে গেছি।
কি যে করি! 🙁
নাসির সারওয়ার
কীর্তন খোলায় একখান ডুব দিলেই সব গিট্টূ খুইলা যাইব। চইলা আসেন।
নীলাঞ্জনা নীলা
ভাইয়ূ আমি কিন্তু কীর্তনখোলার জল ছুঁয়েছি।
লীলাবতী
ইচ্ছে-ডুবির আদরে, এই নামে কি আগেও একটা লেখা পড়েছি আপু? মনে হচ্ছে যেন। কি করে এমন স্নিগ্ধতা ছড়িয়ে দেন লেখায়? ছবিগুলোও অনেক সুন্দর।
সাপের বিষের স্বাদ কেমন আপু? কোথায় পাব?
নীলাঞ্জনা নীলা
আগে বলুন এতোদিন কোথায় ছিলেন? এসব কিন্তু ঠিক না। এভাবে আড়ালে থাকা।
আপনার মন্তব্য পড়েই তারপর দেখলাম, এ লেখা তো আগেই দিয়েছিলাম। ^:^
নাহ মাথা বোধ হয় গেছে। কি যে করি! 🙁
সাপের বিষের স্বাদ মানুষের মধ্যেই পাওয়া যাবে। মানুষের বাক্যবাণে। বুঝলেন দিদি? 😀
আবু খায়ের আনিছ
দীর্ঘদিন এক সাথে থাকার পরেও পরিচিত মানুষটাকে অচেনা মনে হয়, কেন এমন হয়?
নীলাঞ্জনা নীলা
যে পরিচয়টা হৃদয়ের আবেগ দিয়ে হয়না, সে কি আর চেনা হয়ে ওঠে ভাইয়া?
আবু খায়ের আনিছ
খোলা চোখে দেখরে মন ভবের কারখানা।
যা হৃদয় থেকে আগত নয় তা সব সময় বিষাধ।
নীলাঞ্জনা নীলা
বেশ বেশ বেশ। (y)
মৌনতা রিতু
অশরির সেই ভালোবাসায় আমি উষ্নতা জড়াতে চাই।
যে ডুবে গেছে, আমাকে একা করে, তাকে জাগতেই হবে।
সুন্দর উপস্থাপন। এতো সুন্দর কবিতা কিভাবে লেখেন ?
নীলাঞ্জনা নীলা
আপু আপনার মতো লিখতে পারতাম যদি! 🙁
রাইসুল জজ্
কেউ ফিরে আসেনি ডুবে গেছে যে আমায়। 🙁 🙁
নীলাঞ্জনা নীলা
সেটাই, কি যে করি!
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হে স্বস্তি পথ দেখাতে এসেছোই যখন,
উত্তাপ নয় উষ্ণতায় জড়াও। (y)
নীলাঞ্জনা নীলা
মনির ভাই অসংখ্য ধন্যবাদ।
ব্লগার সজীব
কবিতাটি আবারো পড়লাম, মনে হচ্ছে নতুন ভাবে পড়ছি -{@ (y)
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া আমার মাথা গেছে। বুঝেছেন? একই লেখা দু’বার দিয়েছি। ^:^
ব্লগার সজীব
বুঝেছি নীলাদি, আমাদের প্রিয় সোনেলার একটিভ ব্লগারগন মনে হচ্ছে গরমে ক্লান্ত হয়ে সাইবেরিয়া বরফের মাঝে বিশ্রাম নিচ্ছেন, তাই সোনেলায় আসার সময় পাচ্ছেন না। তাকিয়ে তাকিয়ে শুধু দেখছি 😀
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া আজ দেখলাম আপনার মন্তব্য। কি যে হয়েছে আমার, মাথা গেছে। ^:^
অনিকেত নন্দিনী
উত্তাপ নয়, উষ্ণতাই কাম্য।
ভালোলাগা লেখা ও ছবিতে। 🙂
নীলাঞ্জনা নীলা
দিদি শুনলাম দেশে প্রচন্ড গরম। আর এখানে উষ্ণতার প্রয়োজন। 🙂
অনিকেত নন্দিনী
৩৮ ডিগ্রী ছাড়িয়ে যাচ্ছে প্রায়শই। রোদের তাপে পুড়ে যাচ্ছে সব। 🙁
নীলাঞ্জনা নীলা
হুম শুনলাম মামনি বললো। চা’ বাগানের কাছাকাছি থাকায় ঝড় হলে ইলেক্ট্রিক তার ছিঁড়ে যায়। আর খুব বেশী নাকি লোডশেডিং।
আলমগীর হোসাইন
”গুটিকয়েক প্রশ্নের কারণেই জীবনের হিসেব-নিকেশ সব পালটে যায়—
তবু স্বস্তি আসে। তবুও প্রেম আসে।”
এই দুটি লাইন অসম্ভব ভাল লেগেছে ।
নীলাঞ্জনা নীলা
পুরোনো লেখাটি পড়েছেন, ধন্যবাদ আপনাকে।
জীবন যে কখন, কি অবস্থায় সামনে এসে দাঁড়ায়, সে জানিনা। তবে আমরা সকলেই ভালোবাসাকে একান্ত আপন করেই রাখি।