বিদেশী ভাষার অনেক বিখ্যাত মুভি আমরা ভাষার জন্য বুঝতে পারিনা।বাধ্য হয়ে অভিনেতা/অভিনেত্রীর আকার ইংগিত দিয়ে বুঝতে চেষ্টা করি, কি হচ্ছে, কি বলতে চাচ্ছেন। সোনেলার ব্লগার কৃন্তনিকা আপু কোরিয়ান মুভি/সিরিয়ালের রিভিউ দিচ্ছেন।কিন্তু এর ইংরেজী ডাব করা বা সাব টাইটেল না থাকায় খুব ইচ্ছে থাকা সত্ত্বেও মুভিগুলো আর দেখা হয়ে ওঠেনি।তখন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিল কিভাবে সাব টাইটেল সমস্যার সমাধান করা যায়। ইংরেজী মুভি দেখার সময়ে যদি ইংরেজী সাব টাইটেল থাকে, তাহলে বুঝতে আরো সুবিধা হয়,কারন অনেক সময়ই আমরা উচ্চারন জনিত সমস্যার কারনে কথা গুলো বুঝতে পারিনা ভালোভাবে।এসব মুভি সাবটাইটেল সহ পুরো মুভির কাহিনী ভাল করে বুঝে দেখা যায়।
আপনি ইচ্ছা করলে যেকোন মুভির সাবটাইটেল ইন্টারনেট হতে ডাউনলোড করে আপনার মুভির সাথে দেখতে পারেন। প্রথমে আপনার পছন্দের মুভির সাবটাইটেল ডাউনলোড করতে হবে।সাবটাইটেল ডাউনলোড করার জন্য অনেক সাইট আছে ।
> সাবটাইটেল.নেট
> সাবম্যাক্স.কম
> সাবি.কম
> ওপেন সাবটাইটেল
এই সাইটগুলোতে গিয়ে পছন্দের মুভির নাম লিখে সার্চ দিলেই পাওয়া যাবে পছন্দের সাবটাইটেল।সাবটাইটেল ডাউনলোড করে আপনার পছন্দের ফোল্ডারে সংরক্ষন করুন।
মুভি দেখার জন্য VLC Media Player অথবা Media Player Classic ব্যবহার করা যায়।
যেভাবে সাবটাইটেল ফাইলটি মুভির সাথে যুক্ত করতে হবে
যেকোন সাবটাইটেল ফাইল জিপ আকারে থাকে। ডাউনলোড করার পর আনজিপ করতে হবে।আনজিপ করার পর .srt নামের ফাইলটিই হল সাবটাইটেল ফাইল।এবার VLC বা Media player classic পছন্দের মুভিটি চালু করে মিডিয়া প্লেয়ারের ফাইল মেনু হতে Load Subtitle এবং VLC এর Video>subtitles track>open এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি আপলোড করে দিতে হবে। চালু হয়ে গেলো মুভির সাথে সাবটাইটেল।
কিছু সমস্যা দেখা দিতে পারে
কথার সাথে সাবটাইল আগ পিছ হতে পারে।এই সমস্যার কারণ হল মুভির ফ্রেম রেট আর সাবটাইটেল ফ্রেম রেট মিল থাকেনা।সাবটাইটেল ডাউনলোড করার সময় খেয়াল রাখতে হবে, প্রতিটির পাশে fps বা ফ্রেম পার সেকেন্ড লেখা আছে।আর মুভির Fps দেখতে হলে propertise এ ক্লিক করুন অথবা vlc তে মুভিটি চালু করে টুলস হতে কোডেক ইনফরমেশন এ ক্লিক করুন। যদি দেখা যায়,সাবটাইটেল না মিলে বা সমান Fps এর কোড না মিলে তখন যা করতে হবে-
এই সাইটে গিয়ে > সাব-কনভার্টার সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।।সফট এর ওপেন এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি ওপেন করতে হবে। এরপরে ফ্রেম রেটের ঘরে মুভির ফ্রেম রেটটি লিখতে হবে (যদি মুভির ফ্রেম রেট ২৩ আর সাবটাইটেলের ফ্রেম রেট ২৭ হয়, তবে এ ঘরে ২৩ লিখতে হবে) ,কনভার্ট এ ক্লিক করে, এবার কনভার্ট এজ এ ক্লিক করে ফাইলটি ..srt দিয়ে সেভ করুন।
এবার দেখতে থাকুন যে কোন ভাষার মুভি মনের আনন্দে 🙂
৪৫টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
হুম, সাবটাইটেল থাকলে ভালো হয় সব সময়ই।
ব্লগার সজীব
হ্যা আসলেই ভালো হয়।
শুন্য শুন্যালয়
টেকি সজীবের আর কি কি গুন আছে? গুছিয়ে খুব সহজ করে লিখেছেন। অনেক আগে একটা মুভিতে সাবটাইটেল এড করে নিয়েছিলাম, ভুলেও গেছি। এখন আপনার পোস্ট দেখে আবার করে নেব। ডাউলনোড করছি 678. হলে সাবটাইটেল এড করে নেব। গুরু মাঝে মাঝে এমন পোস্ট দিলে আমাদিগের অনেক উপকার হইতো।
ব্লগার সজীব
টেকি আর কোথায় হতে পারলাম?তাহলে কি আর কৃন্তনিকা আপুর কোরিয়ান মুভির সাবটাইটেল নিয়ে সমস্যা হয়? আপনি তো সব সময়ই এক ধাপ এগিয়ে 🙂 আসল গুরু তো আপনিই আপু 😀
খেয়ালী মেয়ে
আজ একটি পোষ্ট দেবো ভেবেছিলাম,কিন্তু এসে দেখি হেভি ওয়েট ব্লগারদের পোষ্ট প্রথম পাতায়।কবে যে হেভি ওয়েট হবো? 🙁
ব্লগার সজীব
আপু,আপনি তো হেভি ওয়েট ব্লগারই।আপনি যদি এমন বলেন,তাহলে আমি কি জিরো ওয়েট? 🙂 পোষ্ট দিন পরী আপু।
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশশ আমার ওয়েট কোন কালেই হেভি ছিলো না.. বুইঝছুন কিছু :@
আমার ওয়েট সব সময় মাঝামাঝিতে থাকে 🙂
তবে কথা হইলো হেভি ওয়েট ব্লগারদের কাজকর্ম কিন্তু আমার ভালো লাগে..
পোস্টটা গুরুত্বপূর্ণ, তবে সব কথার মূলকথা আমার মতো আলসে যেখানে রেডি করা জিনিসের আশায় বসে থাকে, তার দ্বারা কি এত্তো কিছু করা সম্ভব হবে ;?
ব্লগার সজীব
প্রথমবার একটু কঠিন মনে হবে,এরপর খুব সহজ আপু।নতুন পোষ্ট দিন আপু।
খেয়ালী মেয়ে
দিবো… 🙂
ব্লগার সজীব
অপেক্ষায় আছি আপু।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বেশ উপকার করলেন জানা ছিল না।
ব্লগার সজীব
ধন্যবাদ
কৃন্তনিকা
বাহ… আমার জন্য এতো কষ্ট করল সজীব ভাইয়া…
এক দিক দিয়ে আমার বেশ উপকার হল। ধন্যবাদ 😀
আমি কোরিয়ান মুভি বা সিরিয়ালের সাব টাইটেল পেলেও অন্য কোন বিদেশী মুভি-সিরিয়ালের (বিশেষ করে মিশর, স্প্যানিশ) সাবটাইটেল খুঁজেই পেতাম না… 🙁 সেই কষ্ট থেকে আজ মুক্তি পেলাম… 😀 😀 😀
আপনাকে একটা ভালো সাবটাইটেল কোরিয়ান মুভি-সিরিয়ালের সাইটের লিঙ্ক দিচ্ছি http://www.gooddrama.net (শুধুমাত্র কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, থাই, তাইওয়ানিজ পাওয়া যাবে)
সজীব ভাইয়ার জন্য -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
ব্লগার সজীব
আপনি কোরিয়ান মুভি রিভিউ দিয়েছেন,এত সুন্দর কাহিনী পড়ে সাবটাইটেল এর কারনে পুরো মুভি দেখা হচ্ছিলনা। দেখার প্রচন্ড আগ্রহ থেকেই এই সাবটাইটেল খুঁজে পাওয়া।ধন্যবাদ আপনাকে আপু।
মিজভী বাপ্পা
শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂 তবে এই প্লেয়ারটি ব্যবহার করে দেখতে পারেন। সাবটাইটেল অটো ডালো করে 🙂
http://www.splayer.org/index.en.html
ব্লগার সজীব
ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
আমারো উপকার হবে
এমন সমস্যায় আমি ভুগছিলাম।
ধন্যবাদ এমন পোষ্টের জন্য।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ।
লীলাবতী
সজীব ভাইয়াকে তো দেখছি গুরু মানতে হবে।আর কি কি জানেন তা যদি আমাদেরকেও একটু জানাতেন তো আমরাও জ্ঞানী হতে পারতাম।সাব টাইটেল শিখলাম।ধন্যবাদ ভাইয়া।
ব্লগার সজীব
গুরু যখন মেনেছেনই কিছু তাহলে দেখাতেই হয় 🙂
স্বপ্ন
উপকারী লেখা।ধন্যবাদ সজীব ভাইয়া।
ব্লগার সজীব
ধন্যবাদ স্বপ্ন।
ছাইরাছ হেলাল
যাক সোনেলা অবশেষে টেকি পেল, আমরাও উপকৃত হলাম।
ঘটনা হল যদি মুভির প্রপার্টিজে ফ্রেম রেট লেখা না থাকে তখন কী হবে কে জানে।
ব্লগার সজীব
মুভির প্রপার্টিজে ফ্রেম রেট লেখা না থাকলে সমাধান নিশ্চয়ই আছে।আর একটি পোষ্ট দেবো ভাবছি।
নীলাঞ্জনা নীলা
আমি এসব বুঝিনা,পারবো ও না।
ব্লগার সজীব
নীলাদি সহজতো খুব 🙂
সীমান্ত উন্মাদ
হুম। গুড পোষ্ট। পিলাচ।
শুভকামনা নিরন্তর।
ব্লগার সজীব
ধন্যবাদ সীমান্ত উম্মাদ ভাই।
শুন্য শুন্যালয়
গুরু আপনার শিখিয়ে দেয়া পন্থায় দেখে ফেললাম 678. আর কি কি টেকি পোস্ট আপনি জানেন? দিয়ে ফেলুন শিগ্রই। তবে খেয়াল রাখবেন টেকি পোস্ট দিতে দিতে আবার মাথায় টাক না পড়ে যায়। 🙂
ব্লগার সজীব
ধন্যবাদ তো একটা পেতে পারতাম আমি। তাও পেলাম না। কিছু পোষ্ট দেয়ার ইচ্ছে আছে। টাক হোক মাতায়, এক সমীক্ষায় দেখা গিয়েছে টেকোদের বৌ সুন্দরী হয় ৭৮% 🙂
সোনিয়া হক
আমি তো এমন লেখাই খুঁজছিলাম ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ।
অলিভার
কাজের পোষ্ট, যদিও আমি প্লেয়ার হিসেবে KMPlayer ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে VLC ফুল ফিচার্ড একটা প্লেয়ার। আর সাব-টাইটেল অনেক আগে থেকেই মুভির সাথে সংগ্রহ করার বাতিক ছিল। মুভি দেখার চেয়ে বুঝে দেখার অন্যরকম মজা আছে।
পোষ্টে ভালোলাগা -{@
ব্লগার সজীব
ঠিক বলেছেন ‘ মুভি দেখার চেয়ে বুঝে দেখার অন্যরকম মজা আছে ‘ – ধন্যবাদ আপনাকে।
রিমি রুম্মান
জেনে রাখলাম। বুড়া কালে যখন আর ব্যস্ততা থাকবে না, তখন চোখে পাওয়ার গ্লাস লাগিয়ে সাবটাইটেল সহ মুভি দেখব ভাবছি 🙂
ব্লগার সজীব
বুড়া কালে নয় আপু,এখনই দেখে ফেলুন।সময় গেলে সাধন হবেনা 🙂
ইমন
মারহাবা। 🙂
ব্লগার সজীব
শুকরিয়া মেহেরবান 🙂
স্বদেশী যোদ্ধা
আপনার এই পোস্টের কারণে , ভবিষ্যতে সাবটাইটেলসহ মুভি দেখতে পারব।
ধন্যবাদ দাদা আপনাকে ।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ যোদ্ধা ভাই 🙂
আশা জাগানিয়া
আপনার নতুন পোষ্ট কি পাবো না ভাইয়া?
ব্লগার সজীব
দিয়েছি তো 🙂
রাসেল হাসান
গুরুত্বপূর্ণ পোষ্ট!
ব্লগার সজীব
ধন্যবাদ
জাহিদ হাসান শিশির
ইংরেজি ছাড়া অন্য বিদেশী কোন সিনেমা দেখিনা।