বাংলা ভাষা তুমি অক্ষয় কুমার দত্তের ভূগোল।
বাংলা ভাষা তুমি ১৮৬০ সালে জন্ম গ্রহণ অক্ষয় কুমার বড়াল।
বাংলা ভাষা তুমি নোয়াখালীর অচিন্ত্যকুমার সেনগুপ্তের কাঠ খড় কেরোসিন ।
বাংলা ভাষা তুমি অমিয় চক্রবর্তীর পদ্মভূষণ উপাধি, ঘরে ফেরার দিন।
বাংলা ভাষা তুমি অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম।
বাংলা ভাষা তুমি অতুলপ্রসাদ সেন বাংলা ভাষার কবিতার খাম।
বাংলা ভাষা তুমি অক্ষয় কুমার মৈত্রেয়ের সমরসিংহ সিরাজুদ্দৌলা।
বাংলা ভাষা তুমি অজিত দত্তের পাতাল কন্যা, ছায়ার আলপনা আর জানালা।
বাংলা ভাষা তুমি অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পীর শকুন্তলা রাজকাহিনী।
বাংলা ভাষা তুমি অমৃতলাল বসুর তরুবালা, তিলতর্পণ আর কালাপানি।
বাংলা ভাষা তুমি অন্নদাশঙ্কর রায়ের তারুণ্য, জীয়নকাঠি।
বাংলা ভাষা তুমি আবু ইসহাকের সূর্য-দীঘল বাড়ী।
বাংলা ভাষা তুমি আনোয়ার পাশার নীড় সন্ধানী, রাইফেল রোটি আওরাত।
বাংলা ভাষা তুমি আল মাহমুদের লোক লোকান্তর, সৌরভের কাছে পরাজিত।
বাংলা ভাষা তুমি আব্দুল গাফফার চৌধুরীর সম্রাটের ছবি, নাম না জানা ভোর।
বাংলা ভাষা তুমি আহসান হাবীবের অরণ্যে নীলিমা, দুই হাতে দুই আদিম পাথর।
বাংলা ভাষা তুমি আবুল ফজলের মাটির পৃথিবী ও চৌচির।
বাংলা ভাষা তুমি আলাউদ্দিন আল আজাদের অনূদিত অন্ধকার, সাজঘর ও মায়াবী প্রহর।
বাংলা ভাষা তুমি আশরাফ সিদ্দিকীর লোক সাহিত্য, গলির ধারের ছেলেটি।
বাংলা ভাষা তুমি আব্দুল্লাহ আল মুতীর জানা অজানার দেশ, আকাশের সাথে মিতালী।
বাংলা ভাষা তুমি আবু জাফর ওবায়দুল্লাহর সাতনরী হার, নির্বাচিত কবিতা।
বাংলা ভাষা তুমি আহমদ শরীফের স্বদেশ অন্বেষণা, বিচিত্র চিন্তা।
বাংলা ভাষা তুমি আবুল মনসুর আহমদের সত্যমিথ্যা,গালিভরের সফরনামা।
বাংলা ভাষা তুমি আখতারুজ্জামান ইলিয়াসের খোঁয়ারি ও খোয়াবনামা।
বাংলা ভাষা তুমি আব্দুল কাদিরের দিলরুবা, কবি নজরুল।
বাংলা ভাষা তুমি আবু হেনা মোস্তফা কামালের শিল্পীর রুপান্তর, আক্রান্ত গজল।
বাংলা ভাষা তুমি আব্দুল্লাহ আল মামুনের এবার ধরা দাও, এই চুনীলাল।
বাংলা ভাষা তুমি আবুল কালাম শামসুদ্দীনের কচিপাতা,অনাবাদী জমি প্রকাশকাল।
বাংলা ভাষা তুমি আবু জাফর শামসুদ্দীনের পরিত্যক্ত স্বামী, ভাওয়াল গড়ের উপাখ্যান।
বাংলা ভাষা তুমি আবু রুশদের নৌঙর, স্থগিত দ্বীপ ও প্রথম জীবন।
বাংলা ভাষা তুমি আরজ আলী মাতুব্বরের স্বরণিকা, সত্যের সন্ধান।
বাংলা ভাষা তুমি আবুল হোসেনের অরণ্যের ডাক, বিরস সংলাপ।
বাংলা ভাষা তুমি আবুল হুসেনের বাংলার বলশী,মুসলিম কালচার।
বাংলা ভাষা তুমি আবুল হাসানের ওরা কয়েকজন, যে তুমি হরণ কর।
বাংলা ভাষা তুমি ইব্রাহীম খাঁ’র ঋণ পরিশোধ, গল্পে ফজলুল হক।
বাংলা ভাষা তুমি ইমদাদুল হক মিলনের আহারী, সারাবেলা ও নায়ক।
বাংলা ভাষা তুমি ইসমাইল হোসেন সিরাজীর তারা-বাঈ, তুর্কী নারী জীবন।
বাংলা ভাষা তুমি ঈশ্বরচন্দ্র গুপ্তের রামপ্রসাদ সেন কৃত কালীকীর্তন।
বাংলা ভাষা তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ কৌমুদীর, বিষ্ণুপরাণ।
বাংলা ভাষা তুমি উইলিয়াম কেরির পাঞ্জাবি, কথোপকথন।
বাংলা ভাষা তুমি এস ওয়াজেদ আলির মোটর যোগে রাঁচি সফর।
বাংলা ভাষা তুমি কায়কোবাদের কুসুম কানন ও শিবমন্দির।
বাংলা ভাষা তুমি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা, রিক্তের বেদন।
বাংলা ভাষা তুমি কাজী মোতাহার হোসেনের গনিত শাস্ত্রের ইতিহাস ও সঞ্চয়ন।
বাংলা ভাষা তুমি কালীপ্রসন্ন সিংসের বাবু, সাবিত্রী সত্যবান।
বাংলা ভাষা তুমি কামিনী রায়ের আশোক সঙ্গীত ও গুঞ্জন।
বাংলা ভাষা তুমি কুসুমকুমারী দাশের কবিতা মুকুল,পৌরাণিক আখ্যায়িকা।
বাংলা ভাষা তুমি কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ, আঁখিজল ও লতিকা।
বাংলা ভাষা তুমি কাজী আব্দুল ওদুদের নজরুল প্রতিভা, কবিগুরু রবীন্দ্রনাথ।
বাংলা ভাষা তুমি কাঙ্গাল হরিনাথের কবিতা কৌমুদী, চারুচরিত্র।
বাংলা ভাষা তুমি গোলাম মোস্তফার রক্তরাগ, হাসনাহেনা।
বাংলা ভাষা তুমি গোবিন্দ চন্দ্র দাসের মগের মুল্লুক, শোক সান্ত্বনা।
বাংলা ভাষা তুমি গিরিশচন্দ্র সেনের মহাপুরুষ চরিত, তাপসমালা।
বাংলা ভাষা তুমি গোপাল হালদারের একদা অন্যদিন উপন্যাসমালা।
বাংলা ভাষা তুমি গিরিশচন্দ্র ঘোষের রাবণবধ, মায়াবসান।
বাংলা ভাষা তুমি গোপাল চন্দ্র ভট্টাচার্যের বাংলার মাকড়সা, মহাশূন্যে অভিযান।
বাংলা ভাষা তুমি চন্দ্রকুমার দে’র ময়মনসিংহ গীতিকা।
বাংলা ভাষা তুমি জসীমউদ্দীনের নকশী কাঁথার মাঠ, জীবন কথা।
বাংলা ভাষা তুমি জহির রায়হানের হাজার বছর ধরে, সূর্য গ্রহণ।
বাংলা ভাষা তুমি জীবনানন্দ দাশের ধূসর পান্ডুলিপি, বনলতা সেন।
বাংলা ভাষা তুমি জাহানারা নিঃসঙ্গ পাইন, ইমামের একাত্তরের দিনগুলি।
বাংলা ভাষা তুমি জগদীশচন্দ্র বসুর অব্যক্ত বিজ্ঞান বিষয়ক প্রবন্ধাবলী।
বাংলা ভাষা তুমি জোবেদা খানমের অভিশপ্ত প্রেম, একটি সুরের মৃত্যু।
বাংলা ভাষা তুমি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কিঞ্চিৎ জলযোগ, অলীক বাবু।
বাংলা ভাষা তুমি জিতেন ঘোষের জেল থেকে জেলে, সম্মুখে বিজয়।
বাংলা ভাষা তুমি জগদীশ গুপ্তের বিনোদিনী, নিষেধের পটভূমিকায়।
বাংলা ভাষা তুমি জলধর সেনের দুঃখিনী, অভাগী।
বাংলা ভাষা তুমি তালিম হোসেনের দিশারী, দানবীর এন্ডুর কার্নেগী।
বাংলা ভাষা তুমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা, চৈতালী ঘূর্ণি।
বাংলা ভাষা তুমি দাউদ হায়দারের জন্মই আমার আজন্ম পাপ, পাথরের পুঁথি।
বাংলা ভাষা তুমি দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, জামাই বারিক।
বাংলা ভাষা তুমি দিলারা হাসেমের ঘর মনজানালা, নায়ক।
বাংলা ভাষা তুমি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুর মার ঝুলি, কিশোরদের মন।
বাংলা ভাষা তুমি দ্বিজেন্দ্রলাল রায়ের আর্যগাথা, নূরজাহান।
বাংলা ভাষা তুমি দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য, মৈমনসিংহগীতিকা।
বাংলা ভাষা তুমি দীপক চৌধুরীর লাইটপোস্ট, বোরখা।
বাংলা ভাষা তুমি দীনেশ দাসের ভূখা মিছিল, কাঁচের মানুষ।
বাংলা ভাষা তুমি দ্বীজেন্দ্র ঠাকুরের স্বপ্নপ্রয়াণ, আচার্যের উপদেশ।
বাংলা ভাষা তুমি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণ।
বাংলা ভাষা তুমি নরেন বিশ্বাসের বাংলা ভাষা, অভিধান।
বাংলা ভাষা তুমি নুরুল মোমেনের রুপান্তর, নরসুন্দর।
বাংলা ভাষা তুমি নীলিমা ইব্রাহিমের শরৎ প্রতিভা, দুয়ে দুয়ে চার।
বাংলা ভাষা তুমি নরেন্দ্র দেবের বসুন্ধরা, সুহাসিনী।
বাংলা ভাষা তুমি নির্মলেন্দু গুণের দীর্ঘ দিবস দীর্ঘ রজনী।
বাংলা ভাষা তুমি নওয়াব ফয়জুন্নেসার রুপজালাল।
বাংলা ভাষা তুমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সুনন্দার জার্নাল।
বাংলা ভাষা তুমি নরেশচন্দ্র সেনগুপ্তের অগ্নি-সংস্কার, পাপের ছাপ।
বাংলা ভাষা তুমি নিশিকান্ত রায় চৌধুরীর অলকানন্দা, পঁচিশ প্রদীপ।
বাংলা ভাষা তুমি নিরুপমা দেবীর বিধিলিপি, বিবিধঃ আমার ডায়েরী।
বাংলা ভাষা তুমি প্রমথ চৌধুরীর নানাচর্চা, তেল-নুন-লাকড়ি।
বাংলা ভাষা তুমি প্রমথনাথ বিশীর ধনেপাতা, রবীন্দ্র সরণী।
বাংলা ভাষা তুমি প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল, বামাতোষিণী।
বাংলা ভাষা তুমি প্রবোধকুমার সান্যালের হাসুবানু, যাযাবর।
বাংলা ভাষা তুমি প্রভাবতীদেবী সরস্বতীর আয়ুষ্মতী, অপরাধের জের।
বাংলা ভাষা তুমি প্রেমেন্দ্র মিত্রের প্রথমা, উপনয়ন।
বাংলা ভাষা তুমি প্রমথনাথ রায় চৌধুরীর পদ্মা, পাষাণ।
বাংলা ভাষা তুমি প্রভাতকুমার মুখোপাধ্যায়ের রসময়ীর রসিকতা।
বাংলা ভাষা তুমি ফজিলাতুন্নেসার নারী জীবনে আধুনিক শিক্ষার স্বাদ।
বাংলা ভাষা তুমি ফররুখ আহমদের সাত সাগরের মাঝি, সিরাজাম্ মুনীরা।
বাংলা ভাষা তুমি ফয়েজ আহমেদের হাতে খড়ি, প্রতিবাদের ছড়া।
২৮টি মন্তব্য
কামরুল ইসলাম
চমৎকার লিখেছেন
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়। আমার স্বার্থকতা…
নাজমুল হুদা
অনেক মেধা আর পরিশ্রমের লেখা।
তথ্য ও উপাত্তে ভরপুর বাংলা ভাষা তুমি ।
নৃ মাসুদ রানা
জ্বি, অনেক ঘাটাঘাটি করে লিখেছি।
প্রদীপ চক্রবর্তী
আপনাকে অনেক অনেক অভিবাদন জানাই।
এতো সুন্দর কাব্যকথন।
এই কবিতায় অনেক তথ্য ও উপাত্তে রয়েছে যা আপনি কবিতার ভাষায় তুলে ধরেছেন।
অজস্র ধন্যবাদ ও শুভকামনা রইলো দাদা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, ভালো লাগলো। আমি অনুপ্রাণিত।
মোঃ মজিবর রহমান
বাংলা ভাষার সকল কবি ও সাহিত্যিকের কাব্যমালা একসঙ্গে সাজালেন।
নৃ মাসুদ রানা
চেষ্টা করেছি মাত্র। সফল হয়েছি কিনা জানিনা।
মোঃ মজিবর রহমান
আপনি পরিশ্রম করেই লিখেছেন আরও লিখুন অবশ্যই স্বারথকতা আসবে। আল্লাহ প্ররিশ্রমকারীকে অবশ্যই পুরুস্কার দিবেন আর সেটাই স্বারথক।
জিসান শা ইকরাম
কাউকেই তো বাদ দিলেন না লেখায়,
সবাই এসে গিয়েছেন যারা বাংলাকে অলংকৃত করেছেন।
ধন্যবাদ এমন লেখার জন্য।
নৃ মাসুদ রানা
আপনাকেও অসংখ্য ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য। পাশে রাখুন সঙ্গে থাকুন।
জিসান শা ইকরাম
এই কবিতাটি আপনি ২৩/১১/২০১৮ তারিখে অন্য একটি সাইটে দিয়েছিলেন।
এটি আপনার লেখা এতে কোনো সমস্যা নেই,
কিন্তু সমস্যা হচ্ছে পূর্বে প্রকাশিত কোন লেখা একটি সাইটে বর্তমানে দিলে গুগল অপটিমাইজেশন এ পরের সাইটের সমস্যা হয়। গুগল আপনাকে চিনবে না, চিনবে লেখা। গুগল ভাববে ‘ সোনেলায় কপি পেষ্ট হয়। ‘
আপনার নিজের লেখা হলেও, পূর্বে প্রকাশিত অন্য কোন সাইটের লেখা সোনেলায় প্রকাশ না করার জন্য অনুরোধ করছি।
নৃ মাসুদ রানা
অনুরোধ সাদরে গ্রহণ করলাম।
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা।
নিতাই বাবু
আপনার সুলিখিত পোস্টে সকল জ্ঞানীগুণীদের একসাথে পেয়ে অনেক আনন্দ উপভোগ করেছি। সত্যি ভালো লেগেছে। লেখনী শেষ করতে আপনি অনেক পরিশ্রম করেছেন বলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, আমারও খুবই ভালো লাগছে। আপনাদের যে ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
সাবিনা ইয়াসমিন
আপনার লেখাটি এক কথায় অনবদ্য।
বাংলা ভাষা ও বাংলার সমস্ত সাহিত্য-ব্যাক্তিত্বদের এক সাথে এনে লেখাটিতে অনুপম সৌন্দর্য দিয়েছেন।
শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর। বেশ ভালো লাগলো। অনুপ্রাণিত…..
তৌহিদ
অনেকটা স্বাধীনতা তুমি কবিতার আদলের লেখা। তবে আপনি অনেক পরিশ্রম করেছেন। যত চরিত্র নিয়ে রসেছেন একজন লেখকের ভালো লেখায় এটাই কাম্য।
দারুণ কবিতা ভাই।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ হে প্রিয় সহোদর। রচনায় তৃপ্তি পেলাম।
সুরাইয়া পারভিন
মাশাআল্লাহ এই আমাদের ভাষা,,, বাংলা ভাষা, মাতৃভাষা,,,, দারুণ উপস্থাপন 👏
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, ভালো লাগলো।
চাটিগাঁ থেকে বাহার
আগে দাম নিই…
তারপর মন্তব্য করবো।
নৃ মাসুদ রানা
কিসের দাম? মন্তব্য করলে খুশি হতাম।
চাটিগাঁ থেকে বাহার
দম নেয়ার কথা বলেছিলাম।
নৃ মাসুদ রানা
হুমম, অবশ্যই। দম নেওয়া শেষ হলে অবশ্যই কমেন্টস করবেন আশাকরি।
আরজু মুক্তা
কবিতা, সাথে লেখক এবং তাঁদের বইয়ের নাম। তথ্যবহুল। সাথে চমৎকার লিখনী।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর! ভালো লাগলো। উৎসাহ পেলাম সাথে অনুপ্রেরণা..