আয় যুদ্ধ যুদ্ধ খেলি …………………

ছন্নছাড়া ১০ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ০১:৪৪:১৫অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

ছোট বেলার কথা মনে পরলে মাঝে মাঝে একা একাই খুব হাঁসি ……
আমাদের ছোট বেলা ছিল অনেক মজার
সকালে বাড়ি থেকে বাহির হইতাম আর যতক্ষণ মা , বাবা লাঠি নিয়ে মারা প্রজন্ত মাঠে আর গাছে গাছে খেলে বেরানো ………
মায়ের হাতের মার না খেলে পেটের ভাত হজম হতোনা এই রকম ছিল অবস্থা
আমাদের অনেক খেলার মাঝে একটা খেলা ছিল যুদ্ধ যুদ্ধ খেলা এই খেলা শুরু হইত
একদল হবে পাকিস্তান আর একদল হবে মুক্তিযোদ্ধা
কিন্তু দুক্ষের বিষয় হোল কেউ পাকিস্তান হতে চাইতো না কে পাকিস্তান হবে আর কে মুক্তিযোদ্ধা হবে এটা নিয়ে চলতো মারামারি
তারপরে নিয়ম করা হোল একদল একবার মুক্তিযোদ্ধা হবে আবার পাকিস্তান হবে …
কিন্তু কোন নিয়মের মানা মানি নাই কেউ পাকিস্তান হবেই না
অবশেষে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ খেলা আর কখনোই হয় না ………
তারপরে আমারা খেলতাম চোর পুলিশ খেলা
একদল চোর হবে আর একদল পুলিশ
এটা আমাদের অনেক পছন্দের খেলা ছিল
এই খেলার উপকরণ ছিল …………
গাছের ডাল এবং কাঠ দিয়ে বানানো বন্ধুক
খেলার নিয়ম ছিল লুকায়ে থাকতে হবে
কেউ যদি কারো মাথা দেখে আর ডিয়া ডিয়া বলে তাহলে সে আউট হয়ে যাবে বা মারা যাবে

কিছু দিন আগে আমি বাড়িতে গিয়ে বাড়ির পিচ্ছি পাচ্ছি গুলা কে সেই খেলার ট্রেনিং দিলাম শুরু হোল খেলা
সেই খেলার কিছু ছবি দিলাম ………

৮৯২জন ৮৯১জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ