আহা গোপন

নীলাঞ্জনা নীলা ৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ০৭:৪৪:৫৭পূর্বাহ্ন কবিতা ৩৮ মন্তব্য
শিকারী রঙ...
শিকারী রঙ…

খেলার খেলায় মত্ত আমি
মত্ত তুমি
কিন্তু এ যে প্রেম
কে জানে
কি জানি !

শিকার করি আমি
স্বীকার করো তুমি !

খেলার জালে প্রেম বুনছি
হেম হেম প্রেম
কি জানি !
কে জানে !

সত্যি এ যে কি !

শিকারী তুমি স্বীকার করো
মনের ভেতর মন লুকিয়ে
বলছো কেন অন্য কথা !
কি জানি !
কে জানে !

সবকিছুই যে ওলট-পালট
খেলার খেলায় স্বীকার করি
কেবল তোমায়
শুধু তোমায়
ভালোবেসে শিকার এবং স্বীকার  করি ।

ইতারব্যাক,ব্রাশেলস,বেলজিয়াম
২৪ ডিসেম্বর,২০১০ ইং ।

**ছবিটা তুলেছিলাম ২০০৯ সালে বেলজিয়ামে। পুরো ছবিটা কিছুতেই পারলাম না আপলোড করতে। তার জন্য দুঃখিত।**

৫৪৩জন ৫৪৩জন
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ