খেলার খেলায় মত্ত আমি
মত্ত তুমি
কিন্তু এ যে প্রেম
কে জানে
কি জানি !
শিকার করি আমি
স্বীকার করো তুমি !
খেলার জালে প্রেম বুনছি
হেম হেম প্রেম
কি জানি !
কে জানে !
সত্যি এ যে কি !
শিকারী তুমি স্বীকার করো
মনের ভেতর মন লুকিয়ে
বলছো কেন অন্য কথা !
কি জানি !
কে জানে !
সবকিছুই যে ওলট-পালট
খেলার খেলায় স্বীকার করি
কেবল তোমায়
শুধু তোমায়
ভালোবেসে শিকার এবং স্বীকার করি ।
ইতারব্যাক,ব্রাশেলস,বেলজিয়াম
২৪ ডিসেম্বর,২০১০ ইং ।
**ছবিটা তুলেছিলাম ২০০৯ সালে বেলজিয়ামে। পুরো ছবিটা কিছুতেই পারলাম না আপলোড করতে। তার জন্য দুঃখিত।**
৩৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শিকার ও শিকারী শিকারে মত্ত এ ধরাধামে
আমরা যে উপেক্ষিত এ উপবনে।
আপনি যে কোথায় ডুব মারেন!
নীলাঞ্জনা নীলা
কি করি বলুন! ব্যস্ততা বেড়েছে। উপেক্ষিত তো আমি। পড়তে পারছি না আপনাদের লেখা। না ঘুমুলে নিজেই রোগী হয়ে যাবো যে। আপনার চেয়ে সোনেলার স্বর্ণদের আমি বেশী মিস করি। 🙁
শুন্য শুন্যালয়
ছবিটা অদ্ভূত সুন্দর আপু। কবিতা!! মাথার ভেতর মাথা ঢুকিয়ে বোঝার চেষ্টা করছি। ভালোবাসায় খেলা, শিকার সব চলে স্বীকার করতে দোষ কি? বেশ লাগলো 🙂
নীলাঞ্জনা নীলা
শিকার করা ছাড়া ভালোবাসা কি পাওয়া যায়? আর ছবিটা আমারও খুব প্রিয়। এমন বিকেল আমি আর কখনো দেখিনি। এতোটাই সুন্দর ছিলো, বেলজিয়ামের সেদিনকার আকাশ।
-{@ (3
মোঃ মজিবর রহমান
একে অপরকে শিকার করে শিকারী
খেলায় সবাই মত্ত
দারুন অভিব্যাক্তি আপু।
শুভেচ্ছা নিরন্তর।
নীলাঞ্জনা নীলা
মজিবুর ভাই শিকারী হয়ে কেউ স্বীকার করেনা।
আর সেই খেলায় আপনার মন্তব্য কবিতাকে স্বার্থক করে তুললো। -{@
অলিভার
ছবিটা সুন্দর। কিন্তু এই রঙ কে যে শিকারীর রঙ সেটা জানা ছিল না।
খেলার ছলে, শিকার করে ভালোবাসা, সে কি সত্যিই কেউ স্বীকার করে?
কি জানি!
কে জানে!
ভালো লাগা জানয়ে গেলাম 🙂
নীলাঞ্জনা নীলা
আমার মনে হলো এমন রঙেই তো শিকার করা যায়! ব্যস!
আপনি চাইলে একে অন্য যে কোনোভাবে সাজাতে পারেন।
কেউ করে না
কেউ করেনা।
ভালো লাগাটুকু যত্নে রাখা হলো। -{@
ইমন
(y) -{@
নীলাঞ্জনা নীলা
-{@ -{@ 🙂
ব্লগার সজীব
কি যে বলে যায় কবিতায় কবিরা ! আমি কেন কবিতা বুঝিনা? শিকারী রঙ এটা? জানতামই না।
নীলাঞ্জনা নীলা
আমার কাছে মনে হলো শিকারী রঙ। এখন আপনার কাছে কি মনে হয়?
মন হলো আসল, বাকী সব নকল।
আসলেই কবিরা যে কি বলে যায়! ভাগ্যিস কবি হইনি!! 🙂 -{@
খেয়ালী মেয়ে
সবকিছুই যে ওলট-পালট
খেলার খেলায় স্বীকার করি
কেবল তোমায়
শুধু তোমায়
ভালোবেসে শিকার এবং স্বীকার করি ।————-এক কথায় অসাধারন লিখেছো আপু (y)
ছবিটা খুব সুন্দর (y)
নীলাঞ্জনা নীলা
আপুনি এতো সুন্দর মন্তব্য পেয়ে আমি তো \|/
অনেক ভালোবাসা -{@ (3
লীলাবতী
নীলাদি অদ্ভুত সুন্দর একটি লেখা পড়লাম।আমার প্রিয় একটি গান মনে পড়ে গেলো।
https://soundcloud.com/heem-chaya/amay-ektu-aral-debe-ki-lukobo
নীলাঞ্জনা নীলা
আহা…
কথাগুলো অদ্ভূত। রূপঙ্করের গান আমার অনেক প্রিয়।
দিদি এই গানের জন্য -{@
আর (3
মরুভূমির জলদস্যু
-{@ শিকার করি আমি
স্বীকার করো তুমি ! -{@
অসাধারণ
নীলাঞ্জনা নীলা
আরে রে রে শিকার!!! কাকে? আমাকে না প্লিজ।
মরে যাবো।
মরিতে চাহিনা আমি এ সুন্দর ভূবনে,
সোনেলা ব্লগে আমি থাকিবারে চাই। :p
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য -{@
সীমান্ত উন্মাদ
ছবি এবং কবিতা দু’টোই ভীষন ভাল লাগ্লো আপু।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা নিরন্তর।
তবে আপু আমার একটা দুঃখ আছে আমি কখনো ভালবাসা স্বীকার করতে পারলাম না। উন্মাদ বলে মনে হয়।
আবারো বলছি আপনার লিখা সব সময় ভাললাগে আমার।
নীলাঞ্জনা নীলা
ভালোবেসে গেলাম শুধু,
স্বীকার করা হলোনা
আশায় আশায় দিন-রাত যাচ্ছে
শিকার যে কেউ করলোনা। :p
সীমান্ত উন্মাদ ভাইয়া আমি আপনার লেখার ভক্ত। যে হাসাতে পারে তার জন্যে আমার -{@ (3
জিসান শা ইকরাম
বাহ!
দারুন লিখেছো 🙂
নীলাঞ্জনা নীলা
নানা তোমার নাত্নী বলে কথা!!
আবার তুমিও আমার নানা বলে কথা!!!
তা নইলে কি লিখতে পারতে? :p
আর্বনীল
আপু কবিতা অসাধারণ। আর ছবির কথা বলব, সময়টা সুন্দর ছিল বলেই ছবিটা সুন্দর হইছে…।। 😛
নীলাঞ্জনা নীলা
বাহ এমন কথায় মন ভরে গেলো। সময়টা সুন্দর বলেই ছবিটা সুন্দর হয়েছে। কথাটি ঠিক ঠিক ঠিক (y)
এজন্য -{@ -{@
রিমি রুম্মান
ছবিটি আপনি তুলেছেন জেনে ভাল লাগলো। অদ্ভুত সুন্দর। লেখাটি কেমন করে মিলিয়েছেন ! -{@
নীলাঞ্জনা নীলা
লেখাটি পরে লিখেছি আসলে।
এভাবে নিত্য প্রেরণা পেয়ে যাই, তাই লিখে যেতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। -{@
অরণ্য
ছবির ক্যাপশনটা অসাধারণ! (y) (y) মনে হলো এ রঙ আমার অনেক চেনা।
দু’টা লাইনে মহুয়া পেলাম…
“মনের ভেতর মন লুকিয়ে
বলছো কেন অন্য কথা !” (y) 🙂
নীলাঞ্জনা নীলা
মহুয়ার নেশায় ডুবে যাবেন না যেনো! গান শোনার পর, তারপর!
অরণ্যই তো রঙ ছড়ায় প্রকৃতিতে, অচেনা তো হবার কথা নয়!
ধন্যবাদ এবং ফুলেল শুভেচ্ছা। -{@
অরণ্য
হুম! 🙂 ঠিক।
নীলাঞ্জনা নীলা
🙂
জিসান শা ইকরাম
শিকারী রঙ… একে বলে, এটা তুমি কোথায় পেলে?
নীলাঞ্জনা নীলা
শিকার করতে গিয়ে। :p
জিসান শা ইকরাম
আমি এই প্রথম জানলাম এটা শিকারী রঙ
আমিও যামু শিকারে, এরপর দেখুম এমন রঙ দেখি কিনা 🙂
নীলাঞ্জনা নীলা
বয়স বেড়েছে শিকার করা এখন তোমার জন্য কঠিন। বুড়া বয়সে বইস্যা বইস্যা ভাবাই ভালো ;?
জিসান শা ইকরাম
এ আর এমন কি বয়স। বুড়ো হতে এখনো ৪৩ বছর বাকী। তুমি একজন ক্লায়েন্টের কথা বলেছো যিনি নাকি ৯৬ বছরেরও হাঁটেন 🙂
নীলাঞ্জনা নীলা
নানা আমরা কোন দেশী?
জিসান শা ইকরাম
বাংলাদেশের,কেনেডার মানুষ বেশী ফিট থাকে? আমার দাদু,নানা এনারাও শতবর্ষী ছিলেন এবং ফিটফাট 🙂
নীলাঞ্জনা নীলা
সমস্যা হইলো তোমার নাত্নীরে নিয়া। তোমার নাত্নী অনেক বেশী ফিট কিনা, তাই তুমি নানা বেশী বুড়া হয়ে গেছো। :D)