বাংলাদেশের গ্রামাঞ্চলগুলোতে শীতকালে বৃষ্টির পানির মত ঝিরঝিরে কুয়াশা পড়ে। তীব্র শীতে স্থবির হয়ে যায় সব কিছু। বৃদ্ধ নারী পুরুষ শিশু সহ অনেক অসহায় মানুষ এই শীত কাটায় খুবই কষ্টে। পাতলা ফিনফিনে এক টুকরো কাপড়ে কাপতে থাকে মানুষটি। আমরা যারা শহরে থাকি তাদের মধ্যে যারা এসব পরিবেশে না গিয়েছি তারা আসলে ধারনাও করতে পারবো না শীত মানুষের জন্য কত দুর্ভোগ নিয়ে আসে। বাংলাদেশে প্রতি বছর শীতে মৃত্যুবরণ করে অনেক মানুষ।
আমরা ২০১৩’র কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এক রঙ্গা এক ঘুড়ি এবার ফেসবুকের কিছু সমমনা গ্রুপ এবং বাংলা ব্লগিং কমিউনিটির বেশ কয়েকটি ব্লগের সমন্বয়ে একটি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেছে। উদ্দেশ্য বেশী সংখ্যক মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দেয়া। শীতকে সহনীয় করে তোলা। তার পাশে মানবিক মানুষ হয়ে দাঁড়াবার চেষ্টা। আমরা আন্তরিকভাবে চাই আমাদের সাথে আপনিও যোগ দেবেন।
উল্লেখ্য ২০০৭ সনে এক রঙ্গা এক ঘুড়ি’র যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের দরিদ্র মানুষ তথা আর্ত মানবতার কাজে নিজেদের নিয়োজিত করি। তারই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা ত্রাণ সরবরাহ করি, সেখানে শীতের সময়টায় অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এক রঙ্গা এক ঘুড়ি। সেই ছিল শুরু! তারপর নিয়মিতভাবে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে এক রঙ্গা এক ঘুড়ি। রংপুর, মানিকগঞ্জ, ঢাকা সহ দেশের বেশ কিছু জেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে ছিলাম আমরা বিগত বছরগুলোতে। এ ছাড়াও জাতীয় দুর্যোগেও বেশ কিছু কার্যক্রম নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এক রঙ্গা এক ঘুড়ি।
আপনি মানবিক এই কাজে এগিয়ে আসতে পারেন আর্থিক সাহায্য দিয়ে কিংবা আপনারা যারা পুরনো কাপড় জমিয়ে রেখেছেন তা দিয়েও পাশে থাকতে পারেন। আমাদের একটি টিম আপনার কাছ থেকে সাহায্য অথবা শীতার্তদের জন্য গরম কাপড় সংগ্রহ করবে আপনার দেয়া ঠিকানা অনুযায়ী গিয়ে।
পাশাপাশি আপনি জানাতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ অন্যান্যদের – এভাবেই আমাদের সম্মিলিত চেষ্টায় হয়তো এই শীত হতে পারে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য কিছুটা হলেও সহনীয়।
শীতার্তদের শীত বস্ত্র বিতরণ উদ্যোগ বিস্তারিত:
কার্যক্রমে সহায়তা জমা দেবার শেষ তারিখ: ডিসেম্বর ১৫, ২০১৩
বিতরনঃ ডিসেম্বর ১৬, ২০১৩
বিকাশ একাউন্ট নাম্বার: 01711310476 (এই নাম্বারে টাকা পাঠিয়ে বার্তা বা SMS করে আমাদের জানাতে হবে)
ব্যাংক একাউন্ট:
SM Masudul Islam
150 620 188 980 0001
Brac Bank
Asad Gate Branch
Dhaka, Bangladesh
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন:
ইমেইল: [email protected]
ফোন: ০১৬১০৩০০৪০০, ০১৯১১১১৫৩১৫, ০১৯১৪৮৭৪৭০১
উদ্যোগঃ
এক রঙ্গা এক ঘুড়ি (http://ekrongaekghuri.com/)
নক্ষত্র ব্লগ (http://nokkhotro.com/)
প্রথম আলো ব্লগ (http://prothom-aloblog.com/)
ঢাকা ওয়েব হোষ্ট (http://dhakawebhost.com/)
জলছবি বাতায়ন (http://jalchhabibatayan.com/) সহ আরো কিছু ব্লগের ব্লগারবন্ধু এবং ফেসবুক গ্রুপ ভিন্ন-সত্ত্বা, বন্ধু কি খবর বল সহ আরো কিছু সমমনা বন্ধু শুভাকাংখীর দল!
যোগ দিন আমাদের সাথে। আসুন মানবিক মানুষ হয়ে উঠি! যোগ দিতে পারেন ফেসবুক ইভেন্টে
১৬টি মন্তব্য
নীলকন্ঠ জয়
দারুণ উদ্যোগ নীলদা। অনেক অনেক শুভ কামনা রইলো। মহৎ কাজে সবাইকেই এভাবে এগিয়ে আসা উচিৎ। -{@
নীলসাধু
শুভেচ্ছা
সোনেলা ব্লগ বন্ধুরা আমাদের সাথে যোগ দিলে সেটা হবে আমাদের সবার জন্য আনন্দের।
আমি এই বিষয়ে সোনেলা ব্ ব্লগ সঞ্চালক সহ সকল ব্লহবন্ধুদের বিনীত দৃষ্টি আকর্ষন করছি।
আমরা সম্মিলিতভাবে এগিয়ে গেলে উপকৃত হবার সম্ভাবনা বেশী মানুষের।
(3
স্বপ্ন
ভালো উদ্যোগ (y)
নীলসাধু
ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন।
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
ভালো উদ্যোগ
নীলসাধু
ধন্যবাদ। আমরা সবাই মিলে কিছু করতে পারলে আমাদের নিজেদের কাছেও ভালো লাগবে অনেক। আমি আশা করি সোনেলা ব্লগ সঞ্চালনা পরিষদ আমাদের আহবানে সাড়া দেবে। শুভেচ্ছা আপনার জন্য! 🙂 🙂
মিথুন
অনেক ভালো উদ্যোগ. আশা করছি সোনেলা ব্লগ ও সাড়া দেবে.
নীলসাধু
শুভেচ্ছা আপনার জন্য 🙂
তন্দ্রা
এমন মহৎ কাজে সবাই আসবে ।
নীলসাধু
ধন্যবাদ। আমিও তাই আশা করছি। শুভকামনা জানবেন।
শুন্য শুন্যালয়
সোনেলা ব্লগ অবশ্যই এতো ভালো উদ্যোগে সাড়া দেবে…মডুরা কি বলে?
নীলসাধু
ধন্যবাদ ভাই।
আশা করি সোনেলা ব্লগের বন্ধুরা আমাদের সঙ্গে এই মানবিক কাজে যোগ দেবেন (3
জিসান শা ইকরাম
ভালো উদ্যেগ নিয়েছেন আপনারা ।
এবারের শীতার্তদের পাশে যার যার সামর্থ অনুযায়ী দাঁড়ানো উচিৎ ।
ইতিমধ্যে আমরা কয়েকটি গ্রুপ এর সাথে কথা বলেছি এ বিষয়ে ।
তারপরেও ব্লগের করনীয় সম্পর্কে আপনাকে অবহিত করা হবে অবশ্যই।
শুভ কামনা ।
নীলসাধু
ধন্যবাদ। আমরা আপডেট জানতে আগ্রহী।
ভালো থাকবেন।
সুন্দর থাকুন।
খসড়া
সাথে আছি।
নীলসাধু
ধন্যবাদ। এমন মন্তব্যে আমরাও সাহসী হই 🙂