আসুন জেনে নিই সোনেলা ব্লগের কিছু অজানা তথ্য
২০১৫ সালের ট্রাফিক rank
দেখা যাচ্ছে এপ্রিলের শেষ এবং মে মাসের প্রথমে এই সাইটের ভিজিটর সবচেয়ে বেশী ছিল । জুনে আবার কমে এসেছে ।
* সোনেলার গ্লোবাল rank 1216987
এবং বাংলাদেশের rank 11973
* সোনেলার বেশিরভাগ ভিজিটর বাংলাদেশী
* বাউন্স রেট 52.40%
* এখানে একজন ভিজিটর গড়ে 3.5 টা পেজ ভিউ করেন
* এবং তাঁরা এই সাইটে গড়ে 3:26 মিনিট অবস্হান করেন
* সোনেলায় নিচের কি ওয়ার্ড দিয়ে সার্চ করে সবচেয়ে বেশী ভিজিটর এসেছে
1) তেঁতুল
2) শুভ জন্মদিন
3) উত্তর কোরিয়া
4) ধনী
5) নক্ষত্র ব্লগ
সোনেলা ব্লগ টি 25 টি সাইটের সাথে লিংকিং করা আছে ।
সাইট গুলির কয়েকটা
1) secureserver.net
2) blogspot.de
3) blogspot.ru
4) bdnews24.com
5) blogspot.hk
ইচ্ছা করলে আপনারা নিজেরাই www.alexa.com এ গিয়ে যে কোন সাইটের এমন বিস্তারিত তথ্য দেখতে পারেন । ।
ধন্যবাদ সবাইকে ।
১৫টি মন্তব্য
অনিকেত নন্দিনী
হায় হায়! এইখানেও তেঁতুল!! তাও এক নাম্বারে!!! ;?
লীলাবতী
দিদি,তেতুল এর পর্ব গুলো আমার :p আবার আরম্ভ করতে হবে 🙂
সীমান্ত উন্মাদ
এইবার শুরু করার আগে তেঁতুল হুজুরের অনুমতি নিয়েন আপু নইলে আবার রোজা রমজানের দিন হুজুরে মাইন্ড করবার পারে। :p
লীলাবতী
বুঝলাম,তেতুল পর্ব আবারো আরম্ভ করতে হবে :p
সঞ্জয় কুমার
তেঁতুলের অপেক্ষায় থাকলাম
মেহেরী তাজ
লীলাবতী আপু তো পুরাই হিট।
না মানে আপুর পোষ্ট আর কি। :p
সঞ্জয় কুমার
হুম । সুপার হিট
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর একটি তথ্য দিলেন।অভিনন্দন লীলাদি। -{@ -{@ -{@ -{@
সঞ্জয় কুমার
আপনাকে ও অনেক ধন্যবাদ
রিমি রুম্মান
নতুন কিছু তথ্য জানা হল। ভিন্নধর্মী পোস্ট । শুভকামনা রইল।
সঞ্জয় কুমার
ধন্যবাদ
খেয়ালী মেয়ে
অজানা তথ্য শেয়ারের জন্য ধন্যবাদ—
যাক এই পোস্টের মাধ্যমে জানলাম লীলাবতী আপুর তেঁতুল পর্ব আবারো শুরু হচ্ছে 🙂
সঞ্জয় কুমার
আমরা সবাই তেঁতুলের অপেক্ষায় আছি
নীলাঞ্জনা নীলা
মিষ্টি তেঁতুলের আচার :p
সঞ্জয় কুমার
হুম ।
সবাই দেখছি তেঁতুল ভক্ত