একদিন চলে যাব সব মায়া মমতা ভালবাসার বন্ধন ছেড়ে
থাকবো আমি শুয়ে, থাকবে মানুষ অনেক আমকে ঘিরে
আমিও দেখবো সবই আছে আমার,কিন্তু আমি থেকেও নেই
বন্ধ হয়ে গেছে আমার জবান ,থেমে গেছে আমার অনুভুতি।
আমি চিত্কার করে বলছি আমি আছি তোমাদের মাঝে
কিন্তু কেউই যেন শুনছেনা আমার কথা বলছেনা কিছুই
পৃথিবী তখন বলবে তুমি আর নেই তাদের মাঝে
এখন তোমাকে যেতে হবে তোমার আসল ঠিকানাতে।
আমি পারবনা মানতে ধরনীর মায়া জাল ছাড়তে
আমি বেড়াবো ছুটে চারদিকে সবার মাঝে কিন্ত
কেউ দিবেনা কোনো সাড়া,শুনবেনা কোনো কথা
আমি কষ্ট নিয়ে বিদায় নিবো ধরনী থেকে
আমার তোমার সবার আসল ঠিকানাতে।
অনেক স্বজনরা কাঁদবে আমার চলে যাওয়াতে
করবে মনে আমার ধরনীর সব স্মৃতিকে
আমি শুধু দেখবো তাকিয়ে দূর থেকে
পারবনা ফিরতে আমার স্বজনদের মাঝে।
আমি দেখবো কিছু দিন ভাবছে সবাই
কাঁদছে কিছু সময় পর পর
আস্তে আস্তে কমে যাবে আমার কথা
হবেনা আর কোনো আলোচনা।
এইভাবে চলে যাবো একদিন সব ছেড়ে
আমার তোমার সবার আসল ঠিকানাতে।
৩৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কবিতা লিখতে শুরু করেছেন দেখে ভাল লাগল ।
লিখতে থাকুন অনেক করে ।
পুষ্পবতী
ধন্যবাদ । ভালো থাকবেন সবসময় আর দোয়া করবেন যেন লিখতে পারি।
মশাই
ধন্যবাদ পুষ্পবতী আবারও লেখার জন্য। এভাবেই চলুক পথ চলা। -{@
আমার এক শ্রদ্ধাভাজন বলেছিলো কবিতা নাকি শো-কেস-এ সাজিয়ে রাখা যায় ছোঁয়া বা না ছোঁয়ার জন্য। তার কথার মূল্য আমি দেবার চেষ্টা করি বলেই আপনার লিখাটিকে আমি কবিতা বললাম না। এ হচ্ছে আপন অনুভূতি। কবিতা শো-কেসে সাজিয়ে রাখা গেলেও এই অনুভূতি কখনো সাজিয়ে রাখা যায় না। এমন অনুভূতিতে লেখক তো বটেই পাঠকও উকি মারে। ভাবিয়ে তুলে যেই লেখাটি পড়ে। পুষ্পবতী, সহজ কথা মালার এক দারুণ উপস্থাপনার জন্য কৃতজ্ঞতা জানবেন। ভবিষ্যতে এমন অনুভূতি আরো পাবো সেই আশা রাখছি। লেখকের লিখনীর হাত আরো সমৃদ্ধ হোক সেই কামনা করি পুষ্পবতী। -{@
অনেক কিছুই বলে গেলেন, বুঝা যায় ভাবনায় আচ্ছন্ন ছিলেন যা জীবিত অবস্থায় আমরা সবাই কম বেশি হই কোনো না কোনো এক সময়। ছেড়ে যেতে হবে এই পৃথিবী ভাবলেই মন কেদে উঠে তবে যখন ভাবি পাবো নূতন চিরস্থায়ী জীবন তখন আবার আনন্দ হয় অনেক। এইতো আসা যাওয়ার এই পৃথিবী একবার কারো আগমনে যতটুকু খুশি হয় ততটুকুই কষ্ট হয় সে যখন চলে যায়। থাক না এসব এ পারের মায়া মমতাগুলো। আমার আবার ভাবতে খুব ভাল লাগে যে আমি এই পার ছেড়ে ওপারে চলে যাবো। অনেক অনেক উচ্ছ্বাসিত হই মাঝে মাঝে। আপনাকে কয়েকটা লাইন বলি কেন উচ্ছ্বসিত হই। আপনার লেখা পড়েই আসলে এই লাইনগুলো আমার মনে আসলো না কোনো কবিতা না শুধুই ভাবনা।
আমি তাদেরকেই ফেলে এসেছি ওপারে,
যারা ক্ষণস্থায়ী জনারণ্য ফেলে ছুটে আসবে
আমার এই শূন্যতায় সজীব সজন হয়ে।
সবাই একদিন আসবে অমর হয়ে,
জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা-
সবাই আসবে, আশেপাশের প্রতিবেশীরাও।
সেও আসবে যাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম-
হাজার বছর ধরে।
সুখের কি অন্ত থাকবে বলো যেদিন তাকে পাবো
চির অমর করে?
তাই ভাবি না, হই না উন্মাদ ক্ষনিকের রঙ্গপ্রসাদে,
অপেক্ষা শুধু মিলিত হবার সবাই একসাথে।
পুষ্পবতী আপনি বলেছেন :
**আমি দেখবো কিছু দিন ভাবছে সবাই
কাঁদছে কিছু সময় পর পর
আস্তে আস্তে কমে যাবে আমার কথা
হবেনা আর কোনো আলোচনা।**
আসলে কথাগুলো চিরন্তন সত্য। অস্বীকার করা যায় না। যাই হোক আপনার লেখা পড়ে কিছুটা নস্টালজিক হলাম পুষ্পবতী। ভালো থাকুন সবসময়। -{@ -{@ -{@
পুষ্পবতী
ধন্যবাদ মশাই আমার লিখাতে মন্তব্য করার জন্য। আমি জানিনা আমার লিখা কতটা ভালো হয়াছে বা কতটা খারাপ হয়েছে তবে আপনি যেভাবে আমাকে উত্সাহিত করছেন ভালো লাগছে খুব। আমার সালাম নিবেন। ভালো থাকবেন সবসময়।আর দোয়া করবেন যেন আপনাদের মতো ভালো করে লিখতে পারি।
মশাই
:Hello: :Angel:
পুষ্পবতী
:=
মশাই
কিগো পুষ্পবতী আপনার কি ঘুম ভাঙ্গেনি এখনো? ^:^
পুষ্পবতী
ঘুম ভাঙ্গছে ৬.১৫ মিনিটে। -{@ -{@ -{@
মশাই
Beshi beshi ghumaba. Beshi kore ghumale matha thik thakbe aro sundor sundor lekha porte parbo amrao……
ছাইরাছ হেলাল
ghumaba !
পুষ্পবতী
helal viya .moshai ki tik achen?apnar ki mone hoi ?
মশাই
মাথা গুলিয়ে গেছে আপনাকে তো আগেই বলেছিলাম যে আমার মাথা তেমন কাজ করছে না।
শুন্য শুন্যালয়
হা হা হা, ছাইরাছ ভাইয়া, আপনি পারেন ও 😀
পুষ্পবতী
na moshai ato beshi gumano jabena tahola problem beshi hobe ..
মশাই
Ar shunun apni valo likhen, shudhu valo na onek valo likhen, Moshai er kotha bissash korte hoy. Ar apni amader moto keno valo likhte chan? Amrato chai apni amader cheyeo valo likhun.
ছাইরাছ হেলাল
apni !
মশাই
ইশ কিভাবে যে ধরে ফেলেন?
শুন্য শুন্যালয়
যাক, ফয়সালা তাইলে হইছে।।
পুষ্পবতী
moshai ki shuru korechen?akbar apni arekbar tumi?
মশাই
Helal vaiya boyose choto jara taderke ami apni bolte pari na kemon jani atke jai.
পুষ্পবতী
tahola moshai tumi kore bolun..onumoti dilam .
শুন্য শুন্যালয়
বয়স ছোট হলে আপনি বলতে পারিনা… কোটেড
এখন থেকে লেখার পাশে সবার বয়স বলা মাস্ট 🙂
মশাই
Ei pushpoboti tumake tumi bolle ki shomossa ha?
পুষ্পবতী
kuno somossa ny
মশাই
Hahahaha songshode bil pass hoyeche. Dhonnobad madam ghush chara onumoti debar jonno.
পুষ্পবতী
ghush khaowa haram moshai
ফরহাদ ফিদা হুসেইন
কবিতা ভালো লেগেছে।
আর কমেন্ট গুলি পড়ে মজা পাইছি 😛
পুষ্পবতী
ধন্যবাদ। -{@
মা মাটি দেশ
এইভাবে চলে যাবো একদিন সব ছেড়ে
আমার তোমার সবার আসল ঠিকানাতে। -{@ (y)
পুষ্পবতী
ধন্যবাদ।ভালো থাকবেন।
প্রিন্স মাহমুদ
লিখতে থাকুন , অনেক ভালো লিখবেন আর লেখার যত্নে নেন ।
পুষ্পবতী
ধন্যবাদ আমাকে উত্সাহিত করার জন্য।ভালো থাকবেন।
শুন্য শুন্যালয়
পুস্পবতী … আপনি ভালো লিখছেন। এরকম ভাবনা ভাবুন, বেঁচে থাকা যায় এমনও ভাবুন ।
লিখুন আরো অনেক।। ভালো থাকবেন সর্বদা ।
পুষ্পবতী
ধন্যবাদ ।আপনিও ভালো থাকবেন সবসময়। -{@