আসল ঠিকানা

পুষ্পবতী ৩১ মে ২০১৪, শনিবার, ০৫:১১:৩৫অপরাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

একদিন চলে যাব সব মায়া মমতা ভালবাসার বন্ধন ছেড়ে
থাকবো আমি শুয়ে, থাকবে মানুষ অনেক আমকে ঘিরে
আমিও দেখবো সবই আছে আমার,কিন্তু আমি থেকেও নেই
বন্ধ হয়ে গেছে আমার জবান ,থেমে গেছে আমার অনুভুতি।

আমি চিত্কার করে বলছি আমি আছি তোমাদের মাঝে
কিন্তু কেউই যেন শুনছেনা আমার কথা বলছেনা কিছুই
পৃথিবী তখন বলবে তুমি আর নেই তাদের মাঝে
এখন তোমাকে যেতে হবে তোমার আসল ঠিকানাতে।

আমি পারবনা মানতে ধরনীর মায়া জাল ছাড়তে
আমি বেড়াবো ছুটে চারদিকে সবার মাঝে কিন্ত
কেউ দিবেনা কোনো সাড়া,শুনবেনা কোনো কথা
আমি কষ্ট নিয়ে বিদায় নিবো ধরনী থেকে
আমার তোমার সবার আসল ঠিকানাতে।

অনেক স্বজনরা কাঁদবে আমার চলে যাওয়াতে
করবে মনে আমার ধরনীর সব স্মৃতিকে
আমি শুধু দেখবো তাকিয়ে দূর থেকে
পারবনা ফিরতে আমার স্বজনদের মাঝে।

আমি দেখবো কিছু দিন ভাবছে সবাই
কাঁদছে কিছু সময় পর পর
আস্তে আস্তে কমে যাবে আমার কথা
হবেনা আর কোনো আলোচনা।

এইভাবে চলে যাবো একদিন সব ছেড়ে
আমার তোমার সবার আসল ঠিকানাতে।

১৩৪০জন ১৩৪০জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ