সুপ্রিয় ব্লগার / লেখকবৃন্ন্দ আগামী ২৩ সেপ্টেম্বর সোনেলা ব্লগ একাদশ বর্ষে পদার্পণ করবে। সোনেলার দশ বছর পুর্তি উৎযাপন উপলক্ষে সোনেলা ব্লগের সোনালী মানুষদের লেখা নিয়ে সোনেলা ব্লগ এর পক্ষ থেকে ❝সোনেলা ম্যাগাজিন ২০২২ ❞ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।
এতে থাকবে
ছোট গল্প
কবিতা
রম্যরচনা
স্বাস্থ্যকথা
রান্নার রেসিপি
দেশীয় ফ্যাশন
ছবি আঁকা
ভ্রমণকাহিনী
ইতিহাস/ঐতিহ্য
খ্যাতিমান ব্যাক্তিত্ব নিয়ে প্রবন্ধ
অণুগল্প
চিঠি
এছাড়া সোনেলা ব্লগ নিয়ে ব্লগারদের নিজস্ব অনুভব/মতামত ইত্যাদি ।
ম্যাগাজিনের জন্য যারা লেখা দিতে চান তারা সোনেলা ব্লগে লেখা দিন। যে সমস্ত লেখকদের ব্লগে আইডি নেই, তাদের আইডি করে দেয়ার জন্য যথাযথ সহযোগীতা করা হবে। আইডি সংক্রান্ত তথ্য/প্রশ্নের জবাব পেতে সোনেলা ফেসবুক গ্রুপে যোগাযোগ করুন।
উল্লেখ্য, একজন লেখক একটি বিভাগে একটি এবং যারা একাধিক বিভাগে লিখতে চান তারা সর্বোচ্চ তিনটা বিভাগে একটি করে মোট তিনটি লেখা দিতে পারবেন।
সোনেলা ব্লগ এর নির্বাচক মন্ডলী লেখা নির্বাচিত করবেন। লেখা নির্বাচনের ক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত হবে।
ম্যাগাজিনএ প্রকাশে ইচ্ছুক লেখা গুলোর শিরোনাম এর পাশে ব্রাকেটে “সোনেলা ম্যাগাজিন ২০২২” লিখে দিতে হবে।
যেমন (সোনেলা ম্যাগাজিন ২০২২)
ম্যাগাজিনএ অংশ নেবার শর্ত সমুহ –
√ সোনেলার ব্লগার হতে হবে।
√ নিজের লেখায়/ সহব্লগারদের লেখায়/মন্তব্যতে উপস্থিত হতে হবে।
√ ম্যাগাজিনএ প্রকাশের জন্য নিজের লেখা দিতে হবে। কপি-পেস্ট ( অন্যেরলেখা) গ্রহণ করা হবে না।
√ সোনেলা ব্লগ/নিজের ফেসবুক ওয়াল ছাড়া অন্য কোথাও প্রকাশিত হয়েছে এমন লেখা দেওয়া থেকে বিরত থাকতে হবে।
ব্লগে লেখা জমা দেয়ার শেষ তারিখ …….৩০/০৭/২০২২খৃষ্টাব্দ
৬৭টি মন্তব্য
মনির হোসেন মমি
নিঃসন্দেহে ব্লগ উর্জ্জীবিত করার ভালো একটি উদ্দ্যেগ কিন্তু এর আগে একটি এমন উদ্দ্যেগ ছিলো লেখাও জমা হয়েছিলো শেষপর্যন্ত তা আলোর মুখ দেখেনি।আমরা এটাও বিশ্বাস করি একবার না পারিলে দেখো শতবার অবশ্য বিজয় আসবে।
যাই হোক গ্রুপে একটি পিনপোস্ট দিয়ে রাখলে সবার নজরে আসবে।
শুভ কামনা।
বন্যা লিপি
এর আগেরবার কি হয়েছিলো, মনে নেই মমি ভাই? এবার ইনশাল্লাহ্ জিদ ধরে বসুন সবাই,,,,এবার ম্যাগাজিন বের করেই ঘরে উঠব ইনশাল্লাহ্……
মনির হোসেন মমি
অবশ্যই আপু ম্যাগাজিন বের করবই করবো।সবাই আমার বড় আপুর হাতটি শক্তিশালী করুন।আমিও ধীরে ধীরে নিয়মিত হচ্ছি।ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
@মমি ভাই, আগের কথা বাদ দিয়ে আগে বাড়ুন ভাই। ইনশাআল্লাহ সবকিছু সুন্দর মতো সম্পাদিত হবে।
শুভ কামনা 🌹🌹
সায়মা নুর নাতাশা
বন্যাপু……জিদ তো এনেছি
কিন্তু কি লিখি কিছুই ভেবে পাইনা
মমি চাচ্চু লিখতে বললো
আমার ইচ্ছেও করছে লিখতে
কিন্তু কিছু ভেবেই পাইনা ☹️☹️
বন্যা লিপি
@সায়মা নুর নাতাশা/ টপিকের অভাব নেই নুরি….ইনবক্সে টোকা দিও….তোমারে থিম বা টপিক পেতে সাহায্য করার চেষ্টা করা যাবে। এবং আরো একটা বিষয়- ব্লগে রোজ একটু ঘোরাঘুরি করো,,, সব লেখাজোঁকা পড়ো! থিম/ টপিক টপকে চলে আসবে ইনশাল্লাহ্।
বন্যা লিপি
হাজিরা দিয়ে গেলাম। মন্তব্যে পরে আসছি।
সাবিনা ইয়াসমিন
আসুন মন্তব্য নিয়ে।
যা খুশি বলে ফেলুন শুধু ❝লেখা দিবো না/ লিখতে পারবো না❞ এইটুকু বাদ দিয়ে 😴
বন্যা লিপি
লেখা দেবনা তা বলছি না… কিন্ত নতুন লেখা লিখতে হিমশিম খাচ্ছি।
রিতু জাহান
ভালো উদ্যোগ
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। উদ্যেগে আপনার অংশগ্রহণ কামনা করছি। আশা করছি আপনার সরব উপস্থিতি পাবো।
শুভ ব্লগিং 🌹🌹
অনন্য অর্ণব
আমি একজন অনিয়মিত ব্লগার। আমার জন্যে কি এই সুযোগ থাকবে ?
বন্যা লিপি
😀😀😀😀😀অর্ণব,,,,আপনার আগে শাস্তি প্রাপ্য। তারপর সুযোগ…..নিয়মিত হোন।
সাবিনা ইয়াসমিন
হাল্কাকিছু জরিমানা সহ চলে আসুন।
এখানে আপনি সব সময়েই স্বাগত 🙂
সায়মা নুর নাতাশা
অবশ্যি লিখা জমা দিতে হইবে বাপু 🤨
হালিমা আক্তার
চমৎকার উদ্যোগ। অবশ্যই লেখা দেয়ার চেষ্টা করবো। দেখি পারি কিনা।
বন্যা লিপি
পারি কিনা মানে কি @হালিমা আপা? চেষ্টারই বা মানে কি? ” দেখি পারি কিনা” এটা তো শুনতে চাইনা। আমরা একযোগে ম্যাগাজিনের জন্য কাজ করব। আপনিও একজন সোনালী সৈনিক….সো…গেট সেট রেডি…..
হালিমা আক্তার
ইন শাহ আল্লাহ। সাহস পেলাম। আর কি বসে থাকা যায়। খাতা কলম নিয়ে প্রস্তুত। শুভ রাত্রি।
সাবিনা ইয়াসমিন
@হালিমা আপু- ব্লগার বন্যার মন্তব্যর উপর আর কথা নেই। দ্রুত শুরু করে দিন। পোস্টের নীচে #সোনেলা ম্যাগাজিন ২০২২ লিখতে ভুইলেন্না
রোকসানা খন্দকার রুকু
আমারে কি রাখা যাইবে? আর যা লিখি তা যদি চলে দেখেন। আল্লা ভালো করবে। যাই বিসমিল্লাহ করে লিখতে বসি।😛😛😛
বন্যা লিপি
,,,জিহ্বা আরো কতখানি বাইর করন যায় চেষ্টা করে দেখেন…..তারপর লেখা জমা দিন ( অবশ্যই ম্যাগাজিনের জন্য)
রোকসানা খন্দকার রুকু
হা হা হা।।কি বিপদ!! শেষে রাখলেও চলবে।
বন্যা লিপি
রুকু@ কে কারে কোথায় রাখে দেখার বিষয় বটে!🤔🤔🤔🤔
সাবিনা ইয়াসমিন
@রুকু- ভালো ভালো লেখা দিতে হইবেক, তারপর বাছাই করে সিদ্ধান্ত দিবো লেখা চলবে নাকি দৌড়াবে..
শিরিন হক
ডরাইছি
নার্গিস রশিদ
নুতুন লেখা দিতে হবে না যেগুলো আগে দিয়েছি সেখান থেকে নেয়া যাবে।
সাবিনা ইয়াসমিন
নতুন লেখা দিলে ভালো হয়। সময় যেহেতু আছে চেষ্টা করুন আপু। নিঃসন্দেহে আপনি গুণী লেখক। আর যদি কোন কারণে নতুন পোস্ট লেখা সম্ভব না হয় তাহলে বিকল্প নিয়ে ভাবা যাবে।
শুভ ব্লগিং 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
নিঃসন্দেহে অতুলণীয় উদ্যোগ আপু!
নিরন্তর শুভ কামনা রইল!
সাবিনা ইয়াসমিন
দ্রুত লেখা দিন বোরহান ভাই। চেষ্টা করুন তিন বিভাগে তিনটি লেখা দিতে।
শুভ ব্লগিং 🌹🌹
ছাইরাছ হেলাল
প্রশংসনীয় প্রচেষ্টা, সাফল্যেই যার সার্থকতা।
এটি হতে পারে অকাল প্রয়াত আরজু মুক্তা স্মরণ সংখ্যা।
সাবিনা ইয়াসমিন
ইনশাআল্লাহ, আমরা প্রচেষ্টার খামতি রাখবো না।
আরজু মুক্তার লেখাও ম্যাগাজিনএ থাকবে। তিনি আমাদের স্মরণে আছেন, থাকবেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
শুভ ব্লগিং।
নাসির সারওয়ার
এটাতো মিস করা যাবেনা। লেখক হবার স্বপ্ন পূরণের জায়গা সোনেলা। আর এই ম্যাগাজিনে লেখার সুযোগ! বলাতো যায় না, হয়েও যেতে পারি কিছু একটা।
কপি পেস্ট কেমনে থামাবেন!
সাবিনা ইয়াসমিন
সোনেলা আমাদের আরেকটা ভুবন যেখানে আমরা আমাদের মনের কথাগুলো অবলীলায় প্রকাশ করতে পারি। লিখুন ভাই, বলাতো যায় না আগামীতে কে কোথায় থাকি। একসাথে যেটুকু পথ চলেছি তার কিছু স্মৃতি থাকুক এই ম্যাগাজিনে।
লেখা দিতে দেরি কইরেন্না।
শুভ ব্লগিং 🌹🌹
রেজওয়ানা কবির
খুবই ভালো খবর এবং ভালো উদ্যোগ। নিজের কিছু সমস্যার জন্য সোনেলায় ফিরতে পারছি না।জানি না অন্য কারো মত হয়েছে কিনা কিন্তু আমার হচ্ছে কোনভাবেই লিখতে পারছি না খুব চেষ্টা করছি এই মূহূর্তে,।তবে স্বাভাবিক অবস্থায় আসলেই আবার লিখতে পারব ইনশাআল্লাহ। তাই আমার পুরনো লেখা থেকে সিলেক্ট করে ম্যাগাজিনে আমার লেখা প্রকাশ করার সুযোগ থাকলে এই সুযোগ টা চাই। সবার জন্য শুভকামনা। আমি ফেসবুক মেসেঞ্জার কোথাও নেই তাই সাবিনা আপুকে বলছি প্লিজ কোন তথ্যের প্রয়োজন হলে আমাকে হোয়াট্স আপ এ জানালেই হবে। আল্লাহ হাফেজ।
সাবিনা ইয়াসমিন
গুরুতর সমস্যার ক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষ লেখকদের আবেদন বিশেষ বিবেচনায় রাখবেন।
আমরা চাই আপনি আপনার লেখার জগতে ফিরে আসুন, আপনার সার্বিক অবস্থান স্বাভাবিক হোক। দোয়া ও শুভ কামনা অবিরাম 🌹🌹
রেজওয়ানা কবির
তবে আপু আমার পুরনো লেখা পাঠিয়ে দিবো ম্যাগাজিনের জন্য।
জিসান শা ইকরাম
এমন আন্তরিক উদ্দ্যেগ সফল হোক, আন্তরিক ভাবেই এটি চাচ্ছি।
তিন বিভাগেই লেখা দেবো ইনশাআল্লাহ।
যদিও লেখার মাঝে নেই আমি। তারপরেও এসে যাবে আশাকরি।
কিছু প্রশ্ন:
১/ মোট কতজন লেখকের লেখা নেয়া হবে?
২/ ম্যাগাজিন নাকি বই আকারে প্রকাশিত হবে?
৩/ সোনেলা ম্যাগাজিন নামেই কি প্রকাশিত হবে?
—-
দুইজন বাদে অন্য কারো কোনো প্রশ্ন নেই!!
লেখা নির্বাচনে ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত – এই লাইনটি পোস্টের শেষে যুক্ত করলে মনে হয় ভালো হবে।
শুভ কামনা।
সায়মা নুর নাতাশা
আরেকজন কে প্রশ্ন করেছেন বাবা???
খুঁজে পাইনা তো 🧐🧐
সাবিনা ইয়াসমিন
@নাতাশা-
আরেকজন প্রশ্নকারী ছিলেন ব্লগার নার্গিস রশীদ।
আপনিও প্রশ্ন রাখতে পারেন। হতে পারে আপনার প্রশ্ন থেকে পাওয়া উত্তর গুলো অন্যান্য ব্লগারদের জবাব পেতে সহায়তা করবে।
সাবিনা ইয়াসমিন
@জিসান শা ইকরাম –
১/ দশ বছরে সোনেলায় অগুনিত লেখক/ব্লগারদের পদচারণা হয়েছে। কিছু ব্লগার আছেন যারা শুরু থেকে এখন অব্দি ব্লগের সাথে আছেন, লিখছেন। আবার নতুনরাও আছেন যারা নিয়মিত লেখা/কমেন্ট দিয়ে ব্লগটিকে গতিশীল রাখতে অগ্রণী ভুমিকা রাখছেন। এসব কিছু বিচার করে আমরা চেষ্টা করবো যথা সম্ভব বেশি লেখকদের লেখা প্রকাশে আনতে। তবে, শর্ত অনুযায়ী লেখকদের উপস্থিতি এবং লেখার মাণ বিচার করে প্রকৃত লেখকদের সংখ্যা নির্নয় করা হবে।
২/ এই ম্যাগাজিন ছাপার অক্ষরে বই আকারে প্রকাশিত হবে।
৩/ ব্লগ কর্তৃপক্ষ নাম ঠিক করে দিবেন। হ্যা, নাম যেটাই রাখা হোক ম্যাগাজিন ২০২২ উল্লেখ থাকবে 🙂
** উপরোক্ত লাইনটি এড করে দেয়া হয়েছে।
সুপ্রিয় ব্লগার ধন্যবাদ আপনাকে। ব্লগে আসুন, লিখুন।
শুভ ব্লগিং 🌹🌹
সায়মা নুর নাতাশা
আমিও হাজিরা দিয়ে গেলাম আপুনি
লিখা দেখি কিছু খুঁজে পাই কিনা চিন্তাতে 🤔🤔
সাবিনা ইয়াসমিন
চিন্তা না করে চেষ্টা করুন, কিছু একটা নিশ্চিত খুঁজে পাবেন।
শুভ ব্লগিং 🌹🌹
শিরিন হক
হাজির হইলাম
সাবিনা ইয়াসমিন
খুশি হলাম 🙂
ঝটপট লেখালেখি শুরু করে দিন।
শুভ ব্লগিং 🌹🌹
দালান জাহান
সফল হোক
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই। ম্যাগাজিনএ অংশ নিতে ব্লগে নিয়মিত হোন।
শুভ ব্লগিং 🌹🌹
সঞ্জয় কুমার
রাইটিং ব্লকে আছি মনেহয়, তবুও অংশগ্রহন করবো।
নিজের লেখা প্রকাশিত হোক বা না হোক দারুন কিছু লেখা পড়া হবে নিশ্চয়ই।
সবার জন্য শুভকামনা
সাবিনা ইয়াসমিন
সোনেলার প্রতি আপনার আন্তরিকতা সব সময়েই উৎসাহব্যঞ্জক। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
শুভ ব্লগিং 🌹🌹
সাদিয়া শারমীন
লিখবো আশা রাখি
সাবিনা ইয়াসমিন
আচ্ছা। দ্রুত লেখা দিয়েন।
শুভ ব্লগিং 🌹🌹
খাদিজাতুল কুবরা
খুব ভালো উদ্যোগ। অপেক্ষায় আছি সুন্দর ম্যাগাজিনটি পড়ার জন্য
সাবিনা ইয়াসমিন
লেখা দিচ্ছো না, ব্লগে নিয়মিত হচ্ছো না, ম্যাগাজিন কি কঁচু হবে? কারো কোন খবর নেই ;(
রোকসানা খন্দকার রুকু
কচুর অনেক দাম!!
সঞ্জয় মালাকার
খুব ভালো, চেষ্টাকরবো কিছু লেখার জন্য,
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা। অবশ্যিই লিখবেন, আর ব্লগে নিয়মিত হবেন। ভালো থাকুন, শুভ ব্লগিং 🌹🌹
সঞ্জয় মালাকার
অবশ্যই আপু,
ভালো থাকবেন শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
নিঃসন্দেহ খুব ভালো উদ্যোগ। সবার অংশগ্রহণ আশা করি। মনে গভীরে যারে দিয়েছি ঠাই সে এগিয়ে যাক দুর্বার গতিতে। শুভকামনা রইল প্রিয় সোনেলা উজ্জ্বল সাফল্য কামনা করি।
সোনেলা জাগ্রত সবার অন্তর মমে, এঁকে থাক চির সবুজায়নে। সকলের প্রতি রইল শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
শুধু শুভেচ্ছা আর শুভ কামনা দিলেতো হবে না মজিবর ভাই, আপনাকেও লেখা দিতে হবে। তারাতাড়ি শুরু করে দিন। সময় কিন্তু আর মাত্র ২৮ আছে।
মোঃ মজিবর রহমান
আমার অবস্থা সোচনীয় করুণ রে ভাই।
হতে এসেছিলাম পাঠক
সেও আমাকে দিলো ফেলো
উঠে দাড়াব ভাবছি কথক
দুমড়ে মুছড়ে মন ভাংলো।
ললাট তুই বড্ড জ্বালাচ্ছিস, ভাবাবেক
নাই তোর ভালে,কানছিস কেন রথে?
ঐ যে মহা স্রষ্টের স্রষ্টা নিবিড় ডাক
খুশি থাক খুশি থাক আখেরি নবীর পথে।
অপারগ, অধম মেধা মনন ভাবাবেক
ইচ্ছেই অধম বেজাগ্রত বেশ
তাইই পরে রই অপারক
এইতো, আছি ভালো বেশ।
সাবিনা ইয়াসমিন
এইতো অনেক লিখে ফেলেছেন, টেনেটুনে আরেকটু বাড়ান, হয়ে যাবে।
পাঠক হতে হলে নিয়মিত হতে হয়, আপনার কি মনে আছে পাঠক হবার ফর্মুলা?
মোঃ মজিবর রহমান
আর কুলাই নারে বোন পড়া হয়ে উঠেনা। দোড়ের উপর চলছি এটা মনে জীবন থেমে গেলেই থাম্বে!
তৌহিদুল ইসলাম
ব্লগ ম্যাগাজিনের জন্য শুভকামনা। পূর্বে ম্যাগাজিনের জন্য অপ্রকাশিত লেখাগুলিও প্রকাশ করা যেতে পারে যারা নিয়মিত আছেন তাদের লেখা হতে।
সাবিনা ইয়াসমিন
পোস্টে উল্লেখ করা হয়েছে সোনেলাব্লগ/নিজের ফেসবুক ওয়াল ব্যতিত আগে কোথাও প্রকাশ হয়নি এমন লেখা ব্লগাররা ম্যাগাজিন এর জন্য দিতে পারবেন।
এক্ষেত্রে আগের ম্যাগাজিন এর জন্য যারা লেখা জমা দিয়েছিলেন তারা যদি ঐ লেখা গুলো অন্যকোথাও প্রকাশ না করে থাকেন তাহলে সেখান থেকেও নেয়া হতে পারে। এটা লেখকরাই ঠিক করবেন তারা নতুন লেখা দিতে চাচ্ছেন নাকি আগের লেখা। লেখা যেখান থেকেই জমা দিক সোনেলা ব্লগ এর নির্বাচক মন্ডলী লেখা নির্বাচিত করবেন। লেখা নির্বাচনের ক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত হবে।
অংশ নিন আপনিও।
শুভ ব্লগিং 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
নিঃসন্দেহে ভালো উদ্যোগ এবং আনন্দজনক।
সাধুবাদ জানাই।
শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
শিগগির পোস্ট জমা দাও। এমনিতেই অনেক দেরি করে ফেলেছো।
শুভ ব্লগিং 🌹🌹
সুরাইয়া পারভীন
চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। অনেক অনেক শুভকামনা রইলো সোনেলা ম্যাগাজিনের জন্য।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সুরাইয়া। ম্যাগাজিনএ আপনিও অংশ নিন। নিয়মিত লিখুন, শুভ কামনা 🌹🌹