বিবস রাতের কাহিনীকে
কি বলবে তুমি? সবুজের মায়া
নাকি পথচারীর ফেলে আসা
কোনো আনমনা পায়ের ছোঁয়া!
প্রশ্নের একতারায় ছেয়ে থাকে
মেঘ,বৃষ্টির, নাড়ির টানের কথা,
স্মৃতির দরজার কড়া নাড়ার আওয়াজ,
খুলে দেখি ক্লান্ত বাতাস আর আয়্নায়
তোমার মুখ, এই বুঝি …..
এই বুঝি… মৃত্যু পথযাত্রী – দুরাশা!
কতটা ভালোবাসলে,
ফুটপাতের টিনের কৌটোর জীবন
বেঁচে থাকে,চাতকের উত্তরহীন
ডাল জানে ,না হয় হসপিটালের বেড!
শত ছায়ার পথ মাড়িয়ে ভিক্ষুক
কায়ার দেখা পায়, গাছ গাছালির
অহ:রহ: শ্রাবনী কান্নায় শূন্য পাত্রে
হতাশা ঝরে যায়, দীনের রোদ
দিনে শুকিয়ে হয় নাশ! খড়ের চালে
অপেক্ষার চোখে ভেসে যায়
বর্ষার দুঃখ -গাঁথা…
@ বাড়ি,
তারিখ-১৫/০৬/১৩
সময়-৯ঃ১২ সকাল
৩টি মন্তব্য
সোনিয়া হক
ভালো লেগেছে খুব ।
প্রজন্ম ৭১
বর্ষার আগমন দিনে ভালোই লিখেছেন কবিতা ।
বনলতা সেন
ভালো লেগেছে খুব ।