আলোজলের দৃশ্যকল্প

আগুন রঙের শিমুল ১৩ মে ২০১৪, মঙ্গলবার, ০৯:৪৭:৫২অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

তুমি স্নান সেরে এসে, চৌকাঠ পেরুলে যেই
অমনি বদলে গেলো দৃশ্যপট।
আলোর রঙ বদলে গেলো নিমিষেই,
বারান্দায় মিহিন সৌরভ।
মেঘের আড়াল থেকে উকি দিয়েই
দুর্মতি চাঁদ নিপাট ভদ্রলোক।

তুমি স্নান সেরে এসে সামনে দাড়ালে,
কবি অন্ধ হয়ে যায় সেচ্ছায়।
কেননা, সৌন্দর্য বুভুক্ষ কবি দেখেছে শুদ্ধতম সুন্দর।

অবাধ্য চুল বেয়ে নেমে আসা জলচুর্নে থমকে যায় সমগ্র
মুছে যায় সব ভয়, ভুল, পাপ, দাগ, সকল স্মৃতির।

৫৫২জন ৫৫২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ