আর কত?

নাজমুল হুদা ৩০ আগস্ট ২০১৯, শুক্রবার, ০১:১৭:৩০অপরাহ্ন সমসাময়িক ২০ মন্তব্য

রাজনীতি মানেই কী ইতিহাস আর নামফলক মুছে ফেলা? তুলে ফেলা ? হিংসাপরায়ন অতি উৎসাহীরা সবসময় দেশ, দল এবং গণতন্ত্রের আর্বজনা।

সেই অতি উৎসাহীদের যদি কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমার বিশ্বাস একদিন আমাদের আগামী প্রজন্ম তখন ইতিহাসকে সন্দেহের চোখে বিদ্ধ করে বঙ্কিমচন্দ্রের রম্য কাহিনী ভেবে লাগামহীন আনন্দ নিয়ে পড়বে। সেদিনেই হবে দেশের জন্য কঠিন দুঃসময়।

এর দায় তখন কারা নিবে ? আমরা আশা করি, ধর্ম-মত দল-বল নির্বিশেষে সবার শুভ বুদ্ধির উদয় হবে । পাকিস্তানী প্রেতাত্মার মুখোশে গলাবাজি রাজনীতিচর্চার অবসান ঘটে, দেশাত্মবোধের রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু প্রতিষ্ঠিত হবে।

না’হয় যুগের পর যুগ দেশের আশা জাগানিয়া লক্ষাধিক তরুণ প্রজন্মের শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের বায়োডাটায় নয়। মনে প্রাণেই পরিত্যক্ত হয়ে ঝুলে থাকবে ভিনদেশী একটি বাক্য-  I hate politics. আর কত?

৮৩১জন ৭১০জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ