এতটা পথ পেরিয়ে, এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা, অচেনা……
স্বপ্নেরা তবু খুঁজে যায়, জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা……

আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ঐ বুকেতে দাড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিইই, কি হবে না ভেবে…
আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজো আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি, নিজেকে, নিজেকে……

আরো একবার রাজী আমি, আমি রাজী ঝুঁকি নিতে
তোর চোখের উঁকি দিতে – সম্মোহনের আমন্ত্রণে

বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে ছলনা, পরিবর্তন এলো না তবু মনে…
স্বপ্নেরা তবু খুঁজে যায়, জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা……


আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ঐ বুকেতে দাড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিইই, কি হবে না ভেবে…
আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজো আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি, নিজেকে, নিজেকে……

শিল্পী রুপম ইসলামের গানটি শুনুন ইউটিউবে

সবার ভালো লাগবে আশাকরি।

৫৮জন ৬৯৬৫জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ