এতটা পথ পেরিয়ে, এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা, অচেনা……
স্বপ্নেরা তবু খুঁজে যায়, জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা……
আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ঐ বুকেতে দাড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিইই, কি হবে না ভেবে…
আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজো আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি, নিজেকে, নিজেকে……
আরো একবার রাজী আমি, আমি রাজী ঝুঁকি নিতে
তোর চোখের উঁকি দিতে – সম্মোহনের আমন্ত্রণে
বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে ছলনা, পরিবর্তন এলো না তবু মনে…
স্বপ্নেরা তবু খুঁজে যায়, জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা……
আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ঐ বুকেতে দাড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিইই, কি হবে না ভেবে…
আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজো আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি, নিজেকে, নিজেকে……
শিল্পী রুপম ইসলামের গানটি শুনুন ইউটিউবে
সবার ভালো লাগবে আশাকরি।
১৬টি মন্তব্য
ব্লগার সজীব
গানটি আগেও শুনেছি। আপনি ফটো দুটো দিয়ে তো গানের মেজাজটাই পাল্টে দিলেন আপু। গানের সাথে মিলিয়ে ছবি দারুন হয়েছে।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
গানটি আমার খুব প্রিয়। ফটো দুটো গানের সাথে তাহলে মিলে গিয়েছে 🙂 আমি একটু ভয়ে ভয়ে ছিলাম।
শুন্য শুন্যালয়
চমৎকার একটি গান। গানের লিরিক্স এর সাথে গান শোনার মজাই আলাদা, আর সাথে যদি এমন সুন্দর দুটো ছবি থাকে। ধন্যবাদ মেঘকুমারী।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ধন্যবাদ আপু। আপনার লেখা নেই অনেক দিন। কোন মন্তব্যও নেই কোন পোষ্টে। কোন সমস্যা আপু ?
জিসান শা ইকরাম
এই নামে শিল্পী আছে আমাদের দেশে তাই তো জানতাম না ।
গানের কথা সুন্দর।
গানটিও ভালো গেয়েছেন শিল্পী
ছবি দুটো চমৎকার ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
এই তো জানালাম, ধন্যবাদ পেলামনা কেনো ? 🙁 ধন্যবাদ ভাইয়া ।
ছাইরাছ হেলাল
শুনলাম গান। ছবি দু’টি অনেক সুন্দর। সুন্দর ছবি সংগ্রহ ও লিরিকের জন্য
অবশ্যই ধন্যবাদ ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আপনাকেও ধন্যবাদ ভাইয়া ।
স্বপ্ন
গান শুনে আর আপনার দেয়া ফটো দেখে চলে গেলাম যেন ঐ পাহাড়ে।
বনলতা সেন
শুনলাম সুন্দর গানটি।বেছে বেছে সুন্দর সুন্দর গান দিলে ভালই হয়। শুনতে পারি।খুঁজে খুঁজে গান শোনা হয় না।
স্বপ্ন নীলা
এত সুন্দর গানটি !! বার বার শুনতে ইচ্ছে হয় —– শুভকামনা রইল
লীলাবতী
প্রিয় গানটি শেয়ারের জন্য ধন্যবাদ আপু।
মিথুন
কথাগুলো খুব সুন্দর। ছবিগুলোও একদম মানিয়ে গেছে। গানটি প্রথম শুনলাম, ভালো লেগেছে আপু।
প্রজন্ম ৭১
গান তেমন একটা শুনিনা আমি। তবে এই গানটা তো ভালোই লাগলো 🙂 ছবির কারনে কি ?
খসড়া
ভাল লাগলো।
কৃষ্ণমানব
গাণটা একজনের মুখে শুনেছি ।।।
কিন্ত গায়ক কে তা সেই মানুষটিও জানতো না ।।
আজ জানতে পারলাম !
ধন্যবাদ ।