চলমান লাশের পদধ্বনিতে ব্যাস্ত নগরায়ন
শুক্রাণুর ঘ্রাণ নিতে রোজ মাথা পেতে দেয়া মায়ের আঁচলে
কি লাভ খুঁজে বল চকচকে রোদ ?
কিছু আলোক রশ্মি চাই কি তোমার ?
ছটায় ছটায় জীবন বদলে দেয়া যুবতি আলো !
অরোরা ত্রিশূল গাঁথো ওই পাঁজরের মাঝ বরাবর
পথের বুকে সংরক্ষন কর পথের সারথি
না হয় দেখবে-
নিমজ্জিত শবযাত্রায় উল্লাসিত রাজসভা।
আমি জানি-
তোমরা হারিয়েছ বুকের ওমে মজ্জাগত ছন্দবিলাস ।
৮টি মন্তব্য
তন্দ্রা
হে নেত্রীদ্বয় মানুসের লাশ আর কত চাও।
কত রক্ত হলে তমাদের আত্ত্বা মিটবে,
আর কত জীবন গেলে খুশি হবে,
আর কত লেখক তমাদের লাশ নিয়ে কষ্টের
লেখা লিখবে,
আর কত চাও রক্ত ,কত কত…………।
তোমরা মানুষ না রাক্ষস, না হত্যাকারী?
আবু জাঈদ
ওরা রাক্ষসীকেও ছাড়িয়ে গেছে 🙁 রক্ষুসির ও এক সময় খুধা মেটে, কিন্তু ওদের ক্ষুধা মিটবে না কখনো 🙁
মা মাটি দেশ
আমরা আর নোংরামী চাইনা (y)
নীলকন্ঠ জয়
মাইনাস ৪ চাই। নতুন করে নতুনদের নতুন দলে দেখতে চাই। স্বচ্ছ রাজনীতি চাই।
ছাইরাছ হেলাল
ওদের উন্মাদনায় আর কত প্রাণের সংহার ?
হে প্রভু মুক্তি চাই ।
জিসান শা ইকরাম
মানুষ আজ শকুনের নখের তলায়
শুন্য শুন্যালয়
আলাদিনের সেই প্রদীপ দাও বিধাতা..
এদের মানুষ করো ..
খসড়া
মন্তব্য নিষ্প্রয়োজন।