চলমান লাশের পদধ্বনিতে ব্যাস্ত নগরায়ন
শুক্রাণুর ঘ্রাণ নিতে রোজ মাথা পেতে দেয়া মায়ের আঁচলে
কি লাভ খুঁজে বল চকচকে রোদ ?
কিছু আলোক রশ্মি চাই কি তোমার ?
ছটায় ছটায় জীবন বদলে দেয়া যুবতি আলো !

অরোরা ত্রিশূল গাঁথো ওই পাঁজরের মাঝ বরাবর
পথের বুকে সংরক্ষন কর পথের সারথি
না হয় দেখবে-
নিমজ্জিত শবযাত্রায় উল্লাসিত রাজসভা।

আমি জানি-
তোমরা হারিয়েছ বুকের ওমে মজ্জাগত ছন্দবিলাস ।

৪৪৪জন ৪৪৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ