আরজু মুক্তা

সাবিনা ইয়াসমিন ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ০২:৩২:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

আরজুকে নিয়ে কি লিখবো আমি?
এমন একটা লেখা কি আর কখনো লিখতে পারবো যেখানে আরজু আসবে?
ওর লেখা যেখানেই শেয়ার করেছি ও সাথে সাথে রেসপন্স করেছে
মেসেজ দিয়ে আর কাউকে না পেলেও নিশ্চিত জানতাম ও সবার আগে রিপ্লাই দিবে
ফোনে কল দিলে দুইবারের বেশি রিং শোনার আগেই ওর কণ্ঠস্বর শুনতে পেতাম

শেষবার যখন ওর অসুস্থতা নিয়ে গ্রুপে পোস্ট দিলাম, সবাইকে অবাক করে দিয়ে কমেন্টে এসে বলেছে, আলহামদুলিল্লাহ!

সেই মানুষটা হঠাৎ করে নিঃশব্দ হয়ে গেলো।

সবাই জিজ্ঞেস করছে আমি কিছু লিখছি না কেন,
কেন কিছু বলছিনা..

কি বলবো?  কার কাছে বলবো?  যাকে নিয়ে লিখবো যার কথা বলবো সে তো আর জবাব দিতে আসবে না।

সৃষ্টিকর্তা ওকে আমাদের কাছ থেকে অকালে কেড়ে নিলেন। শুনেছি তিনি (সর্ব শক্তিমান) যা করেন বান্দার ভালোর জন্য করেন।
জানি না ওকে অসময়ে পৃথিবীর বুক থেকে নিয়ে গিয়ে ওর কি ভালো করলেন।

তবুও মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি তিনি  (পরম করুণাময়) যেন তার প্রতিশ্রুতি রাখেন। প্রতিটি সৎ বান্দার জন্য তিনি যত পুরস্কার-প্রতিশ্রুতি নির্ধারিত রেখেছেন সেসবই যেন আরজুকে দেন।
আমাদের আত্মার আত্মীয় আরজু মুক্তার আত্মার প্রতি রাব্বুল আলামিনের অবারিত শান্তিধারা বর্ষিত হোক। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের চিরস্থায়ী বাসিন্দা করে দেন।

আমিন।

১২০৯জন ৯২৪জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ