আরজুকে নিয়ে কি লিখবো আমি?
এমন একটা লেখা কি আর কখনো লিখতে পারবো যেখানে আরজু আসবে?
ওর লেখা যেখানেই শেয়ার করেছি ও সাথে সাথে রেসপন্স করেছে
মেসেজ দিয়ে আর কাউকে না পেলেও নিশ্চিত জানতাম ও সবার আগে রিপ্লাই দিবে
ফোনে কল দিলে দুইবারের বেশি রিং শোনার আগেই ওর কণ্ঠস্বর শুনতে পেতাম
শেষবার যখন ওর অসুস্থতা নিয়ে গ্রুপে পোস্ট দিলাম, সবাইকে অবাক করে দিয়ে কমেন্টে এসে বলেছে, আলহামদুলিল্লাহ!
সেই মানুষটা হঠাৎ করে নিঃশব্দ হয়ে গেলো।
সবাই জিজ্ঞেস করছে আমি কিছু লিখছি না কেন,
কেন কিছু বলছিনা..
কি বলবো? কার কাছে বলবো? যাকে নিয়ে লিখবো যার কথা বলবো সে তো আর জবাব দিতে আসবে না।
সৃষ্টিকর্তা ওকে আমাদের কাছ থেকে অকালে কেড়ে নিলেন। শুনেছি তিনি (সর্ব শক্তিমান) যা করেন বান্দার ভালোর জন্য করেন।
জানি না ওকে অসময়ে পৃথিবীর বুক থেকে নিয়ে গিয়ে ওর কি ভালো করলেন।
তবুও মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি তিনি (পরম করুণাময়) যেন তার প্রতিশ্রুতি রাখেন। প্রতিটি সৎ বান্দার জন্য তিনি যত পুরস্কার-প্রতিশ্রুতি নির্ধারিত রেখেছেন সেসবই যেন আরজুকে দেন।
আমাদের আত্মার আত্মীয় আরজু মুক্তার আত্মার প্রতি রাব্বুল আলামিনের অবারিত শান্তিধারা বর্ষিত হোক। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের চিরস্থায়ী বাসিন্দা করে দেন।
আমিন।
২৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
অফুরণীয় শূন্যতা
যা কখনো পূরণ হবার নয়।
আমি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি
মহান আল্লাহ তায়ালা যেন তাকে বেহেস্ত নসীব করেন, আমীন।
সাবিনা ইয়াসমিন
আমাদের সবার প্রার্থনা কবুল করে হোক, আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
আলমগীর সরকার লিটন
অনেক দোয়া করছি মহান আল্লাহ জান্নাত বাসি করুন আমিন
সাবিনা ইয়াসমিন
আমিন।
নাজমুল হুদা
এই আকস্মিক মৃত্যু আমি কোনোদিন ভুলবো না।
অসুস্থতার ক’দিন আগেও আমাকে ফোন দিয়ে কথা বলেন। ফোন রাখার শেষে বলছিলো- “ছোট ভালো থেকো”
😢
এটা মনে হলেই বুকটা ভারী হয়ে, কান্না চলে আসে। আল্লাহ যেন অনেক ভালো রাখে।
সাবিনা ইয়াসমিন
কিছু কষ্ট ভুলে যাওয়া যায় না। তার মৃত্যু আমাদের মাঝে বিশাল শূন্যতা রেখে গেছে।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
মনির হোসেন মমি
বলার ভাষা কারোর নেই এভাবে চলে যাওয়া মন মান মানতে পারেনা। সব চেয়ে বড় বিষয় হলো সে আমাদের সবাইকে সোনেলাকে বড় বেশী আপন করে ফেলেছিলো তাইতো তার হঠাৎ বিয়োগে দেহমন সব যেন কেমন হাহাকারে আছে।
আপুটা নেই কেমন যেন সব খালি খালি লাগছে।ওপারে ভাল থাকুক আল্লায় যেন এই ভাল মানুষটার বেহস্ত নসিব করেন।আমীন।
সাবিনা ইয়াসমিন
তার অকালে চলে যাওয়া আমাদের পক্ষে মেনে নেয়া দুঃসাধ্য ছিল। আমাদের সবাইকেই একদিন এভাবে চলে যেতে হবে।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
অনন্য অর্ণব
মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। আপুর এই হঠাৎ চলে যাওয়া আমাকে বারবার একটা মেসেজই মনে করিয়ে দিচ্ছে, পৃথিবী ক্ষণস্থায়ী। চলে যেতে হবে আমাদের সবাইকে। একটা রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় একটু চেষ্টা করবেন, প্রয়োজনে নাবা মণিকে বলবেন যেন ফেসবুক ব্লগ টুইটার হোয়াটসঅ্যাপ কোথাও আপুর কোন ছবি না থাকে। ইন্টারনেট থেকে আপুর সব ছবি রিমুভ করে দেওয়া হোক। যারা আরজু মুক্তাকে ভালোবাসে আরজু মুক্তার ছবি তাদের অন্তরে থেকে যাবে অনন্তকাল।
সাবিনা ইয়াসমিন
আমাদের জীবন বড্ড বেশি ক্ষণস্থায়ী। অথচ ক্ষণিকের পরিচিতদের যখন অকস্মাৎ হারিয়ে ফেলি তখন নির্বাক হয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না।
তার পরিবার ইতিমধ্যেই অনলাইন থেকে সমস্ত ছবি সরিয়ে নিয়েছেন। ব্লগ কর্তৃপক্ষের পক্ষে যতটুকু সম্ভব সেগুলোও রিমুভ করে দিবে।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
ছাইরাছ হেলাল
অবিশ্বাস্য এ নিয়তি, নিজেকে নিজে সান্তনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছি না।
সাবিনা ইয়াসমিন
সান্ত্বনা বাক্যে সব শোক কাটিয়ে ওঠা যায়না। কিছু ক্ষত থেকে যায় সব সময়ের জন্য।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
মোঃ মজিবর রহমান
খুব করুণ, খুব কষ্টের, রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদাউস দিক , আল্লাহর দরবারে এত মিনতি করি।
সাবিনা ইয়াসমিন
আমিন। তিনি জান্নাতবাসী হোন এটাই সবার প্রার্থনা।
সুপর্ণা ফাল্গুনী
এমন অসময়ে চলে যাওয়া, অকস্মাৎ হারিয়ে যাওয়া মানতে পারছিনা আপু। কেমন যেন এক ঘোর কাজ করছে। অনেক অনেক কিছু মনে পড়ছে। ভালো থাকুন ওপাড়ে
সাবিনা ইয়াসমিন
সবারই এক অনুভূতি। তিনি নেই এটা মেনে নেয়া অত্যন্ত কষ্টদায়ক।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
নার্গিস রশিদ
জীবনের অর্থ খুঁজে পাইনা। এই আছি এই নাই। ভালো থাকুন যেখানেই থাকুন।
সাবিনা ইয়াসমিন
জন্ম থেকে মৃত্যুর দূরত্ব কয়েক নিঃশ্বাসের। কখন কারটা ফুরিয়ে যাবে কারোরই জানা নেই।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
সৌবর্ণ বাঁধন
ব্লগকে পরিবারের মতো দেখতেন উনি। অসাধারণ এই মানুষের পরকাল শান্তিতে কাটুক এই কামনা। সৃষ্টিকর্তা উনাকে ভালো রাখুক।
সাবিনা ইয়াসমিন
তিনি ভালো থাকবেন ওপারে।
আল্লাহ তায়ালার কাছে তার জন্য প্রার্থনা করি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আল্লাহ্ আরজু আপাকে জান্নাতবাসী করুন। আমীন।
সাবিনা ইয়াসমিন
আমিন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমীন। ছুম্মা আমীন।
হালিমা আক্তার
আমরা সবাই নিয়তির কাছে পরাজিত হই। দোয়া করি আল্লাহ আপাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
সাবিনা ইয়াসমিন
নিয়তিকে অস্বীকার/উপেক্ষা করার শক্তি আমাদের নেই।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
জিসান শা ইকরাম
আরজু মুক্তার মৃত্যুর খবরটা প্রথমে আপনার কাছেই পাই,
এরপর অন্যরা জানাতে থাকে।
আমার অসুস্থতা জনিত অনুপস্থিতিতে আপনার সাথেই আরজুর মুক্তার যোগাযোগ বেশী হয়েছে।
আমি ওর এক হতভাগা ভাই, যে ভাই তাঁর বোনের জানাজা, মিলাদে যেতে পারেনি।
আমরা সবাই একদিন গিয়ে ওর কবর জিয়ারত করে আসবো।
মুক্তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।