আমার নদীতে দীর্ঘদিন খরা
আঙ্গুলগুলো ধরে রয়েছে জরা
ইদানিং নায়িকা তুমি কবিতার
শব্দের স্রোত হয়ে এসেছো আমার ।
কবিতার বন্যায় শুধুই তুমি
ভাসো আর ভাসাই আমি ।
ভালোবাসার ভয়াবহ পিপাসা নিয়ে
চুমুক খাই মায়াভরা কমনীয় ঠোঁটে
তোমার । সে কি ! আগুন
জলন্ত ছোঁয়া , পুড়ে যায়
ইবলিশের ঘর সংসার ।
তুমি মানেই ইদানিং সবুজ বিপ্লব
তুমি মানেই ইদানিং বিপদের পদধ্বনি
তুমি মানেই ইদানিং নিত্য হাহাকার
তুমি মানেই ইদানিং দার্শনিক প্রেমের বাণী ।
উৎসর্গ – নীতুকে ।
একটা গল্প বলি ,
এই মেয়েটি ফেসবুকে ঢুকেই আমাকে বিশাল বিশাল মেসেজ লিখে ,
আমি এক ‘শব্দে তার জবাব দেই “হুম” ।
তখন তার রাগ উঠে , সে রাগ দেখতে ভালো লাগে ।
সে বলে “জানেন , জোছনার আলো বাইরে , খুব বাতাস ,
খুব ছাদে যেতে ইচ্ছে করছে” আমি বলি “তাহলে পড়তে বস”
তার সে রাগ তিন চারদিন থাকে , ফেসবুকে আর আসেনা
রাগ ভাঙ্গাবার নিয়ম আমি জানিনা , জানলে তার রাগ ভাঙ্গাতাম ।
১৩টি মন্তব্য
আফ্রি আয়েশা
সুন্দর কবিতা । রাগ ভাঙ্গাবার নিয়ম জানো না !!! তোমারে দিয়া কি হবে … হতাশ
প্রিন্স মাহমুদ
কিছুই হবেনা আমারে দিয়ে , আমার আব্বা ঠিক কথাই ত বলেন ।
প্রিন্স মাহমুদ
ভাল লাগার জন্য ধন্যবাদ ।
এই মেঘ এই রোদ্দুর
দারুন তো………… ভালবাসা অমর হোক
সুন্দর কবিতা
প্রিন্স মাহমুদ
ভালবাসা ঠিক বুঝিনা ভাই , ধন্যবাদ ।
তওসীফ সাদাত
এইখানেও ভালবাসা !!!! ^:^
প্রিন্স মাহমুদ
হ , ভালোবাসা ।
খসড়া
ফেসবুকে রাগ দেখেন কেমন করে?আমাকে দেখাবেন প্লিজ। নিতু ভাল থাক।
প্রিন্স মাহমুদ
এটা অনুভুতির ব্যাপার । ভাল থাকুন
জিসান শা ইকরাম
অনেক সুন্দর , মিস্টি , কোমল —
সব কিছু মিলিয়ে একটি স্নিগ্ধতা —
-{@ -{@
প্রিন্স মাহমুদ
ভাল বলেছেন , এভাবে ভাবিনি ।
প্রজন্ম ৭১
সুন্দর কবিতা (y) (y) (y)
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ ।