চারদিক থেকে মুয়াজ্জিন ডাকছেন উচ্চস্বরে
আসসালাতু খাইরুম মিনান্ নাঊম…
আম্মা উঠে পড়েছেন বহু আগে রান্না ঘর থেকে
কেমন যেনো ইদ ইদ গন্ধ ভেসে আসে
আম্মার শরীর থেকেই সেই গন্ধ মৌ মৌ করে
ভেসে আসে ঘরে, মিশে যায় বাতাসে বাতাসে।
আমি বসে আছি,
অবশ চোখে দেখছি সেই মধুর দৃশ্য।আম্মার চোখে ইদের তুমুল ব্যস্ততা, আহা কি নিদারুণ সুন্দর!
পবিত্র, পবিত্র, ভালোবাসার মতোই তা পবিত্র।।
…
১০ জুলাই ২০২২ ইং
(ভোর ৪:৩০ মিনিট) ইদের দিন
ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া।
২টি মন্তব্য
হালিমা আক্তার
ঈদের আগে থেকেই মায়েদের ঈদ ব্যস্ততা শুরু হয়। দুরে চলে গেলেও সেই ছবি কখনো ভুলে থাকা যায় না। ঈদ মুবারক।
সঞ্জয় মালাকার
ঈদ মোবারক,
কবিতা ভালো লাগলো খুব,
ভালো থাকবেন শুভ কামনা,
শুভেচ্ছা জানাবেন সতত;