আচ্ছা,
এমন কখনো হয় কি আপনাদের? যে আপনার মাথায় থাকা অক্ষর গুলো বাক্য তৈরি করতে ব্যর্থ হচ্ছে! বাক্য না তৈরি করার জন্য বিদ্রোহ করছে!

ছোট বেলায় যখন পড়তাম ” অ তে অজগর! অজগর টি আসছে তেড়ে! ” তখনই আমার ভাবনার উদয় হইতো! অ তে আর কি হয়! কিন্তু অ এর ভাবনা শেষ না হইতেই আ চলে আসতো! ” আমটি আমি খাবো পেড়ে! ”

তারপর ভাবনা বাদ দিয়া জানতে থাকলাম কোন অক্ষর দিয়ে কি আসে! কোন অক্ষর সবথেকে সুন্দর বাক্য তৈরি করে! মোটামুটি অনেক বেশি জেনে ফেলি! বয়সের তুলনায় বেশি জানি বলে আমি অনেক বিড়ম্বনায় ও পড়েছিলাম!

তবে আজ অন্যরকম বিড়ম্বনায় আছি! শব্দ গুলো যেন বিদ্রোহী হয়ে উঠছে! মনের কথা, কল্পনার ডানায় ভর করে চলা গল্প গুলোর কথা লেখ্য ভাষায় আসছে না। এমনটা হয় কি আপনাদের ও??

৪৯৯জন ৪৯৭জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ