আমি যখন মানুষ হই (ম্যাগাজিন)

ফজলে রাব্বী সোয়েব ২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার, ০৯:০৯:৪৮পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য
চোখ বুজলে স্পষ্ট হয়ে ওঠে সবুজ বিস্তীর্ণ অরন্য,
শুনতে পাই বঙ্গোপসাগরের সেই আকুল করা ঢেউ এর গর্জন,
যেন কেউ মিষ্টি সুরে বাজাচ্ছে কোন এক নাম না জানা বাদ্য!
চোখ বুজলেই হারিয়ে যাই ওই নীল আকাশের মাঝে,
ইচ্ছে করে সাথী হয়ে উড়ে যাই ওই নজরকাড়া
সাদা রঙের বকপক্ষীদের সাথে, দূরের কোন দেশে।
চোখ বুজলেই ফিরে চলে যাই আর ফিরে না পাওয়া সেই শৈশবে,
ফিরে আসে অবাধ্য সেই সময়গুলো যেখানে আষ্টেপৃষ্ঠে
বেঁধে ছিল আমার দুরন্তপনাগুলো,
মায়ের আদর আর বাবার বকুনীর সাথে।
চোখ বুজলেই কেন জানি সবকিছু স্পষ্ট হয়ে ওঠে!
অব্যক্ত কথাগুলো গলা চিরে বেরুতে চায়, 
রক্ত বলে চিনতে পারি মানুষের শরীর থেকে
বের হওয়া তরল পদার্থগুলোকে।
চিনতে পারি জানোয়ারের মুখোশ পড়া সেই
মানুষরুপীদের, যারা ওই বয়ে যাওয়া রক্ত
পান করে নিজেদের তৃষ্ণা মেটায়।
চোখ বুজলেই জেগে ওঠে আমার অনুভূতিগুলো,
হয়ে উঠি পরিপূর্ণ এক মানুষ।
১জন ১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ