চোখ বুজলে স্পষ্ট হয়ে ওঠে সবুজ বিস্তীর্ণ অরন্য,
শুনতে পাই বঙ্গোপসাগরের সেই আকুল করা ঢেউ এর গর্জন,
যেন কেউ মিষ্টি সুরে বাজাচ্ছে কোন এক নাম না জানা বাদ্য!
চোখ বুজলেই হারিয়ে যাই ওই নীল আকাশের মাঝে,
ইচ্ছে করে সাথী হয়ে উড়ে যাই ওই নজরকাড়া
সাদা রঙের বকপক্ষীদের সাথে, দূরের কোন দেশে।
চোখ বুজলেই ফিরে চলে যাই আর ফিরে না পাওয়া সেই শৈশবে,
ফিরে আসে অবাধ্য সেই সময়গুলো যেখানে আষ্টেপৃষ্ঠে
বেঁধে ছিল আমার দুরন্তপনাগুলো,
মায়ের আদর আর বাবার বকুনীর সাথে।
চোখ বুজলেই কেন জানি সবকিছু স্পষ্ট হয়ে ওঠে!
অব্যক্ত কথাগুলো গলা চিরে বেরুতে চায়,
রক্ত বলে চিনতে পারি মানুষের শরীর থেকে
বের হওয়া তরল পদার্থগুলোকে।
চিনতে পারি জানোয়ারের মুখোশ পড়া সেই
মানুষরুপীদের, যারা ওই বয়ে যাওয়া রক্ত
পান করে নিজেদের তৃষ্ণা মেটায়।
চোখ বুজলেই জেগে ওঠে আমার অনুভূতিগুলো,
হয়ে উঠি পরিপূর্ণ এক মানুষ।
সোনেলা উঠোনে স্বাগতম। কবিতাটি ভালো লেগেছে। নিজে লেখার পাশাপাশি অন্যদের লেখা গুলো পড়বেন এবং নিজের মতামত দিবেন। এতে সবার সাথেই সুন্দর আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে।
১৫টি মন্তব্য
প্রহেলিকা
সুন্দর একটি কবিতা প্রকাশের মাধ্যমে সোনেলায় পদার্পণকে স্বাগতম জানাচ্ছি। পারস্পরিক মিথস্ক্রিয়ায় ব্লগিং হউক প্রাণবন্ত।
লেখাটি বেশ সুন্দর এবং অর্থবহ। নিয়মিত পাবো আশা করছি। স্বাগতম সোনেলায়।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণায় লেখনীকে নিতে চাই বহুদূর
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম।
ভালো লেগেছে কবিতা।
আপনার প্রফাইলে গিয়ে একটি প্রফাইল পিকচার দিন।
শুভ কামনা।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণায় লেখনীকে নিতে চাই বহুদূর
জিসান শা ইকরাম
আমরাও চাই যে আপনি আপনার লেখনীকে বহুদূর নিয়ে যান।
নিজে লিখুন, অন্যর লেখাও পড়ুন এবং মতামত দিন।
প্রফাইলে ক্লিক করে আপনার প্রফাইল পিকচার দিন, কোন সমস্যা হলে এখানেই বলুন।
শুন্য শুন্যালয়
স্বাগতম আপনাকে সোনেলায়।
সুন্দর একটি লেখা নিয়ে এলেন। লেখালেখি করুন, অন্যদের পড়ুন। শুভেচ্ছা।
বন্যা লিপি
স্বাগতম আপনাকে সোনেলার রোদ্দুর ভরা সোনালী উঠোনে। শুরু হোক লেখার আলোক রশ্মি। শৈশব থেকে বেড়ে উঠতে উঠতে চাওয়া পাওয়ার এক অনাবিল অনুভবের অর্থপূর্ণ লেখা। ভালো লাগলো। শুভ কামনা নিরন্তর 🌹🌹
আরজু মুক্তা
চোখ বুঝলেই পরিপূর্ণ মানুষ হই—-এ কথাটা ভালো লেগেছে!
সাবিনা ইয়াসমিন
সোনেলা উঠোনে স্বাগতম। কবিতাটি ভালো লেগেছে। নিজে লেখার পাশাপাশি অন্যদের লেখা গুলো পড়বেন এবং নিজের মতামত দিবেন। এতে সবার সাথেই সুন্দর আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে।
ভালো থাকবেন, শুভ কামনা রইলো 🌹🌹
ইঞ্জা
স্বাগতম আপনাকে সোনেলায়, এইভাবেই লিখে যান সোনেলার উঠোনে।
শুভেচ্ছা
মনির হোসেন মমি
মোবাইলেই পড়েছি।
চমৎকার কবিতা।
লীলাবতী
আপনি তো একজন অদ্ভুত মানুষ। একজন সিনিয়র ব্লগার আপনাকে দুইবার প্রফাইলে ছবি দিতে বলেছেন। দিচ্ছেন না কেন? নাকি দিতে পারছেন না? না পারলে বলুন সমস্যা কোথায়?
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু ছবির সাইজের জন্য আপলোড হচ্ছে না। বুধবার আপলোড করব।
আবু খায়ের আনিছ
স্বাগতম জানানোর আগেই মনে হচ্ছে আপনি ব্যস্ত ব্লগার যে মন্তব্যের উত্তর দেওয়ার সময় পাচ্ছেন না।
যাইহোক সোনেলার পথ চলা আনন্দদায়ক হোক। শুভ কামনা।
ফজলে রাব্বী সোয়েব
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। এই মাসে কিছু অফিসিয়াল কারনে অনেকটাই অনিয়মিত থাকব। সামনের মাস থেকে অনেকটাই নিয়মিত হবো। শুভ কামনা।