আমি যখন কবি :p

পিউ ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ০১:১২:৩৭পূর্বাহ্ন বিবিধ ৪৩ মন্তব্য
আমার লেখালিখির শুরু টা ক্লাস টু তে থাকতে।স্কুলের ম্যাগাজিনের জন্য একটা কবিতা লিখেছিলাম।লিখে কাওকে না দেখিয়েই জমা দিয়ে দিলাম।প্রচন্ড ধড়িবাজ ছিলাম ছোটকাল থেকেই।কবিতাটা ছিল স্কুলকে নিয়ে লেখা।জানতাম এই টপিকে লিখলে ছাপা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 🙁
যা ভেবেছিলাম তাই।ম্যাগাজিনে লেখাটা আসল।ম্যাগাজিনে কারোর লেখা ছাপা হওয়াটা রীতিমত গর্বের বিষয় ছিল।আম্মু তো অবাক।বান্ধবীরা অবাক।শুধু প্রশংসা আর প্রশংসা। \|/
কবিতাটা কিন্তু আসলে একটা বুলশিট ছিল।এখন বুঝি।কিন্তু ওই বয়সটাতে এত প্রশংসা শুনে আমি তো নিজেকে রীতিমত কি না কি ভাবতে শুরু করলাম। ধুমায়ে কবিতা লেখা শুরু করলাম।সবচেয়ে হাস্যকর বিষয়,এই প্রথম কাওকে বিষয়টা বলছি… আমি ভাবতাম আমি রবীন্দ্রনাথের থেকেও বড় কবি হবো! :p জীবনে কি আর করেছে রবীন্দ্রনাথ…ওকে ছাড়িয়ে যাওয়া আমার জন্য কোন ব্যাপার নাকি!
রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ বের হয় পনের বছর বয়সে।আর আমার বয়স তখন আট কি নয়।ভেবেছিলাম কয়েকদিন টানা লিখলে এগারো বছরের মধ্যেই আমারও একটা কাব্যগ্রন্থ বের হয়ে যাবে। হাহ…কোথাকার কোন রবীন্দ্রনাথ-আমার সাথে লাগতে আসে! এই জেদেই ক্লাস ফাইভে উঠতে উঠতেই আমার কবিতায় পাঁচছয়টা খাতা ভরে গেল।
শুধু কি কবিতা?রবীন্দ্রনাথ উপন্যাস লিখেছে।আমিই বা বাদ যাই কেন!উপন্যাস লিখতে শুরু করলাম।তাও একসাথে দুইটা শুরু করলাম।বাইরের কেউই জানেনা-বাসার কেউ জানে কিনা সেটাও শিয়্যোর না…আমার দুইটা অসমাপ্ত উপন্যাস আছে.. :p
কাওকে হারাতে হলে তার সম্পর্কে খুঁটিনাটি জানতে হয়।সেই উদ্দেশ্যেই মূলত রবীন্দ্রনাথ পড়া শুরু।গল্পগুচ্ছ শেষ করেছি ক্লাস ফোরে…তারপর আস্তে আস্তে উপন্যাস…কবিতা আরও পরে।ততদিনে আমি বুঝে গেছি রবীন্দ্রনাথ কি জিনিস…
তাকে ছাড়িয়ে যাওয়ার চিন্তা কতটা বোকামী!মিথ্যা বলব না-খুব মন খারাপ হয়েছিল  🙁
রবীন্দ্রনাথের সাথে পাল্লা দেওয়ার জন্য আর পড়তাম না।তাকে ভালোবেসে পড়তাম।
সবচেয়ে অদ্ভুত বিষয় “শেষের কবিতা” আমি পড়েছিলাম ক্লাস ফাইভে।তাও দুইদিনে।সেকালে সবটাই বুঝছিলাম…খুব ভালোভাবে বুঝেছিলাম।
তারপর এইচএসসি পরীক্ষা দিয়ে আরও একবার পড়তে গেলাম।এ যাত্রা পাঁচদিন লাগিয়ে পড়েছি।তাও মনে হয় অনেক কিছুই বুঝি নি।আরো একবার পড়লে আরও ক্লিয়ার হবে।
খটকা লাগে…’শেষের কবিতা’ তো পাল্টায় নি…আমিই কি তবে জটিল হয়ে গেছি!?
মাঝে মাঝে ভাবি-আমার মেয়েবেলা টা একেবারে খারাপ ছিল না।মুভি ছিল না…ফেসবুক ছিল না…পিডিএফ ছিল না…ছিল না ল্যাপটপে “AMAR LEKHA” নামের ফোল্ডার টাও।
কিন্তু স্কুলব্যাগ ছিল… কবিতার খাতা ছিল…গল্পের বই ছিল…
আর একটা স্বপ্ন ছিল-রবীন্দ্রনাথ কে ছাড়িয়ে যাব! 🙂
এগারো পার হয়ে গেছে অনেক আগেই…তারপর কেটে গেছে আরও অনেকগুলো বসন্ত।আমার সেই কাব্যগ্রন্থ আজও বের করা হয়ে ওঠে নি…  (-3
৫১১জন ৫১৩জন

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ