আমি ভালোবাসা দেখাতে খুব ভালোবাসি,
অনেকেই বলে ভালোবাসা দেখিয়ে বেড়ানোর কিছু না। কথাটা শুনলেই ঘেন্না লাগে। আপনার অন্তর্নিহিত ভালোবাসা যদি অপ্রকাশিত থেকে যায়, তাহলে ওই ভালোবাসার কি ফায়দা?

আমি বারবার বলি, ভালোবাসা চিপার চুলকানি না যে প্রকাশ্যে চুলকানো যাবে না।
এর-ওর সম্পর্কে এই*ওই ইস্যুতে এতো ঘৃণার বহিঃপ্রকাশ করা গেলে, ভালোবাসার কেনো নয়?

“লুকিয়ে তো চুরি হয়, লুকিয়ে ভালোবাসাবাসি কেমনে হয়?”

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ