আমি ভালোবাসা দেখাতে খুব ভালোবাসি,
অনেকেই বলে ভালোবাসা দেখিয়ে বেড়ানোর কিছু না। কথাটা শুনলেই ঘেন্না লাগে। আপনার অন্তর্নিহিত ভালোবাসা যদি অপ্রকাশিত থেকে যায়, তাহলে ওই ভালোবাসার কি ফায়দা?
আমি বারবার বলি, ভালোবাসা চিপার চুলকানি না যে প্রকাশ্যে চুলকানো যাবে না।
এর-ওর সম্পর্কে এই*ওই ইস্যুতে এতো ঘৃণার বহিঃপ্রকাশ করা গেলে, ভালোবাসার কেনো নয়?
“লুকিয়ে তো চুরি হয়, লুকিয়ে ভালোবাসাবাসি কেমনে হয়?”
২০টি মন্তব্য
শাহরিন
একমত আপনার সাথে যদি আসলেই ভালোবেসে থাকি তবে বলতে তো বাধা নেই বা প্রকাশ করলেও তো কারো ক্ষতি নেই বরং ভালোবাসার মানুষটি খুশিই হয়।
অপু রায়হান
ভালোবাসা প্রকাশ করলে ভালোবাসার মানুষটি আরো খুশি হবেন বেশী!
ছাইরাছ হেলাল
ভেরি ভেরি গুড, ভালোবাসা প্রকাশের জিনিস এবং তা বলতেই হবে, বলা- ও উচিৎ।
তবে বেজায়গায় কিন্তু মাইর-মুইর খাওনের বহুত চান্স থেকেই যায়,
আজকাল আবার সেনসেইদের কাছে কুংফু কারাতে শেখে অনেকেই, তাই কিঞ্চিত সাবধানতা কিন্তু লাগবেই,
অবশ্য জান-কোরবান টাইপ হলে আলাদা কথা!!
অপু রায়হান
ভয় পেয়ে গেছি দিদি,আমি চুপ 😷😷
জিসান শা ইকরাম
ভালোবাসা প্রকাশ্যেই দেখান উচিত,
একমত।
শুভ কামনা।
অপু রায়হান
লোক দেখানোও ভালোবাসা উচিত নই 😥
আরজু মুক্তা
ভালোবাসা দিয়েই ভালোবাসা পুনরুদ্ধার করতে হবে। তবে, যাকে নিয়ে বলবেন; তাকেও এরকম আত্মবিশ্বাসী হতে হবে।
জমুক ভালোবাসা প্রতিটি ক্ষেত্রে।জয় হোক ভালোবাসার।
অপু রায়হান
উনার ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা,😍
বন্যা লিপি
বুঝলাম না, কোন এবং কেমন ভালোবাসা প্রকাশ্যে প্রচার করার বিষয়ে বলা হইতেছে? মাখো মাখো ভালোবাসা প্রকাশ্যে দেখিয়ে বেড়াবার বিষয় হলে তো মাইর খাওনের ডর থাকা অসম্ভব কিছুনা 😱
অপু রায়হান
ভালোবাসায় বলে বেড়ানোর কিংবা করে দেখানোর কিছু নেই, ভালোবাসি এটাই যথেষ্ট!
শিরিন হক
ভালোবাসার প্রকার ভেদে কোন ভালোবাসার কথা বলেছেন জানিনা। তবে যে ভালোবাসায় ভয় আছে সেটা ভালোবাসার স্বদ আলাদা আর যে ভালোবায় নিন্দা আছে সে ভালোবাসা রয়েসয়ে করা ভালো। তবে ভালোবাসায় লুকোচুরি থাকিলে তার স্বাদ কেমন আমি জানিনা।। তবে ঘোষণা দিয়ে ভালোবেসেছি প্রকাশ্যে দীর্ঘ ৩বছর এখন আফসোস কেনো অলিতে গলিতে পার্কে গেলাম না।
অপু রায়হান
আমি বুঝি,
ভালোবাসা মানে হাতে হাত রাখা, চোখে চোখ রেখে অপলক তাকিয়ে থাকা, সাগর পাড়ে একান্ত কিছু মুহূর্ত, পূর্ণিমা রাতে একে অন্যের নিঃশ্বাস ছুঁয়ে যাওয়া, বৃষ্টিতে ভিজতে ভিজতে কানে কানে বলে ফেলা ‘ভালোবাসি’! আরো কত কী…
সাবিনা ইয়াসমিন
যে ভালোবাসায় প্রকাশ নেই ওটা ভালোবাসাই না। ভালোবাসা আগুনের মত,যতই ঢেকে রাখবে ততোই ছড়িয়ে যাবে দাবানলের মতো।
ভালোবাসা দেখানো বীরের কাজ। 😀
শুভ কামনা 🌹🌹
অপু রায়হান
আমি সেই ভালোবাসা দেখিয়ে বীরের মত মরতে চাই
তৌহিদ
ভালোবাসা লুকোনোর জিনিস নয় যদি না তার মধ্যে কলুষতা না থাকে। অন্যায়তো কিছু নয়, লুকোবো কেন?
অপু রায়হান
ঠিক দাদা আমিও সেটাইবুঝাইতেচাইছি
মাসুদ চয়ন
বেশ ভালো লেখেন।
অপু রায়হান
বিষয়টি বুঝে দেখেন ভালো লেখি এটা কোন ব্যাপার না
মনির হোসেন মমি
ভালবাসতে হলে সাহস লাগে
আর সাহস থাকলে চিল্লাইয়া বলা যায়-আই লাভ ইউ।
তাতে কোন ক্ষতি নাই।তবে এমন ভালবাসায় পা পিচলে গেলে ভয় থাকে,জীবন যেন ওখানেই শেষ হয়ে যায়।
দারুণ।
অপু রায়হান
জীবন থেমে যাবে বলে আর কিছু না করাটাও ঠিক না