মিগ৩৩ তারপর ফেসবুক তারপর টুঁইটার । এখন ব্লগ । এই ব্লগ শব্দটার সাথে পরিচিত হলাম শাহাবাগ আন্দোলনের সময় থেকে । আসলে ব্লগ কি??? নিজেই বুঝতাম না । কিন্তু এই প্রশ্নের সম্মুখীন বহুবার হয়েছে । যে প্রশ্ন করত তাকে ভুল ভাল বুঝিয়ে দিতাম । কিন্তু কতদিন আর মানুষকে ভুল বোঝানো যায় !! কিন্তু কারো কাছে যে জিজ্ঞেস করব ব্লগ কি ?? তাও পারতাম না । কারণ লজ্জা লাগত । শেষ পর্যন্ত বিভিন্ন ব্লগ ঘুরে ফিরে ব্লগ সম্বন্ধে প্রাথমিক একটা ধারনা নিলাম ।
এবং এই ব্লগে একটা একাউন্ট ও খুলে ফেললাম । আর আশ্চর্য্য আমি ব্লগে এখন লিখছি !!! জানি না কিভাবে ব্লগ চালাতে হয় । কিভাবে লিখতে হয় । লেখার বিষয় কেমন হওয়া উচিৎ । তারপরও সাহস করে লিখে ফেললাম । আসলে আমি ঠিকমত গুছিয়ে কথায়ই বলতে পারি না , ব্লগে বড় বড় লেখা কিভাবে দিব তাই ভাবছি । সত্যি কথা হচ্ছে আমার লেখা যেমনই হোক , কিছুদিন আমি ব্লগে লিখব ই । যা থাকে কপালে ।
(আর অভিজ্ঞ ব্লগাররা যদি একটু সাহায্য করে তবে লেখা মনে হয় চালিয়ে যেতে পারব ।)
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্বাগতম এই সোনেলায় ।
যার জমি আছে তিনি জমিদার , যিনি ব্লগ লিখেন তিনিই ব্লগার।
ব্লগ টা আমরা এখন ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছি। এমন টা আসলে কারোর ই কাম্য ছিলনা।
ব্লগ হচ্ছে দিনলিপি। ডায়েরী বলা যায়। প্রতিদিন আমাদের নিজস্ব ভাবনা চিন্তা লিখে রাখা , তা যে কোন বিষয়ের উপরে হতে পারে।
লিখতে থাকুন। শুভকামনা সব সময়ের জন্য।
প্রজন্ম ৭১
বেল পাকলে কাকের কি , নামটা অসাধারন হইছে রে ভাই। আমিও এই ব্লগে প্রথম লিখে হাতে খরি দিয়েছি। ভাবনা চিন্তা ছাড়াই লিখে যাচ্ছি। ভালোই লাগছে , কিছু সময় কেটে যাচ্ছে সবার লেখা পড়ে । লিখে যান ভাই। যা খুশি ।
শিশির কনা
আসেন ভাইয়া এখানে যা খুশি লিখে গপ সপ করি। লেখা যেন শোভন হয় শুধু এটুকু চাওয়া 🙂
ছাইরাছ হেলাল
এখানে আপনি স্বাগত , যদিও খুবই সাধারণ এই ব্লগ । আমাদের ও এমন করেই শুরু আপনার মত করে ।
লিখুন মনের আনন্দে যা মনে আসে । পড়ব সব সময়ই ।
বনলতা সেন
নিজের ভাবনা চিন্তা শেয়ার দিন ভাইয়া , তাহলেই হবে ।
"বাইরনিক শুভ্র"
গাইতে গাইতে গায়েন । আর লিখতে লিখতে ব্লগার । চালিয়ে যান । আমরা আছি ।
আদিব আদ্নান
এত চিন্তার কিছু নেই , লিখতে থাকুন ইচ্ছেয় বা অনিচ্ছায় ও ।
mahadi
comment a valo kisu liklam
লীলাবতী
ভাইয়া লিখতে থাকুন তো । আমি কি কিছু আনি নাকি ?
হতভাগ্য কবি
নামটা সুন্দর হইসে ভাই
দিলরুবা মুন
:p :c