আমি ব্লগার !!!!

বেল পাকলে কাকের কি ১৭ মে ২০১৩, শুক্রবার, ১১:৫৬:২৯পূর্বাহ্ন বিবিধ ১১ মন্তব্য

মিগ৩৩ তারপর ফেসবুক তারপর টুঁইটার । এখন ব্লগ । এই ব্লগ শব্দটার সাথে পরিচিত হলাম শাহাবাগ আন্দোলনের সময় থেকে । আসলে ব্লগ কি??? নিজেই বুঝতাম না । কিন্তু এই প্রশ্নের সম্মুখীন বহুবার হয়েছে । যে প্রশ্ন করত তাকে ভুল ভাল বুঝিয়ে দিতাম । কিন্তু কতদিন আর মানুষকে ভুল বোঝানো যায় !! কিন্তু কারো কাছে যে জিজ্ঞেস করব ব্লগ কি ?? তাও পারতাম না । কারণ লজ্জা লাগত । শেষ পর্যন্ত বিভিন্ন ব্লগ ঘুরে ফিরে ব্লগ সম্বন্ধে প্রাথমিক একটা ধারনা নিলাম ।

এবং এই ব্লগে একটা একাউন্ট ও খুলে ফেললাম । আর আশ্চর্য্য আমি ব্লগে এখন লিখছি !!! জানি না কিভাবে ব্লগ চালাতে হয় । কিভাবে লিখতে হয় । লেখার বিষয় কেমন হওয়া উচিৎ । তারপরও সাহস করে লিখে ফেললাম । আসলে আমি ঠিকমত গুছিয়ে কথায়ই বলতে পারি না , ব্লগে বড় বড় লেখা কিভাবে দিব তাই ভাবছি । সত্যি কথা হচ্ছে আমার লেখা যেমনই হোক , কিছুদিন আমি ব্লগে লিখব ই । যা থাকে কপালে ।

(আর অভিজ্ঞ ব্লগাররা যদি একটু সাহায্য করে তবে লেখা মনে হয় চালিয়ে যেতে পারব ।)

৫০৪জন ৫০৪জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন