হায়দার হোসাইন

আমি ফাইস্যা গেছি, আমি ফাইস্যা গেছি
আমি ফাইস্যা গেছি মাইনকার চিপায়
আমারও দিলের চোট বোঝে না কোন হালায়
আমি ফাইস্যা গেছি, আমি ফাইস্যা গেছি
আমি ফাইস্যা গেছি মাইনকার চিপায়।

কোন পাগলে পাইছিলো করছি সখের শাদী
খোমা তার যেমন তেমন ভাবে সাহজাদী

সকাল বিকাল রাইত দুপুর বউয়ে দেয় ঠ্যালা
কয় বউ পোষার মুরদ নাই তয় বিয়া করছস ক্যালা

আমি ইধারকা মাল উধার করি, সারাদিন পেজগি মারি
দিনের বেলায় আড়তদারি রাইতে চোরাকারবারী

দ্বীন-দুনিয়া সবই গেল জীবন ভেস্তে যায়

মাইয়া আমার চিজ একখান যেমন ফিলিমের নায়িকা
মাধুরী ঐশ্বরিয়া কাজলরে কয় অফ যা
পোলা আমার শিক্ষিত পড়ে দশ কেলাসের উপরে
হাত খরচা না দিলে ইংলিসে গাইল পাড়ে

মনে মনে কই আমি গাইলের আর হুনচচ কি
আমাগো গাইল হুনলে পরে খাড়াইবো মুরদা ভি
আমি হালায় কলুর বলদ খাইট্যা জীবন যায়

ডাউন লোড লিংক

https://www.youtube.com/watch?v=V-92Ugnjdtg