আমি পুরুষ-হ্যাঁ আমিই পুরুষ !
আমার জন্যেই পৃথিবীর সৃষ্টি
আমি তাতেই অবাধ বিচরণ করি !
রাত-বিরাতে, বনে-বাঁদাড়ে আমার যেতে নেই মানা !
আমার অনেক কিছু থাকলেও-তা থাকতে নেই !
আমার লাজ-শরম থাকতে নেই,
ভয় থাকতে নেই!
ছোটবেলায় একবার নিম্নচাপ হয়েছিল প্রচন্ড আমার,
বলেছিলাম পাশের জনকে আমি সেই কথা-সেই লজ্জার কথা !
শুনে বলেছিল-পুরুষ মানুষের লজ্জা কি?
রাস্তার একপাশে গিয়েই সেরে ফেল !!
সেদিন থেকেই আমি লজ্জাকে রাস্তায় ছিটিয়ে দিয়েছি !
একদিন ভুতের ভয়ে পাশের ঘরে যেতে পারি নি
শুনে সবাই হেসেছিল আর বলেছিল
“কাপুরুষ-মেয়েমানুষ” আরো কত কি!!
সেদিন থেকেই মনে রেখেছি ভয় থাকা পুরুষের সাজে না,
ভয় শুধু মেয়েমানুষের আর কাপুরুষের সঙ্গি !!
আমার আজ ভয় নেই বলেই
মেয়েরা আমায় দেখলে ভয় পায় !
রাতে পথে বের হতেও ভয় পায়
আমার মত পুরুষেরই জন্যে !
আমি পেতে পারি আমার মনের মানুষকে
মন দিয়ে না পেলেও, জোর করে !
আর জোর করে না পেলে তো
এসিড বা ধর্ষণ আছেই !
ধর্ষণে আমার পরম পাওয়া হয় !
মন না পেলেও, দেহ কি কম নয়?
ধর্ষণে শাস্তির ভয়?
আমার তো ভয় থাকতেই নেই !!
আর লজ্জা?
সেতো নারীরই ভূষণ !!
১৪টি মন্তব্য
রানা
আর জোর করে না পেলে তো এসিড বা ধর্ষণ আছেই !
কিছু বলার নাই দাদা -{@
সিহাব
^:^
রিমি রুম্মান
এ বৈষম্যের অবসান হওয়া উচিৎ…
সিহাব
অবশ্যই !
তবে সবই বৈষম্য নয়, অন্যায় আর মানুষের মনুষ্যত্বের অভাব যা কারোই থাকা উচিত নয় !
ছাইরাছ হেলাল
পুরুষের কাপুরুষতা তুলে ধরেছেন সুন্দর ভাবে ।
সচেতন আমাদের হতেই হবে ।
সিহাব
ধন্যবাদ হেলাল ভাই !
🙂
ফাহিমা কানিজ লাভা
অসাধারণ উপস্থাপনা। পুরুষতান্ত্রিক সমাজের বাস্তব চিত্র এতো নগ্নভাবে তুলে এনেছেন আপনার কবিতায়, সবাই এটা পারে না। সামনে আরো ভাল কবিতা আপনার কাছে আশা করছি। (y)
সিহাব
ধন্যবাদ ! অবশ্যই পাবেন -{@
শুন্য শুন্যালয়
অসাধারন লিখেছেন ভাইয়া…পুরুষরা ভয় না পেলেও সত্য প্রকাশে তাদের ভয়, আপনি এই ভয় কেও জয় করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে…
সিহাব
ধন্যবাদ
জিসান শা ইকরাম
পুরুষ এবং নারীর বৈষম্য কে ভিন্ন ভাবে উপস্থাপন করলেন —
কবে যে আমরা পুরুষ বা নারী থেকে মানুষ হিসেবে নিজদেরকে প্রকাশ করতে পারবো , তাই জানিনা।
আগে আমরা সবাই মানুষ – এমন ভাবনা শুধু অক্ষর বা মুখে নয় – বাস্তবে দেখতে চাই।
ভালো লিখেছেন ।
সিহাব
ধন্যবাদ!
কবিতায় যে লিখা আসে, তা কিন্তু মন থেকেই !
লীলাবতী
আমরা মানুষ না , আমরা নারী , আমাদের এমন অধিকার নেই । এমন করবে শুধু পুরুষ । ভালো লিখেছেন ।
ফরহাদ ফিদা হুসেইন
চমৎকার উপস্থাপন। ভালো লিখেছেন রানা।।