আমাকে চিনতে পেরেছো?
আমি স্বাধীনতার সীল মারা এক দেশ।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত-
মা-বোনের কলঙ্কের আঁচড় লাগা বুক;
হাজারো স্বপ্ন খচিত-
অতৃপ্ত বাসনার এক দেশ।
আমার নাম বাংলাদেশ;
হীনতা আর দম্ভে ভরা ষোল কোটি মানুষের-
প্রিয় বাংলাদেশ।আমাকে নিয়েই খেলছো তোমরা-
প্রতিহিংসার খেলা;
আমার মাঝেই দেখছি আবার
সাম্প্রদায়িকতার মেলা !
তবুও চলছি খুড়িয়ে জন্ম থেকে-
তোমরা চলছ বেশ !!
আমার নাম বাংলাদেশ।
বিষাক্ত বাষ্পে ভরা ষোল কোটি বাঙ্গালীর-
প্রিয় বাংলাদেশ।জানোকি তোমরা আমিও দেখি স্বপ্ন,
নতুন স্বপ্নে থাকি বিভোর?
নিজের মাঝেই ধারণ করি-
আবীর রাঙা ভোর?
আমার স্বপ্ন ভঙ্গ করে তোমরা-
নিজেকেই করো নিঃশেষ !!
আমার নাম বাংলাদেশ।
অভাগা এক রাষ্ট্র আমি,দারিদ্র-পীড়িত দূর্ভাগাদের –
প্রিয় বাংলাদেশ।
২০টি মন্তব্য
লীলাবতী
ভালোবাসি প্রিয় বাংলাদেশ (3
নীলকন্ঠ জয়
শুভেচ্ছা -{@
খসড়া
-{@ ভাল বলেছেন।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ -{@
জিসান শা ইকরাম
কষ্ট লাগে এমন করে ভাবলে ।
নীলকন্ঠ জয়
এমনটাই কিন্তু হচ্ছে ভাইয়া। খুব কষ্টের 🙁
মোঃ মজিবর রহমান
আমার স্বপ্ন ভঙ্গ করে তোমরা-
নিজেকেই করো নিঃশেষ !!
আমার নাম বাংলাদেশ।
সুন্দর করে বলেছ ভাই।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ মজিবর ভাইয়া।
শুভেচ্ছা। -{@
শিশির কনা
আমার দুঃখিনী মা , দুখিনীই রয়ে গেলো 🙁
নীলকন্ঠ জয়
🙁
মা মাটি দেশ
(y) জয় বংলা -{@
নীলকন্ঠ জয়
জয় বাংলা -{@
ছাইরাছ হেলাল
অবশ্যই প্রিয় , হাজার বার প্রিয় এ স্বদেশ আমার ।
বাহ্ বেশ , সুন্দর লিখেছেন ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা -{@
সুকান্ত
পড়লাম আর ভাল লাগা নিয়ে ঘুমাতে গেলাম !!!
নীলকন্ঠ জয়
ধন্যবাদ দাদা। -{@
স্বপ্ন নীলা
অভাগা এক রাষ্ট্র আমি,দারিদ্র-পীড়িত দূর্ভাগাদের –
প্রিয় বাংলাদেশ ‘’,,,,,,,,,,,,,,,,দেশপ্রেম ঝরে পড়ছে আপনার লেখায়,,,,,,,,,শুভকামনা,,,,,,,,,,,,,
নীলকন্ঠ জয়
শুভ কামনা। -{@
সুকান্ত
আমাকে চিনতে পেরেছো?
হ্যাঁ পেরেছি, কিন্তু ……….
…………………
বুঝতে পারিনি, কারণ কবিতা বড়ই চঞ্চল- ইহা আমার মাথার উপর দিয়ে যায়!
এ আমার বোঝার দোষ ! তোমার না !!!
নীলকন্ঠ জয়
ধন্যবাদ দাদা। কবিতারই হয়তো প্রকাশে ভঙ্গিতে ত্রুটি আছে।
ভালো থাকুন । -{@