পৃথিবীর ভালোবাসাগুলো চৌচির হয়ে গেলো
চৈত্রের মাটির মতো
বড্ড তৃষ্ণার্তে কাতর তারা
বারবার রঙ বদলায়।
স্বপ্নগুলো ঝরাপতার মতো পড়ে অাছে অযত্নে।
শুধুই তোমার টোলপরা গালের লাজুক-লতার হাসি
নদীর ঢেউরের মতো হৃদয়ের তীর ছুঁয়ে যায়।

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ