সাবিনা ইয়াসমিন জুন ১০, ২০১৯ at ১০:৪৮ অপরাহ্ন মন আঁকুপাঁকু করা ভালোবাসা এমনই হয়, টোল পড়া গালের খাঁজে প্রেম কথা কয়। ছোট কবিতা বেশ ভালো লাগলো। শুভ কামনা 🌹🌹
অপু রায়হান জুন ১১, ২০১৯ at ১০:৩৫ অপরাহ্ন ও গালে মিষ্টি মাখা টোল পাখিরা যাই ভুলে বোল, আমি যে তোমার সঙ্গ পেতে হয় যাই ব্যাকুল!😍
সঞ্জয় মালাকার জুন ১১, ২০১৯ at ২:০৮ পূর্বাহ্ন প্রেম এমনি হয়ে যদিও আমি কখনে প্রেম করিনি নিজের অনুভূতিকে বলি খুব লিখেছেন ভালোলাগলো খুব।
মোঃ মজিবর রহমান জুন ১১, ২০১৯ at ১২:৩১ অপরাহ্ন ত্রিস্না থেকে আর কবিতার প্রসব হোক। স্বপ্নগুল ঝরা পরে না থেকে সজিব হয়ে ফিরে আসুক আসড়ে পরুক বুকে।
মোঃ মজিবর রহমান জুন ১১, ২০১৯ at ১০:৫৯ অপরাহ্ন হাহাকার না হয়ে বুকে আসুক পিপাসারত কবিতা সুধাপানে ত্রিপ্তি ভরে জীবন কাটাক।
১৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
মন আঁকুপাঁকু করা ভালোবাসা এমনই হয়, টোল পড়া গালের খাঁজে প্রেম কথা কয়।
ছোট কবিতা বেশ ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
অপু রায়হান
ও গালে মিষ্টি মাখা টোল
পাখিরা যাই ভুলে বোল,
আমি যে তোমার সঙ্গ পেতে হয় যাই ব্যাকুল!😍
জিসান শা ইকরাম
ভালোবাসা এমন হয়,
তৃষ্ণার অবসান হোক।
অপু রায়হান
সেই আশায় বেঁচে আছি দাদা!
অপু রায়হান
এজন্য নিয়মিত পানি দিয়ে পরিচর্জা করি দাদা!
সঞ্জয় মালাকার
প্রেম এমনি হয়ে
যদিও আমি কখনে প্রেম করিনি নিজের অনুভূতিকে বলি
খুব লিখেছেন ভালোলাগলো খুব।
অপু রায়হান
আপনাকে প্রেম করা লাগবে না,প্রেম আপনাকে করবে!🤣
সঞ্জয় মালাকার
😁😁😁😁
মোঃ মজিবর রহমান
ত্রিস্না থেকে আর কবিতার প্রসব হোক। স্বপ্নগুল ঝরা পরে না থেকে সজিব হয়ে ফিরে আসুক আসড়ে পরুক বুকে।
অপু রায়হান
বুকটা যে হাহাকার করে আছে তার অপেক্ষায়!😥
মোঃ মজিবর রহমান
হাহাকার না হয়ে বুকে আসুক পিপাসারত কবিতা সুধাপানে ত্রিপ্তি ভরে জীবন কাটাক।
মনির হোসেন মমি
চমৎকার কবিতা।
শাহরিন
ভালোবাসা সারাজীবন এমন থাকুক। শুভ কামনা।
অপু রায়হান
ধন্যবাদ
আরজু মুক্তা
দারুণ রোমান্টিক।। ভালো লাগলো টোল পরা গাল
অপু রায়হান
টোল আপনার পড়ে কি??
আরজু মুক্তা
বললেই তো আমাকে নিয়ে কবিতা লিখা শুরু করবেন!!
শুভকামনা
অপু রায়হান
চেষ্টা করে দেখতে পারি!