এক সময় অনেক চেষ্টা করেছি ,নিজেকে বুঝিয়েছি ,তোমাকে বুঝানোর চেষ্টা করেছি ,তুমি বুঝতে চাওনি । তোমার চোখে ছিল রঙিন চশমা । সাদাকালো এই আমাকে তখন তোমার মনে হয়েছে বাগানের আগাছাঘেরা বরই গাছ। পরিচর্যা না করলেও যে বড় হবে, ফল দেবে এবং তোমার বাগানেই থাকবে। কিন্তু তুমি ভুল করেছিলে। আমি ছিলাম আগছায় ঢাকা কৃষ্ণচূড়া । যখন তোমার আঙিনা ছেড়ে আমি বেড়ে উঠলাম , লাল ফুলে রঙিন হলাম তখন বসন্তের নতুন আলোয় তোমার চোখ গেলো ঝলসে, তোমার রঙিন চশমা তোমাকে বাচাতে পারলো না। এখন আমার সাখায় বাসা বাধতে আসে হলুদ পাখি,কাকাতুয়া।
কিন্তু এখনও আমি খুজি চশমাবিহীন তোমাকে।
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
চশমাবিহীন তাঁকে যেন খুজে পায় এই যুবক 🙂
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ । কিন্তু রাস্তায় যে ধুলো তাতে খুজে পেতে পেতে বৃদ্ধ হয়ে জাওয়ার সম্ভাবনা আছে ।
ছাইরাছ হেলাল
হলুদ পাখি আর কাকাতুয়ার ভিড়েও
লেখক খুঁজে পাক নিরবিচ্ছিন্ন আনন্দ যার অপেক্ষায় সে অনেক কাল ।
"বাইরনিক শুভ্র"
মানুষ হয়ে ফিরে আসুক । আপনাকে ধন্যবাদ ।
যাযাবর
অল্প কথায় চমৎকার লেখা , আশা ।
"বাইরনিক শুভ্র"
আশা নিয়েই বেচে আছি ।
কৃন্তনিকা
আপনার অপেক্ষার প্রহর যেন শেষ হয়… 🙂
"বাইরনিক শুভ্র"
শুভকামনার জন্য ধন্যবাদ ।
বনলতা সেন
চশমা ফেলেই সে আসবে ,
এমন প্রতিক্ষা বিফলে যেতে পারে না ।
"বাইরনিক শুভ্র"
আপনার মুখে ফুল চন্দন পড়ুক । 🙂
আদিব আদ্নান
ধুর, এত্ত এত্ত খোঁজাখুঁজির কী আছে ?
পাখিদের আকাল পড়েছে বলে তো মনে হচ্ছে না ।
"বাইরনিক শুভ্র"
আমি মনে হয় শিকারি হিসাবে খারাপ। 🙁 । তাই কাজ হচ্ছে না ।
হতভাগ্য কবি
জীবনে একবার হলেও যেন খুঁজে পান সে কামনা কইলো ভাইজান।
"বাইরনিক শুভ্র"
আপনারে ধন্যবাদ ।
জবরুল আলম সুমন
লেখা ছোট্ট হলেও গভীরতা অনেক! ভালো লাগলো… শুভ দুপুর।
"বাইরনিক শুভ্র"
শুভ দুপুর।পড়ার জন্য ধন্যবাদ ।
শিশির কনা
পেয়ে যাবেন অবশ্যই । তখন যেন আমাদের ভুলে না যাওয়া হয় 🙂
"বাইরনিক শুভ্র"
পেয়ে গেলে আপনাদের ভুলে যাওয়ার সম্ভবনা প্রবল । 😛
প্রজন্ম ৭১
পেয়ে যাবেন 🙂