আমি মহাকাব্যের সেই ঘৃণ্য,লোভী নারী চরিত্র,
জোটেনি যার কোন সম্মান,দয়া,মায়া,হতে পারেনি কারো করুণার পাত্র।
দোষ এটাই ছিল আমার,আমি হতে চেয়েছিলাম মনুষ্যরূপী…….হতে চাইনি অতি মানবী, গুণের বিশেষণ গুলো মাখিনি শরীর ব্যাপী।
আমি ছিলাম উচ্চাকাঙ্খী একমাত্র সন্তানের স্বার্থে,
এটাই কি দোষ,চাইনি হতে দেবী,ভাবিনি পরার্থে।
যখন অসুস্থ স্বামী সেবা করে বাঁচাই প্রাণ,
তখন স্বামী সোহাগী আমি,তিনটি বর দিতে ছিলনা তার পিছুটান।
নপুঃসক রাজার তিন স্ত্রী,তার চরিত্রে তো কাটেনি কেউ দাগ,…..কেউ তো আঙুল তুলেনি,যখন গর্ভে ধরি আমরা অন্যের ঔরষের পরাগ????
আমি মা সন্তানের ভবিষ্যৎ চিন্তা ছিল অভিষ্ঠ….
সেই সূর্যবংশী রাজার চরিত্র ছিল সূর্যবৎ,আর আমি দূষ্ট??
ওগো সমাজ,ওগো সংসার ,একটি বার ভাবো আমায় রক্ত মাংসে…..আমি নারী,আমি মানুষ,
আমারো যে স্বপ্ন আছে!!!!
আমাকে কেন হতেই হবে ত্যাগী,দানী,দয়াশীলা,
চরিত্রবতী……একটি বার ভাবো আমি খুব সাধারণ
হৃদয় আমার দীন অতি।
কৌশল্যা,সুমিত্রা হতে চেয়েছিল গরবিনী মা…..
নিতান্ত সহজ আমার চাওয়া,তাই এটা দামী না???
স্বামী মারলেন শব্দভেদী বাণে অন্ধমুনির সন্তান….
সেই অভিশাপে জ্বলেননি তিনি,জ্বলেছি আমি, আমার জীবন জুড়ে অগ্নি লেলিহান।।।
আমার সন্তান আমায় করেছে ঘৃণা….
হবে সে ভাতৃস্নেহে পরাকাষ্টা,এটাই ছিল তার জানা
ওগো আমি যে কাটাতে চেয়েছি সহজিয়া জীবন,
কেন আমার প্রতি যুগে দেবী হবার থাকবে পণ??
কেন আমার হতে হবে প্রতি যুগে সাবিত্রী সীতা,সতী,বেহুলা….কেন জানা থাকতেই হবে নারীর চৌষট্টি কলা???
ওগো যুগে যুগে জ্বলে জ্বলে আমি এই বলে যাই…
আমি হতে চাইনে দেবী,প্রাতঃস্মরণীয়া,আমি মানবী হতে চাই……….আমি মানবী হতে চাই….
…..ওগো আমি মানবী হতে চাই…..
৩৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কিছুই লিখা জমা পড়েনি দামদি
ছন্দা দাম
এই কবিতার তো সম্পূর্ণ জমা পড়েছে।ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আমি জমা পড়ার আগেই পড়েছি।
আবার পড়ে নেব।
সুপায়ন বড়ুয়া
আপনার মানবী হবার আকুল প্রার্থনা পূর্ণ হোক।
দেব দেবী নয় জীবনের পাতায়।
শুভ কামনায়।
ছন্দা দাম
অনেক অনেক ধন্যবাদ ।
আসলে দেবী বানিয়ে নিজের প্রাপ্য টা থেকে ব্যঞ্চিত করা পথ খোঁজা হয়।
তৌহিদ
নারীকে আমরা তার প্রাপ্য সম্মান দিতে পারিনি। পুরুষ শাসিত সমাজে নারী ভোগের পণ্য কিংবা কাজ করার যন্ত্র ছাড়া যেন আর কিছুই নয়। আমাদের মানসিকতার পরিবর্তন জরুরী।
চমৎকার লিখেছেন দিদিভাই।
ছন্দা দাম
ভীষণ উৎসাহিত হলাম আপনার মন্তব্যে।সই্যি তাই।অশেষ ধন্যবাদ জানাই।
ফয়জুল মহী
অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা
ছন্দা দাম
আমি ভাগ্যবতী আপনাদের মত পাঠক পেলাম।।
ধন্যবাদ অশেষ।আমার লেখা স্বার্থক হলো।
সুপর্ণা ফাল্গুনী
খুব সামান্য তেই আমরা নারীরা খুশী হই, ভালো থাকার চেষ্টা করি, সবকিছু আগলে রাখি তবুও কেন যেন আমাদেরকে ই সবার রোষানলে পড়তে হয়! নারীর মূল্যায়ন যুগে যুগে ই পদদলিত হয়ে এসেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
ছন্দা দাম
আপনার মূল্যবান মন্তব্য আমার এগিয়ে যাবার পাথেও।এভাবেই উৎসাহ প্রদান করবেন।অশেষ ধন্যবাদ
রেজওয়ানা কবির
আমি মানবী হতে চাই কথাটি খুব ভালো লাগল।
ছন্দা দাম
অনেক অনেক ধন্যবাদ বন্ধু।ভালো থাকবেন।
নিতাই বাবু
আপনার মতো সমাজের প্রতিটি নারীর কামনা-বাসনা এমনই হওয়া দরকার। আপনি মানবী হোন, এই কামনা করি।
শুভকামনা থাকলো দিদি। আশা করি ব্লগের আরও অন্যসব ব্লগারদের পোস্টেও একটু চুপি দিবেন।
ছন্দা দাম
অনেক ধন্যবাদ ভাই।উৎসাহিত হলাম।নিশ্চয়ই তা করবো
ছন্দা দাম
অনেক ধন্যবাদ ভাই।উৎসাহিত হলাম।নিশ্চয়ই তা করবো
নিতাই বাবু
অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা সারাক্ষণ।
সৌবর্ণ বাঁধন
কৈকেয়ী চরিত্র নির্বাচনে অসাধারণ মুন্সিয়ানা দেখিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি নারী মনোস্তত্ত্বের আলোকে পৌরাণিক চরত্রটির অত্যন্ত সঠিক ব্যখ্যা দিয়েছেন কাব্যের পংক্তিতে। বস্তুত পৌরাণিক নারীদের মাঝে তাকে যেভাবে দেখানো হয়, তার চেয়েও বাস্তবসম্মত ও যুক্তিগ্রাহ্য আপনার এই কৈকেয়ী প্রসংগ।
ছন্দা দাম
আমি আপ্লুত বন্ধু।জানিনা কৈকেয়ী ব্যথা কতটুকু অনুধাবন করতে পেরেছি তবে আমার নারী হৃদয়ের
মনন আর বাস্তবতা যাচাই করে যা মনে হয়েছে সেটাই কাব্যিক ধারায় প্রকাশ করার প্রচেষ্ট করেছি।।
শামীম চৌধুরী
হুম। এতটুকু বুজলাম যে, এখনই সময় আমাদের পরিবর্তনের। মনের পরিবর্তন না হলে মানসিক পরিবর্তন আসে না। খুব ভাল লিখেছেন।
ছন্দা দাম
সত্যিই তাই বন্ধু আপনি যথার্ত বলেছেন।
আরজু মুক্তা
মানসিকতার পরিবর্তন জরুরি। আদিমতা এখনও পিছু ছাড়েনি
খাদিজাতুল কুবরা
একটি বার মানুষ হয়ে বাঁচতে চাই।
দারুণ লিখেছেন দিদি।
সত্যিই মানসিকতার পরিবর্তন দরকার।
সাবিনা ইয়াসমিন
আমি নারী
জায়া-জননী-প্রেয়সীর আদলে গড়েছে যেজন,
নিয়মের ন্যায় মেনে নিজেরে রাখিনি গোপন,
যত স্তুতি-অসস্থি, সবই দিলো ধরায় বাধা সাজানো জাতি
অনিবার্য করিনি কভু অনার্য আপন;
আমি নারী,
নারীর খোলসে থাকি
দেবী-দানবী নয় হতে চাই মানুষ,
রক্ত মাংসের অবয়বে গড়া কেবলি এক মানবী।
জানিনা কতোটা বুঝেছি। একরাশ ভালোবাসা কৈকেয়ীর প্রতি। ভালো থাকুন দিদি, শুভ কামনা অবিরত ❤❤
ছন্দা দাম
এতোটুকু ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত ।ভাষা নেই আমার প্রকাশের।সোনেলা ব্লগে তোমাদের হাত ধরে প্রবেশের পর আমার লেখা এতটুকু ভালোবাসা পাব এই আশা আমার কাছে স্বপ্নের মতোই ছিল।।ভালোবাসা নিও বোন।
সাবিনা ইয়াসমিন
আপনার লেখা গুলো সত্যিই অনন্য, অতুলনীয়। আর আপনার কণ্ঠের আবৃত্তিও। আপনি চাইলে আপনার স্বকন্ঠের আবৃত্তির লিংক গুলো লেখার সাথে এ্যাড করে দিতে পারেন। এমন মমতাময়ী বোন পেয়ে আমিও আপ্লুত দিদি। নিয়মিত লিখুন, ভালোবাসায় থাকুন সারাক্ষণ ❤❤
মোঃ মজিবর রহমান
মনবাসনা পুর্নতা পাক
সকল ইচ্ছে মিলে যাক।
ছন্দা দাম
অনেক ধনৃবাদ ভাই।।
মোঃ মজিবর রহমান
☝☝
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ কবি আপু
ছন্দা দাম
অযশ্র ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে।
ইঞ্জা
ওগো সমাজ,ওগো সংসার ,একটি বার ভাবো আমায় রক্ত মাংসে…..আমি নারী,আমি মানুষ,
আমারো যে স্বপ্ন আছে!!!!
এই পুরুষশাসিত সংসারে নারীর স্থান কোথায়, তা ফুটে উঠেছে আপনার কাব্যে, অসাধারণ লিখলেন।
সুস্বাগতম জানাই সোনেলার উঠোনে, লিখুন মন প্রাণ ভরে এই কামনা রইলো।
অনুরোধ করবো অন্যদের লেখা পড়ে মন্তব্য করবেন, এতে আপনার লেখাও অন্যরা পড়বে।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ছন্দা দাম
আমি খুব খুশি এই সারা পাওয়ায়।আমি নিশ্চয় ই অন্য লেখকদের লেখা পড়বো।।
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা।
হ্যাপি ব্লগিং।