রাগ আর জেদ দুটোই বেশি তোমার।
তেমন কিছুই বলিনি প্লেট ভেঙ্গে ফেললে,
কিছু বলিনি আমি, শুধু কথা বলা বন্ধ করেছি,
তাতেই তোমার হয়েছে সারা।
এক ডজন নিয়ে হাজির নানা বাহানায়
বললে,আগেরগুলো পুরোনো ও পঁচা ছিল,
আজকের ডিজাইন,কালার,দাম সবই দারুন!
চুপ! শুরু যখন করেছ এত তাড়াতাড়ি
শেষ হতে দেয়া ঘোর অন্যায় নয়কি?
অনেকবারের ডাকে যে সকাল হয় তোমার,
আজ কফির মগ হাতে ‘গুড মর্নিং’ বাবু,
তোমার জন্য বানালাম দেখতো চলে কিনা?
ইনজয় করছি ,খারাপ হয়নি কিন্তু, চুপ!
বিকেলে একগাদা ফুল হাতে,
ওই,আজকের ফুল বেশি তাজা সুন্দর,
প্রায় এমনিই দিল বললে!
রিকসা করে নদীর পাড় দিয়ে এলাম,
কচুরীপানা ফুলে ভরে গেছে ,চল বেড়িয়ে আসি।
খুশিতে নাচতে ইচ্ছে করছে ,প্রকাশ করছিনা
আহারে!মায়া হচ্ছে,
ভলোবাসা নিতে নিতে মানুষটাকে খালি করে ফেলছি একদম!
বেচারা কোথায় একটু রেগেছিল!
মনে মনে বলি ,ঘনঘন রেগো “বাবা “ইনজয় করছি॥
সত্যি!অসম্ভব সুন্দর মন ভরে গেল,
হঠাৎ ওরদিকে তাকালাম,কি অসহায়!
আলতো করে কপালে ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে হল,
মাথায় উঠবে ,তাই মনে মনে ছোয়ালাম।
কান্না পেয়ে গেল-
আমার অনেক জনমের পূর্ণে আমি পেয়েছি তোমায়
তোমার সমস্ত রাগ,জেদ,অহংকার আমার,
আমি তোমাকে ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি।
পাশাপাশি বসেছি,আমার বকর বকর পেয়ে বসেছে তোমায়;
মিজান ফুসকা খেতে ডেকেছে,আজ নাকি স্পেশাল।
অনেকদিন কিছু কেনা হয়না,শাড়ি নেব কিনা?
রাতে বাইরে খেয়েই ফিরব,আইসক্রিম খাবো কিনা?
নানা বাহানা শুধু আমি কথা বলছিনা বলেই।
ভালোই লাগছে তুমি বারবার রাগবে,
আমি চুপ থাকব,তুমি বলবে,আমি শুনব।
আমার নীরবতা তোমার জন্য নীরবতা নয়।
এ আমার তিলে তিলে বেড়ে ওঠা,
তোমার জন্য আজন্ম ভালোবাসা,আমার অস্তিত্ব।
২৯টি মন্তব্য
বন্যা লিপি
‘ সন্ধ্যাবেলায়….তুমি-আমি বসে আছি দুজনে..
তুমি বলবে- আমি শুনব…… তুমি বলবে বলবে বলবে…. আমিইই শুনবো’
মাঝে মাঝে এই ” তুমি’টার সাথে এমনটাই করা উচিত। ভালবাসা নিতে নিতে ফতুর করে দেয়া যেতেই পারে। রোমান্টিক লেখা ভালোবাসায় ভরপুর। ভালো থাকুক ভালবাসা💕💕
রোকসানা খন্দকার রুকু।
আপনিও আরএক ফর্দ রচনা করেই ফেললেন। ধন্যবাদ ও ভালোবাসা রইল।
সাবিনা ইয়াসমিন
@বন্যা, এই গানটা আমার দারুণ পছন্দের। তুমিও শুনেছো!!
বন্যা লিপি
@সাবিনা, তোমার -আমার আরো কত কত মিল বের হবে ধীরে ধীরে আল্লাহ্ মালুম! তুমিও ভীষণ গান পছন্দ করো, তেমনি আমিও…. আমার প্রায় পছন্দের সাথে আমার পছন্দ মিলে যাচ্ছে/ যায় কোনো না কোনো ভাবে। এই গানটা শুনে আসছি আমি আমার সেইসব দিন গুলোতে….. যখন খুব বেশি রোমান্টিক গান শুনতাম, এখন শুনি স্যাড রোমান্টিক☺☺
বন্যা লিপি
*তোমার প্রায় পছন্দের সাথে আমার পছন্দ মিলে যায়*
সৌবর্ণ বাঁধন
খুব সুন্দর।
রোকসানা খন্দকার রুকু।
আপনার মত অসাধারণ সুন্দর নয়!!!
ধন্যবাদ ভাইয়া।।।
রেজওয়ানা কবির
সুন্দ। আচ্ছা আপু,তুমি লেখার সময় কিভাবে পেলে???দাঁড়াও আসতেছি,😋😋😋
রোকসানা খন্দকার রুকু।
যে রাঁধে সে চুলও বাঁধে বুঝলে সোনা। রান্না করার সময় পাশে খাতা কলমও রাখতে হয়।কখন মুড আসে বলা তো যায়না। তরকারি পুড়লে পাওয়া যাবে প্রেম(কবিতা) গেলে বাচুম ক্যামনে।।।
রোকসানা খন্দকার রুকু।
আমি না হয় কানা তাই “র” কম দিবি এটা দেখতে পাব না এতটা কানা তো না।।।।
বি কেয়ারফুল বুবু।।।
সুপর্ণা ফাল্গুনী
রাগে প্রেম , প্রেমে রাগ এটাই সম্পর্ক টাকে আরো গভীর করে দেয়। খুব ভালো লেগেছে। তবে ভাঙচুর ভালো নয়😇😇 । ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
রোকসানা খন্দকার রুকু।
ভাঙচুর কারো কারো জন্য ভালো,,,
নতুন পাওয়া যায়।প্লেট প্রেম দুটোই কি বলেন?
ধন্যবাদ।।।
সুপায়ন বড়ুয়া
আমি আর তুমি
মান অভিমানের পালাটা ভালই জমলো বলে
সম্পর্ক টা গভীর হলো বলে।
ভাল লাগলো। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
আর ক লাইন হলে কিন্ত হয়েই যেত আর এক কবিতার জন্ম।।। ধন্যবাদ ভাইয়া।।।
ফয়জুল মহী
কোমল পরশে শ্রুতিমধুর চয়ন।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া।।
আরজু মুক্তা
ভালো লাগলো
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ আপুনি।।।
তৌহিদ
প্রেমের মরা জলে ডোবেনা আজ তার প্রমান আবারো পেলাম আপনার লেখায়। এক্কেবারে হাবুডুবু খাওয়া টাইপ অবস্থা!!
বৈঠা ঠিকমত চালাবেন কিন্তু! আপনাদের দুজনার জন্যই শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু।
ওই পড়ে পড়ে অভিজ্ঞতা !!!! আমাদের এক ভাইয়া (তৌহিদ)আর ভাবীর নাকি এরকমই জমজমাট।।
তাই দেখে দেখে আরকি??
তৌহিদ
অবস্থা ক্যারাব্যারা 😜😜
সাবিনা ইয়াসমিন
** আমার অনেক জনমের পূর্ণে আমি পেয়েছি তোমায়
তোমার সমস্ত রাগ,জেদ,অহংকার আমার,
আমি তোমাকে ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি**
ভালোবাসাবাসিতে দেখছি দুজনেই খালি হয়ে যাবেন!
তবুও বেঁচে থাকুক ভালোবাসার বন্ধন।
সুন্দর লিখেছেন। শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু।
পৃথিবীর চাঁদটাকেই চিনতাম।
হঠাৎই পরিচয় হল মঙ্গলের চাঁদের সাথে।
সে পরিচয় করিয়ে দিল সেখানকার তারকারাজির সাথে।।
সেই থেকে ডুবে গেলাম অজস্রতারায় তারায়,,,, ভালোলাগায়, ভালোবাসায়
আনরোমান্টিক মানুষটাও হয়ে গেল রোমান্টিক!!!!!
কথায় আছে না-” সঙ্গ দোষে বানে ভাসে”।
তাই একটু ভাসছি আরকি??
সাবিনা ইয়াসমিন
ভয় পাইসি! এ দেখি মহাজাগতিক প্রেম!,
আলমগীর সরকার লিটন
বেশ অন্যরকম মনে হলো কবি আপু——–
মান অভিমান এরকমী হয়
রোকসানা খন্দকার রুকু।
জী ভাইয়া।।
ধন্যবাদ ।।
ইঞ্জা
তুমি আর আমিতেই জীবনটা নির্ভর, আজীবন পথ চলাতে এই নির্ভরতা থাকে।
কাব্যে বিমোহিত হলাম।
রোকসানা খন্দকার রুকু।
বিমোহিত করতে পেরে ধন্য হলাম।।।
দোয়া করবেন ভাইয়া।।।
ইঞ্জা
শুভকামনা অবিরত