আমি ও তুমি

রোকসানা খন্দকার রুকু ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ০৪:৪৭:১১অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

রাগ আর জেদ দুটোই বেশি তোমার।
তেমন কিছুই বলিনি প্লেট ভেঙ্গে ফেললে,
কিছু বলিনি আমি, শুধু কথা বলা বন্ধ করেছি,
তাতেই তোমার হয়েছে সারা।

এক ডজন নিয়ে হাজির নানা বাহানায়
বললে,আগেরগুলো পুরোনো ও পঁচা ছিল,
আজকের ডিজাইন,কালার,দাম সবই দারুন!

চুপ! শুরু যখন করেছ এত তাড়াতাড়ি
শেষ হতে দেয়া ঘোর অন্যায় নয়কি?
অনেকবারের ডাকে যে সকাল হয় তোমার,
আজ কফির মগ হাতে ‘গুড মর্নিং’ বাবু,
তোমার জন্য বানালাম দেখতো চলে কিনা?
ইনজয় করছি ,খারাপ হয়নি কিন্তু, চুপ!

বিকেলে একগাদা ফুল হাতে,
ওই,আজকের ফুল বেশি তাজা সুন্দর,
প্রায় এমনিই দিল বললে!
রিকসা করে নদীর পাড় দিয়ে এলাম,

কচুরীপানা ফুলে ভরে গেছে ,চল বেড়িয়ে আসি।
খুশিতে নাচতে ইচ্ছে করছে ,প্রকাশ করছিনা
আহারে!মায়া হচ্ছে,
ভলোবাসা নিতে নিতে মানুষটাকে খালি করে ফেলছি একদম!
বেচারা কোথায় একটু রেগেছিল!
মনে মনে বলি ,ঘনঘন রেগো “বাবা “ইনজয় করছি॥

সত্যি!অসম্ভব সুন্দর মন ভরে গেল,
হঠাৎ ওরদিকে তাকালাম,কি অসহায়!
আলতো করে কপালে ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে হল,
মাথায় উঠবে ,তাই মনে মনে ছোয়ালাম।
কান্না পেয়ে গেল-

আমার অনেক জনমের পূর্ণে আমি পেয়েছি তোমায়
তোমার সমস্ত রাগ,জেদ,অহংকার আমার,
আমি তোমাকে ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি।

পাশাপাশি বসেছি,আমার বকর বকর পেয়ে বসেছে তোমায়;
মিজান ফুসকা খেতে ডেকেছে,আজ নাকি স্পেশাল।
অনেকদিন কিছু কেনা হয়না,শাড়ি নেব কিনা?
রাতে বাইরে খেয়েই ফিরব,আইসক্রিম খাবো কিনা?
নানা বাহানা শুধু আমি কথা বলছিনা বলেই।

ভালোই লাগছে তুমি বারবার রাগবে,
আমি চুপ থাকব,তুমি বলবে,আমি শুনব।
আমার নীরবতা তোমার জন্য নীরবতা নয়।
এ আমার তিলে তিলে বেড়ে ওঠা,
তোমার জন্য আজন্ম ভালোবাসা,আমার অস্তিত্ব।

 

৭৭৫জন ৫৮৬জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ