জীবনের সীমাকালে,আমি যখন বড় হয়েছি,সবকিছু বোঝার মতো একটা ক্ষমতা হয়েছে, তখন আমি ভাবতে থাকলাম, এই শহরে আমাকে অনেক বড় কিছু হতে হবে৷ তাই জীবনের দরকারে নিজের স্বপ্নটা তৈরি করে ফেললাম,আর সেই স্বপ্নের পিছনে দু পা দিয়ে ছুটে চলা শুরু।
এই শহরে হাজারো স্বপ্নের ভীড়ে, স্বপ্ন পূরন অনেকটা ঐ দূরের মরিচীকার মতো। যার কাছে যাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু কাছে গেলে অস্তিত্বই হারিয়ে যায়। স্বপ্ন পূরণ যখন জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়, জীবন তখন সেই স্বপ্নের মাঝে হারিয়ে যায়,বাস্তবে তখন হয়তো তার অস্তিত্ব থাকে কিন্তু জীবন তার পরে থাকে কল্পনায়।
স্বপ্নের পূরণ করতে গিয়ে জীবন যখন হেরে যায়,তখন জীবন তার মায়া ত্যাগ করে,আর এই শহরে তার স্বপ্ন এতিম হয়ে ঘুরে বেড়ায় শহরের ইট পাথরের দেয়াল ঘেঁষে।
তাহলে জীবনের মানে স্বপ্ন পূরণ নাকি আমাদের বেঁচে থাকা স্বপ্নের উপর ভিত্তি করে। যেখানে এই স্বপ্ন পূরণের জন্য সন্তানকে নিজ দেশ ত্যাগ করতে হয়,স্বপ্ন পূরণের জন্য নিজ পরিবার থেকে দূরে থাকতে হয়, আবার এতো ত্যাগের পরেও স্বপ্ন পূরণ না হলে জীবনটাই বৃথা হয়ে যায়,তাহলে কি দরকার এই স্বপ্নের? স্বপ্ন ছাড়া কি মানুষ বাঁচে না? নাকি স্বপ্ন না থাকলে জীবন চলবে না?
যা আছে, যেভাবে আছে, থাক না সেভাবেই। জীবন যা হতে চায় দেই না হতে,মন যা করতে চায় দেই না করতে। সবাই ডাক্তার হলে, ডাক্তারের মূল্য থাকবে না, কারন তখন রোগী তো থাকবে না,ডাক্তার কি করবে হাসপাতালে?
জীবনটা ইতিবাচক করি,মানসিকতাটা সৎ করি,মনটা অনেক বড় করি,ভাবনা গুলো নতুন করে শুরু করি,জীবনটাকে শুধু নিজের না করে পুরো পৃথিবীটাই নিজের করে নেই, জীবন তবে বদলে যাবে,সমাজ বদলে যাবে,তুমি বদলে যাবে, বদলে যাবো আমিও।
১৪টি মন্তব্য
মনির হোসেন মমি
যা আছে, যেভাবে আছে, থাক না সেভাবেই। জীবন যা হতে চায় দেই না হতে,মন যা করতে চায় দেই না করতে। সবাই ডাক্তার হলে, ডাক্তারের মূল্য থাকবে না, কারন তখন রোগী তো থাকবে না,ডাক্তার কি করবে হাসপাতালে?
কথা মন্দ কন নাই।জীবন যে ভাবে কাটে কাটুকনা।কী দরকার ক্ষণস্থয়ী স্বপ্নে বিভোর থাকা। খুব ভাল লাগল।
রাফি আরাফাত
অনুপ্রেরণা ভাই। ভালো থাকবেন
দেবজ্যোতি কাজল
জীবনের ওঠা-নামাই জীবন ।
যা ঘটছে ঘটতে দাও ।
যা ঘটেছে , তা ঘটারই কথা ছিল ।
যা ঘটবে তা কেউ জানে না , তাই ভয় পাওয়ার বা আনন্দ পাওয়ার কিবনেই ।
রাফি আরাফাত
আপনার মন্তব্য পরে নিজের লেখা ভুলে গেছি৷ অসংখ্য ধন্যবাদ ভাই
সুপায়ন বড়ুয়া
যা ঘটার তা ঘটবেই
জীবন চলে জীবনের নিয়মে
তাই চলতে দাও।
হতাশ হয়ো না বন্ধু
শুভ কামনা।
রাফি আরাফাত
জি ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই।
সাবিনা ইয়াসমিন
জীবনটা ইতিবাচক করি,মানসিকতাটা সৎ করি,মনটা অনেক বড় করি,ভাবনা গুলো নতুন করে শুরু করি,জীবনটাকে শুধু নিজের না করে পুরো পৃথিবীটাই নিজের করে নেই, জীবন তবে বদলে যাবে,সমাজ বদলে যাবে,তুমি বদলে যাবে, বদলে যাবো আমিও।…. এমন শুদ্ধতা নিয়ে যদি সবাই ভাবতে পারতাম, তাহলে স্বপ্নের পিছনে ছুটতে হতো না কারোই। কিন্তু ভাবিনা, ভাবতে পারি না। স্বপ্ন গুলো নিজের অহমিকা নিয়ে আরও দূরে সরে যেতে থাকে, আর আমরা নামি স্বপ্ন পুরণের প্রতিযোগিতায়।
খুব ভালো লিখেছো রাফি।
ভালোবাসা নিও ❤❤
রাফি আরাফাত
হুম আপু,আমরা এখন এমন ভাবে ভাবতে পারছি না,চাইলেও হয়তো সমাজের নিয়মে আটকা পরছে।
অসংখ্য ধন্যবাদ আপু। অনেক অনেক অনেক ভালো থাকো, আর ভালবাসা থাকলো।
সঞ্জয় মালাকার
যা ঘটার তা ঘটবেই
জীবন চলে জীবনের নিয়মে
তাই চলতে দাও।
স্বপ্ন পূরণ হোক শুভ কামনা।
রাফি আরাফাত
জি ভাই। হোক না, যা হতে চায়। অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
তাহলে জীবনের মানে স্বপ্ন পূরণ নাকি আমাদের বেঁচে থাকা স্বপ্নের উপর ভিত্তি করে?
এতো ত্যাগের পরেও স্বপ্ন পূরণ না হলে জীবনটাই বৃথা হয়ে যায়,তাহলে কি দরকার এই স্বপ্নের? স্বপ্ন ছাড়া কি মানুষ বাঁচে না? নাকি স্বপ্ন না থাকলে জীবন চলবে না?
প্রশ্ন গুলোর উত্তর দেওয়া শুধু কঠিনই নয় অসম্ভব বটে। ঘটন অঘটন যাই ঘটুক জীবনটা ইতিবাচক ,মানসিকতাটা সৎ ,মনটা অনেক বড় ,ভাবনা গুলো নতুন করে শুরু, জীবনটাকে শুধু নিজের না করে পুরো পৃথিবীটাই ভাবতে পারলেই দেশ ও নিজের জন্য সত্যিই কিছু করা সম্ভব
রাফি আরাফাত
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
জীবনে ইতিবাচক স্বপ্ন দেখতে হবে, এরপর সেই সব স্বপ্নকে বাস্তব করার পদক্ষেপ নিতে হবে।
লেখাটি একটু বেশিই ভাল লেগেছে রাফি,
শুভ কামনা।
রাফি আরাফাত
খুবই ভালো লাগলো!! সবসময় ভালো থাকবেন আর ভালবাসা নিবেন!
শুভ কামনা