আমার কলম চলে না , থেমে থেমে যায় ,
সময়ের সাথে সাথে মনের রঙও দিব্ব্যি উড়ে যায় কর্পূরের মতো ।
ধূসর বাতাস বয়ে নিয়ে বেড়ায় মরুভূমির অভিশাপ ,
তবুও হাসি মুখে বলে যায় , এইতো ভালো আছি ।
ধ্বংসযজ্ঞের সূচনা, একেবারে নাকে এসে ঠেকেছে বারুদের গন্ধ ,
সকলের পরিমিতিবোধ যেন শুন্যের কোঠায় ।
নাসারন্ধ্রে ছিপি আঁটকে চলি, পাছে যদি বিবেক ঢুকে পড়ে মস্তিষ্কে ?
খুব সাবধানে গা বাঁচিয়ে চলি ।
মুখে গনতন্ত্র, মগজে স্বৈরাচার ,
আমি কার , কে কাহার ?
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম ।
” ধূসর বাতাস বয়ে নিয়ে বেড়ায় মরুভূমির অভিশাপ ,
তবুও হাসি মুখে বলে যায় , এইতো ভালো আছি ” ——– এভাবেই বলি আমরা , ভালো আছি ।
ছোট সুন্দর কবিতায় অনেক ভালো লাগা ।
ওয়ালিনা চৌধুরী অভি
আব্বা … অনেক অনেক ধন্যবাদ
ব্লগার সজীব
আমি ও আমরা ভালো লেগেছে অনেক ।
ওয়ালিনা চৌধুরী অভি
অসংখ্য ধন্যবাদ
শিশির কনা
মস্তিষ্কে বিবেককে ঢুকতে দেয়া যাবে না , তাহলে বেঁচে থাকাটা দুর্বিষহ হয়ে যাবে । সুন্দর কবিতা ।
ওয়ালিনা চৌধুরী অভি
্ধন্যবাদ
আদিব আদ্নান
বিবেককে কি আমরা সত্যি বাঁধা দিতে পারব?
সুন্দর লিখেছেন ।
ওয়ালিনা চৌধুরী অভি
সেটা তো আর সম্ভব না … আপনাকে ধন্যবাদ
খসড়া
আমি কার তুমি কার আমরা সবাই দাস ক্ষমতার।
নিশিথের নিশাচর
ভালো লাগলো কবিতা টা । শুভ কামনা ।
সিহাব
আমি কার, কে কাহার ! – অনেক সুন্দর এক লাইন…অনেক সুন্দর হয়েছে কবিতা… (y)
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে , এখানে লেখার জন্য ।
শত সাবধানতার মাঝেও আমরা কিন্তু গা বাঁচাতে পারি না ।
লিখবেন নিয়মিত ।
বনলতা সেন
আপনি প্রথম এসেই মনের লথা বলে ফেললেন দেখছি ।
চালু থাকুন , সাথে আছি ।