বাবা একটি রূপোলী চেইনের ঘড়ি পরতেন,
বারবার পিছিয়ে যেতো যার কাঁটা
রোজ বাইরে বেরুবার আগে নব্খানি একপাক ঘুরিয়ে
মিলিয়ে নিতেন সময়
একজোড়া ক্ষয়ে যাওয়া জুতোয় কালির প্রলেপে
পথ চলেছে বহুকাল
তিনটে শার্ট আর দুটো প্যান্টে চলে গেছে
অর্ধেক জীবন
বাবার প্যান্ট-শার্টগুলো ছোট হয়ে যেতো না,
ছিঁড়ে যেতো না, কিংবা মলিনও হতো না কখনোই
খুব যত্নে ধুয়ে জল ঝরিয়ে, বাইরে মেলে দিতেন
চিকন নাইলনের রশিতে সেগুলো পত্পত্ করে উড়তো
যেন স্বাধীনতার পতাকা ওড়ে বাতাসে
পৃথিবীভর্তি খারাপ মানুষের ভিড়ে বাবা ভাল মানুষ ছিলেন
মরবার অপেক্ষা করতে করতে একদিন মরে যায় বাবা
যাবার আগে চারিপাশ জুড়ে রেখে গেছেন
শুধুই না থাকা, বাবার না থাকা।
আমি আজ বাবার কথা ভাবছি।
রিমি রুম্মান
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
১৭টি মন্তব্য
অনিকেত নন্দিনী
পুরো লেখা জুড়ে পিতৃহারা এক সন্তানের হাহাকার আর বাবার জন্য ভালোবাসা।
তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন।
রিমি রুম্মান
সকলের দোয়ায় ভালো থাকুক আমার প্রানপ্রিয় বাপজান।
নিহারীকা জান্নাত
বাবারা মনে হয় এমনই হন। 🙁
রিমি রুম্মান
বাবারা আসলেই এমন। সকল বাবার প্রতি শ্রদ্ধা…
ইঞ্জা
বাবাকে মনে পড়ছে আজ ভীষণ ভাবে।
রিমি রুম্মান
আহা রে, আমারও । একদিন অন্য অনেকের মতন আমারও একজন বাবা ছিল, মাথার উপর ছায়া ছিল ! 🙁
ইঞ্জা
বাবার সাথে সাথে ভাই বোন সবাই দূরে সরে গেল।
ছাইরাছ হেলাল
ভাল বাবারা এমন হুট করেই চলে যায়,
ফেলে রেখে যায় একবুক কান্না,
রিমি রুম্মান
বাবা ভাল থাকুক অন্যলোকে …
জিসান শা ইকরাম
কবিতায় এক বাবার মুখ দেখলাম,
এমন বাবাকে শ্রদ্ধা অনেক অনেক।
রিমি রুম্মান
আমার একমাত্র আপু বাংলায় পড়েছে। সে আক্ষেপ করে বলে, ” একই বাবা তো আমারও । আমি কেন এমন করে লিখতে পারিনা !” 🙁
শুন্য শুন্যালয়
এতো ভালো কেমন করে লেখো আপু?
পৃথিবীর সব বাবা আর তার সন্তানরা যদি তোমাদের মতো হতো!!!
রিমি রুম্মান
সন্তানদের অনুভূতিগুলো হয়তো একই হয়।
শুধু প্রকাশের ধরনটা ভিন্ন হয়।
নীলাঞ্জনা নীলা
রিমি আপু মনটা উদাস হয়ে গেলো।
ভালো থাকুক বাবা ওই পৃথিবীতে।
ভালো রেখো তুমিও নিজেকে। -{@
রিমি রুম্মান
ভালো আছি, ভালো থেকো… -{@
মৌনতা রিতু
বাবাকে খুব আবেগে মনে করেছো।
ভাল লাগা রইলো।
রিমি রুম্মান
ভালো থেকো, নিরাপদ থেকো।