আমি আজ বাবার কথা ভাবছি

রিমি রুম্মান ৪ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার, ০৩:০০:৪২অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

বাবা একটি রূপোলী চেইনের ঘড়ি পরতেন,
বারবার পিছিয়ে যেতো যার কাঁটা
রোজ বাইরে বেরুবার আগে নব্‌খানি একপাক ঘুরিয়ে
মিলিয়ে নিতেন সময়
একজোড়া ক্ষয়ে যাওয়া জুতোয় কালির প্রলেপে
পথ চলেছে বহুকাল
তিনটে শার্ট আর দুটো প্যান্টে চলে গেছে
অর্ধেক জীবন
বাবার প্যান্ট-শার্টগুলো ছোট হয়ে যেতো না,
ছিঁড়ে যেতো না, কিংবা মলিনও হতো না কখনোই
খুব যত্নে ধুয়ে জল ঝরিয়ে, বাইরে মেলে দিতেন
চিকন নাইলনের রশিতে সেগুলো পত্‌পত্‌ করে উড়তো
যেন স্বাধীনতার পতাকা ওড়ে বাতাসে
পৃথিবীভর্তি খারাপ মানুষের ভিড়ে বাবা ভাল মানুষ ছিলেন
মরবার অপেক্ষা করতে করতে একদিন মরে যায় বাবা
যাবার আগে চারিপাশ জুড়ে রেখে গেছেন
শুধুই না থাকা, বাবার না থাকা।
আমি আজ বাবার কথা ভাবছি।

রিমি রুম্মান
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

১জন ১জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ