তোমায় চিঠি আমি লিখলাম না
আমার হাতের লেখা যে ভাল না
তোমায় ফোন আমি করলাম না
আমার কান্না জড়ান কন্ঠ তুমি হয়ত বুঝবে না
শুধু দুর থেকে অনুভব করার চেষ্টা কর,
আমার হৃদয়ের স্পন্দন।
হয়ত তুমি ভালবাসা খুজে পাবে
আমার হৃদয়ের গভীর রক্ত প্রবাহে
তখন তুমি আসতেও পার
আমার কাছে ফিরে।
তখন তুমি দেখতে পাবে
হাজার চিঠি লেখা আছে আমার হৃদয়ে
তুমি তুমি শুনতে পাবে
হাজার না বলা কথা,
আমার হৃদয়ের অন্ত স্রোতের মাঝে।।
৬টি মন্তব্য
খসড়া
ভাল লাগল।
প্রহেলিকা
ভাল লাগল।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে।
সঠিক ভাবে বিভাগ নির্বাচন করুন
আপনার লেখা খুঁজে পেতে বিভাগ নির্বাচন খুব জরুরী
এটি কবিতা হলে, কবিতা বিভাগ সিলেক্ট করুন।
আবু জাকারিয়া
কিছুদিন ধরে বিভাগ নির্বাচন করার অপশন আসছে না। আমি বেশিরভাগ সময়ে ফোন দিয়ে ব্লগ ব্যবহার করি।
জিসান শা ইকরাম
সঞ্জয়ের পোষ্ট টি পড়েছেন?
ডেস্কটপ ভিউতে তো সব আসার কথা।
আবু জাকারিয়া
পরবর্তিতে চেষ্টা করব, পরার্শের জন্য ধন্যবাদ।