আমার হৃদয়ের না বলা কথা

আবু জাকারিয়া ৯ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ০৩:৫৮:৩৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

তোমায় চিঠি আমি লিখলাম না
আমার হাতের লেখা যে ভাল না
তোমায় ফোন আমি করলাম না
আমার কান্না জড়ান কন্ঠ তুমি হয়ত বুঝবে না
শুধু দুর থেকে অনুভব করার চেষ্টা কর,
আমার হৃদয়ের স্পন্দন।
হয়ত তুমি ভালবাসা খুজে পাবে
আমার হৃদয়ের গভীর রক্ত প্রবাহে
তখন তুমি আসতেও পার
আমার কাছে ফিরে।

তখন তুমি দেখতে পাবে
হাজার চিঠি লেখা আছে আমার হৃদয়ে
তুমি তুমি শুনতে পাবে
হাজার না বলা কথা,
আমার হৃদয়ের অন্ত স্রোতের মাঝে।।

৫৮৯জন ৫৯৪জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ