মনের পাখি

মেহেরী তাজ ৩ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১০:৫৩:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

বিকেল করে প্রতিদিন জানালার পাশে একটা চেয়ার পেতে বসে থাকি। দুচোখ মেলে জানালার গ্রিলের ফাঁকে চেয়ে দেখি লালচে আকাশের দিকে। আমার সূর্যাস্ত দেখতে ভালো লাগে না। তাও কেন দেখি জানি না। নিজেকে কষ্ট দেওয়ার এক অসম ইচ্ছা। অথবা হতে পারে সেটা জেদ। কিন্তু আমি ঠিক জানি না সেটা আসলে কি!

আমার বসে থাকা চেয়ারটা থেকে যখন ঐ বিশাল নীলচে সাদা বা লালচে আকাশটার বুকে কোন ছোট্ট পাখি দেখি মনটা খুব খুশি হয়ে ওঠে। তখন ইচ্ছা করে তুলে ফেলি ঐ স্বাধীন পাখিটার ছবি। কিন্তু  আমার কোন ভালো ক্যামেরা নাই। থাক ক্যামেরার চেয়ে ছবি জমিয়ে রাখার ভালো জায়গা হলো আমার মন। মনের কোন এক কোণে ছবি হয়ে থাকবে ঐ নীল বা সোনালী আকাশ আর ঐ ছোট্ট পাখিটা। দেখতে দেখতে পাখিটা মিলিয়ে যায় দূর আকাশে।

আচ্ছা আমি তো প্রতিদিন অনেক অনেক পাখি দেখি এত পাখির বাড়ি কই? ওরা প্রতিদিন যে এতো এতো ওড়ে ওদের কি ক্লান্তি আসে না? উড়তে উড়তে কি ওদের কখন ও মনে হয় না *আর পারছি না*এবার ঠিক ওড়া ছেড়ে দেবো! আচ্ছা ওরা কি কষ্ট পায়? কষ্ট পেলে ওরা কি করে? কোন নির্জন গাছ বা উচুঁ কোন টাওয়ারে বসে কান্না করে? না কি ওরাও ও আমার মত কান্না চেপে রাখতে পছন্দ করে?

১৩০৫জন ১৩০৩জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ