*কে ডাকে আমায় দূর বহুদূর থেকে? ও তুই? দুস্টু পাজি হাড়কালা নিদ্রাবাসি! শুভজন্মদিন ভোর।
-কিন্তু আজ তো আমার জন্মদিন নয়।
*আমিতো প্রতিদিন তোর নতুন করে জন্ম দেখি। জন্ম দেই তোকে বিভাবরীর প্রথম আলোয়। কচি গালে টুক করে একটা হামি দেই পরিশুদ্ধ পবিত্রতায়।
ডিগ্রী চল্লিশ পেরুলেই, জড়িয়ে নেই তুলোর মত অইযে তোর মেঘলা শরীর। ছেঁকে তুলি রাতের পাপে জন্ম নেয়া তোর শরীরের রক্ততিলকগুলো।
-বা রে আমি বুঝি বড় হবোনা!!
*পুরুষ কখনো বড় হয় বুঝি? সপ্তখুনী ডাকু পৃথিবীটা কাঁপিয়ে এসে গলে যায় নারীর পদস্পর্শে। অবুঝ শিশুর মতই খোঁজে চুলের ভাজে ভাজে আঙ্গুলের কুরুশ বুনোন। বুড়ো হয়ে যাবি কোনদিন ভোর, বয়স হবে কএক লক্ষ কোটি, তবে বড় হবিনা।
আহ্লাদে পরিপাটি চিরুনি বুলাবো, রোদের পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ছুঁয়ে বলবো, বিদায়। আবার ফিরে আসিস নিঃশব্দের পা টিপে টিপে, ধা করে পেছন থেকে জড়িয়ে নিস দুইবাহুর পাখনা মেলে। আমি অপেক্ষা করবো এক শরতের, যেখানে শুকনো পাতার মত শিশিরকণা ঝরবে তোর দুই পথের ধারে।
যদি ঘুম হয় স্বপ্লমেয়াদী মৃত্যু, আমার দীর্ঘমেয়াদী বেঁচে থাকবার একটাই নাম, ভোর।
৬১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ডাকুরা ধন্য হয় এই মিহি পদস্পর্শে।
আহহা, কী জানি কী হয়!!
ভোর বাঁচুক কাছিম জীবন নিয়ে।
শুন্য শুন্যালয়
ডাকুর মন বোঝা বড় কঠিন, কি সে যে ধন্য হয়!! আমিও চিন্তায় আছি কী জানি কী হয় 🙂
ভোর বাঁচবে জনম জনম ভোরের জীবন নিয়ে। -{@
খসড়া
আপূর্ব কবিতা সকালটাই সুন্দর হয়ে গেল।
শুন্য শুন্যালয়
এত সুন্দর মন্তব্যে আমার সকালও সুন্দর হয়ে গেছে আপু।
এইচ এম রিপন
স্বপ্লমেয়াদী মৃত্যুর পর সুন্দর লেখা পড়ে ভালই লাগলো 🙂
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ আপনাকে রিপন।
অরুনি মায়া
ওওওও তোমার ভোর যে একটা পুরুষ তাতো জানতামনা :p।
আজ বুঝলাম এত প্রেম কোথা হতে উদয় হয় :p
প্রতিটি নতুন ভোরের আবীরে প্রতিবার নতুন করে রঙীন হও এই কামনা করি, আমার প্রিয় শুন্যাপু কোথাকার 🙂
শুন্য শুন্যালয়
হা হা, বলতো মায়াপু প্রকৃতির মধ্যে কেউ নরনারীকে খুঁজে বেড়ায় কেন? সুন্দর ফুল পেলে খোঁপায় গোজে কেন? মালা গড়ে গলায় ঝুলায় কেন?
প্রেমের উৎপত্তি কোথা থেকে যে উদয় হলো কে জানে, কী করে কেউ জানতে পেলো, এই তোমার অর্ধেক অংগ, একেই তোমার ভালোবাসতে হবে। কী জানি কিভাবে।
প্রিয় দুস্টু মায়াপু কোথাকার, ভাল থেকো, আমার রঙের একটু অংশ তোমায় দেব। (3
অরুনি মায়া
ওহহো তোমারে আমি এইখানে অভিনন্দন না জানিয়ে জিরাফের পোস্টে লাফালাফি করলাম |
তোমার একশো বছর হল এই পোস্ট দিয়ে আর আমি কিনা কিছুই লিখলাম না |
মাথা পুরাই ফাঁকা আপু তাই শুধু শুভেচ্ছা নাও ,শব্দের মালা উপহার দিতে পারলাম না প্রিয় বান্ধবী |
এই ফুল নাও ,আমার বাগানের গোলাপ -{@
শুন্য শুন্যালয়
আরে ব্যাপারনা, অইটাও আমারই পোস্ট।
কিছু তো দিলাই না, উল্টা আমার ভোরের দিকে নজর দিছো। তোমার সাহস দেখতাছি খালি। মাইরা ফালামু কইলাম। 🙁
আচ্ছা ফুল দিছো দেখতাছি। যাও এবারের মত মাফ দিলাম, সাবধান।
সালমা আক্তার মনি
খুব সুন্দর , সত্যিই সকাল টা সুন্দর শুরু হলো!
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ মনি। তবে আপনি অনেক ভাল লেখেন 🙂
জিসান শা ইকরাম
এই ভোর ৮ আসলো কিভাবে? কি সিরিজ লেখেন, আগা মাথা পাইনা। আপনার সব লেখা মনে করলাম আবার। সিরিয়াল নাই ভোরের। ১ থেকে ৮ নাম্বার কে দিবে? নাকি বুঝে নিতে হবে? এমনিতেই লেখা মাথার উপ্রে দিয়া যায় যায় অবস্থা। এখন শিরোনাম নিয়াও চিন্তা করাবেন আমাদের?
শুন্য শুন্যালয়
আমিতো শিরোনাম নিয়া বহুত চিন্তায় থাকি, আপনি জানেন 🙁 আর অংকেও আমি কাঁচাগোল্লা, তাও আপনি জানেন।
ধুপ কইরা ৮ আসছে, ভোরের আবার নাম্বার কি? আমারই তো ভোর, ওয়ান এন্ড অনলি। 🙂
আমার ভোর-৬ এর পর নূতন ভোর ছিল নাম্বার ৭ ( মনে মনে ), তাই এইটা নাম্বার ৮। 🙂
লেখা মাথার উপ্রে দিয়া গেছে নাকি? টেবিলে খাড়াইয়া পড়েন, আর যাইতো না।
জিসান শা ইকরাম
অংকে আপনি কাঁচা!! এক্সপার্টরা বিনয়ী হলে ভালোই লাগে।
ঠিকই বলেছেন, ভোরের আবার নাম্বার কি? আমারই তো ভোর, ওয়ান এন্ড অনলি………
না মাথার উপ্রেদিয়ে যেতে পারেনি।টেবিলে আর খাড়ান লাগেনি।
শুভ কামনা আপনার আর আপনার ওয়ান এন্ড অনলি ভোরের জন্য -{@
শুন্য শুন্যালয়
খুবই কাঁচা, অংক আমি মুখস্থ করে পরীক্ষা দিতাম। 🙂
শুভেচ্ছা ভোরকে পৌঁছে দিয়েছি। -{@
রিমি রুম্মান
যদি ঘুম হয় স্বপ্লমেয়াদী মৃত্যু, আমার দীর্ঘমেয়াদী বেঁচে থাকবার একটাই নাম, ভোর___ লাইনটা ভীষণ মনে ধরসে
🙂
শুন্য শুন্যালয়
মন্তব্যটাও মনে ধরছে আপু। থাংকু 🙂
অনিকেত নন্দিনী
ভোর যে একজন পুরুষ তা জানলাম আর এও জানলাম পুরুষ কখনো বড় হয়না, কোটি বছরের বুড়ো হয়ে গেলেও না। 🙂
“যদি ঘুম হয় স্বপ্লমেয়াদী মৃত্যু, আমার দীর্ঘমেয়াদী বেঁচে থাকবার একটাই নাম, ভোর।” (y)
আমার ভোর ১-৭ খুঁইজ্যা পাইতাছিনা ;(
শুন্য শুন্যালয়
আপনি মনে হয় জিসান ভাউরে সাথে নিয়া খুঁজতাছেন, তাইলে আর এই গেবনেও খুইজ্জা পাইবেন না। 🙂
জানার কি শ্যাষ আছে? ভোরই তো ঠিকমতো জানেনা। আপনার অংকে কাঁচা ছাত্রের মত বলে, বুঝিয়ে বলো 🙂
অনিকেত নন্দিনী
নাগো বইনে, কাউরে ললগে লইয়া খুঁজি নাই। তয় আইজ বাসায় গিয়া মাথায় কদুর তৈল দিয়া মাথা ঠান্ডা বানায়া আবার খুঁজমু। 😀
জানার আসলেও শ্যাষ নাই। বুইড়া হইয়া গেছি হেরপরেও কত্ত কিছু যে জানিনা! ;(
শুন্য শুন্যালয়
নাম্বার খোঁজার লইজ্ঞা এত্ত কষ্ট। ইশ রে !!
আমিও তো বুড়ি, এখনো কিচ্ছু জানিনা 🙁
ছাইরাছ হেলাল
আপনার ডাকুখানা তো মারাত্মক,
আরও একটু ছবি দেখালে পারতেন,
শিশিরে এগিয়ে এগিয়ে দেখালেন ভোরের অনুপম সৌন্দর্য,
ভোর নিয়ে লেখা গুলো অন্য সব ভাল লেখার মধ্যেই আরও ভাল বলতে চাই,
যদিও লেখা কোন ব্যাপার ই না, তা তো জানাই আছে।
শুন্য শুন্যালয়
লেখা কোন ব্যাপারই না, তাতো দেখতেই পেলাম। চেয়ার টেবিল জোগাড় করে ফেলেছেন বুঝি? তাও আবার এত্ত এত্ত লাইন!!
ছবি দেখতে আপনি চাইতেই পারেন না, ও আপনার জন্য ঠিক হবেনা, অদল এর সাথে বদলের সম্পর্ক রে ভাই, আইজ পর্যন্ত কোন ছবিই দেখান নি।
আমার ডাকুখানা আসলেই মারাত্মক আবার সুবোধও।
এক লাইনও মাথায় ছিলোনা লিখতে বসার আগে, তাই সন্দেহ ছিল আপনাদের ভাল লাগবে কিনা। অবশ্য খারাপ লাগলে তো আর বলবেন না, ভয় পান যে।
মোপাইলে কই?
অন্তরা মিতু
আমিতো প্রতিদিন তোর নতুন করে জন্ম দেখি………
শুন্য শুন্যালয়
আপনি আবার কার নতুন করে জন্ম দেখেন?
অন্তরা মিতু
মুগ্ধ এবং মুগ্ধ হলাম….. অধিক শোকে পাথর এর মতো, অধিক মুগ্ধতায় স্তব্ধ!
শুন্য শুন্যালয়
হা হা হা, বুঝতে পেরেছি জবা চা লাগবে :p
মারজানা ফেরদৌস রুবা
যদি ঘুম হয় স্বপ্লমেয়াদী মৃত্যু, আমার দীর্ঘমেয়াদী বেঁচে থাকবার একটাই নাম, ভোর। (y)
শুন্য শুন্যালয়
থাংকু আপু। 🙂
জিসান শা ইকরাম
আপনার এই ভোর তো দেখছি কিছুটা চঞ্চল, কিছুটা শিশুসুলভ
শিশিরকনার উপমায় স্নিগ্ধ সতেজ একটি ভোরকে দেখালাম আপনার লেখায়
ভোর অবলম্বন হোক আপনার বেঁচে থাকার
শুভকামনা।
এমন ভোর আমিও দেখতে চাই।
শুন্য শুন্যালয়
ভোর কখনো গম্ভির, কখনো চঞ্চল, কখনো দায়িত্ববান, কখনো শিশুসুলভ। ভোরের সব রূপকেই আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করি ভাইয়া। কতটা পারি তা আপনারা বলতে পারবেন।
ভোর আমার একমাত্র অবলম্বন। শততম পোস্টে তাই ভোর ছাড়া অন্যকিছু আসেনি।
আপনি দেখেন নিশ্চয়ই, হয়তো আমাদের দেখাতে চাননা। জানি 🙂
জিসান শা ইকরাম
ভালোই তুলে ধরতে পারছেন।
ভোর আপনার একমাত্র অবলম্বন জেনে ভালো লাগলো,
প্রতিদিন এমন ভোর আপনার কাছে আসুক এই কামনা করি আন্তরিক ভাবে।
আমিও দেখি তবে ভাব প্রকাশে আপনাদের মত পটু নই বলে দেখাতে পারিনা, এটি আমার সীমাবদ্ধতা,
সীমাকে অতিক্রম করার সাধ্য আমার নেই।
ভালো থাকুন সবসময় -{@
শুন্য শুন্যালয়
পটু হবার দরকার নেই, দেখতে পারলেই হলো।
ভোর অনেকের কাছেই যায়, দেখে। আপনার আন্তরিক কামনা সাথে রাখলাম। সীমাকে অতিক্রমের চেষ্টা করাও ভালোনা।
তবে সীমার মাপ আমরা নিজেরাই জানিনা। ভালো থাকুন সবসময় 🙂
জিসান শা ইকরাম
শততম পোষ্টের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা -{@ -{@ -{@
হয়ে গেলো ১০০ টি পোষ্ট 🙂
মনে হয় এই সেদিন এসে লেখা শুরু করলেন
চোখের সামনে দেখলাম শুন্য শুন্যালয়ের লেখক হয়ে যাওয়া
শুধু লেখা নয়, লেখার মাঝেই দেখলাম আপনার বিভিন্ন প্রতিভা
আরো কত প্রতিভা প্রকাশে বাকী আছে কে জানে।
সোনেলায় মনের ভাব প্রকাশ করে ভালো থাকুন,
ভালো রাখুন।
শুভকামনা রাশি রাশি -{@ -{@
শুন্য শুন্যালয়
এইতো সেদিন শুরু করেছি? কি বলেন? আমার তো মনে হচ্ছে জন্ম থেকে লিখছি। এত্তদিন পরে ১০০ পোস্ট, এই লজ্জাতেই মরি।
এগুলো প্রতিভা কিনা কে জানে, যা ইচ্ছে করে করি। কোনকিছুতে বেশি মন দিতে পারিনা। আপনাদের উপরই সব অত্যাচার চালাই, চালাবোও। ভালো রাখতে চাই, থাকতে চাই, পাশে চাই আপনাদের। ভালো থাকবেন।
শুভকামনা
জিসান শা ইকরাম
ফাটা ঢোলে শব্দ বেশি, আমি ভাই ফাটা ঢোল,তাই পোষ্টও বেশী
অত্যাচারিত হতে ভালো লাগে আমার, প্রতিভার স্বাক্ষর রাখুন নিয়মিত আমাদের মাঝে।
শুন্য শুন্যালয়
ফাটা ঢোল যে বাজাতে পারে, তাকে নিয়ে আরো আরো বিশ্লেষনের প্রয়োজন।
দেখি কতো সহ্য করতে পারেন 🙂
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু শততম পোষ্টের জন্যে অফুরান ভালোবাসা (3 আর ফুলেল শুভেচ্ছা -{@
তুমি মানুষটা আবেগী যেমন এবং তোমার লেখার ওজন অনেক। তোমার লেখার গভীরতায় ডুব না দিয়ে পারা যায়না।
শুধু কি লেখা? আমি অবাক হই একজন মানুষ এতো এতো কিছু কিভাবে পারে? গান, স্কেচ, ছবি তোলা এসব তো আছেই। আরোও আড্ডার মধ্যমণি, মন্তব্যের চূড়ামনি, আর অনেক ভালো মানুষের মধ্যে একজন।
ভালো রেখো আপু। আমি জানিনা হাসলে তোমায় কেমন লাগে, কিংবা কাঁদলে। শুধু এটুকু জানি তুমি ভালো থাকলে ভালো লাগে। -{@ 🙂
শুন্য শুন্যালয়
নীলাপু, তোমার মন্তব্যের জন্য অপেক্ষা করি, জানো তুমি?
এমনিতেই কাল ভারে হেলে পড়েছি, তুমি আরো ভার বাড়িয়ো না। এতকিছুর কিছুই না আমি। আর তুমি আমাকে ভাল মানুষ বলছো? আমিত ভেবেছি অন্তত তুমি আমাকে চিনতে পারবা :p
আমি সুরকার হলে ঠিক এই লাইন দুটোতে সুর দিয়ে ফেলতাম–
আমি জানিনা হাসলে তোমায় কেমন লাগে, কিংবা কাঁদলে।
শুধু এটুকু জানি তুমি ভালো থাকলে ভালো লাগে।
তুমি আছোনা আপু, ভাল না থেকে পারি কিভাবে! লাভু আপু। তুমিও ভাল থেকো
-{@ (3
নীলাঞ্জনা নীলা
তোমার জন্যে ভার আরোও আছে। সামনে সামনে দেখো না কতো কিছু হয়। তোমার লেখা পড়েছি আগেই। কিন্তু বসায় কষ্ট হচ্ছিলো তাই পারিনি মন্তব্য করতে।
আর বাড়িয়ে বলতে পারিনা। এ নিয়ে আমার বেশ সমস্যা আছে। যা ভালো লাগেনা, বলে দেই। তাতে কতো যে কি হয়।
অনেকেই এড়িয়ে চলে। তবে যারা আমায় চেনে, জানে কাছেই থাকে। পাশে তো অবশ্যই।
তোমার খারাপ একটাই নিজেকে অনেক আড়াল করে রাখো। আর মনের কষ্ট শেয়ার করোনা। যা আমি পছন্দ করিনা। আমার খুব আদরের একটা ভাই আছে, ওটা আমার বন্ধুও বটে। কিন্তু ও সবসময় হাসায়, হাসে, মজা করে। সেদিন বলেছি তোর মনের কথা আমায় শেয়ার না করলেও, কাউকে করিস।” তোমাকেও তাই বললাম।
অনেক ভালোবাসা। ভালো রেখো। -{@ (3
শুন্য শুন্যালয়
আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেলো, ও আমাকে একদিন মন খারাপ দেখে বলেছিল, তুমিতো লেখার চেষ্টা করো, মন খারাপ থাকলে লিখতে চেষ্টা করবে, দেখবে অনেক ভাল লেখা আসবে।
আমার একদম উল্টো আপু, আমার মন খারাপ থাকলে সব থমকে যায়, কিচ্ছু আসেনা লেখা। চেষ্টা করেছি অনেকবার, হয়না। এজন্যই মনে হয় আড়াল করে রাখি। আসলে উচ্ছ্বাসই পছন্দ আমার, চলুক যেমন চলছে। ভার না আপু, সবকিছু কেমন গুটিয়ে আসছে আমার। আমাকে একটু দোয়া করে ফুঁ টু দিয়ে দাও তো। ভালো থেকো নীলাপু। -{@ (3
ছাইরাছ হেলাল
শুরু হয়ে গেল নাকি?
শুন্য শুন্যালয়
কি? আপনার সাইফাই?
নাসির সারওয়ার
এইবার পাইছি –
“হে রমনী, তোমার পৃথিবী যেন অমাবস্যার রাত
হেতায় পুরুষ এনেছে সূর্য, যেন পূর্ণিমার চাঁদ।”
শুন্য শুন্যালয়
মানি আপনার কথা। কোন অভিযোগ নেই পুরুষের প্রতি। পুরুষের গলা ছাড়া একদম ঝুলতে পারিনা, আবার পুরুষের মুন্ডুপাত করবো সারাক্ষন, এমনটা ঠিক দ্বিমুখী মনে হয় আমার কাছে। দুজনকে ছাড়াই দুজনে অচল।
হুম হচ্ছে, এইতো দুই লাইন, এরপর আরো দু লাইন। একবারে অষ্টাদশী আমাদের না সইলেও অপেক্ষায় থাকিই আমরা।
পুরুষ নমঃ।
মোঃ মজিবর রহমান
এতো কিভাবে আবিস্কার কর হে গুনি,
বিকেল গেল রাত হলে এবার ভোর হল সঙ্গী।
হ্রিদয়স্পরশী লেখাখানি মনভরিয়ে
আবেগি করে তোলে
মনের অজান্তেই পড়ে ফেলি
খুব মন ছুয়ে গেল দিদি।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ মজিবর ভাই। যা ছাইপাশ লিখি তাই-ই আনন্দে গ্রহণ করেন, এটাই আমার পাওয়া। ভালো থাকুন।
আবু খায়ের আনিছ
পুরুষ কখনো বড় হয় বুঝি? সপ্তখুনী ডাকু পৃথিবীটা কাঁপিয়ে এসে গলে যায় নারীর পদস্পর্শে।——- আপু আসলেই তাই নাকি? মাঝে মধ্যে লেখা টেবিলের উপ্রে খাড়াইয়াও ধরতে পারি না।
শত তম পোষ্টের শুভেচ্ছা, বাকিটুকু হেলাল ভাই এর পোষ্টে।
শুন্য শুন্যালয়
আসল নকল কেউ এখনো বের করতে পারেনি, পারবেওনা। সম্পর্ক কঠিন ব্যাপার।
নিজে লিখলে ঠিক বোঝা যায়না কতটা কঠিন। তবে চেষ্টা করি সহজ করে লেখার জন্য। ধন্যবাদ আপনাকে আনিছ।
আবু খায়ের আনিছ
ধন্যবাদ আপু।
মৌনতা রিতু
প্রথমে একবার পোড়লাম,বুঝতে সময় লাগলো,দ্বিতীয়বার পড়লাম,একটু বুঝলাম।তৃতীয়বার কিছুটা অবলিলায় বুঝলাম।
এতো ভারী লেখা!চমৎকার।
শুন্য শুন্যালয়
এরকম লেখা একবারের জায়গায় দুইবার পড়াই আমার জন্য বেশি। অনেক ধন্যবাদ আপনাকে রিতু আপু সুন্দর মন্তব্যের জন্য।
অপার্থিব
ভাল লেগেছে লেখা ।একেবারে বাউন্ডারী হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। (উইকেট ব্যাটিং সহায়ক না বোলিং সহায়ক তা অবশ্য বুঝতে পারছি না তবে যেহেতু নো মডারেশন ব্লগ মনে হচ্ছে ব্যাটিং সহায়ক :D) ব্লগের অনার্স বোর্ডে নাম লেখানোয় অভিনন্দন…
শুন্য শুন্যালয়
ব্যাটিং সহায়ক হলে কি হবে, আমি ইমরুল কায়েস টাইপের ব্যাটসম্যান। আড়াইবছর লাগাই দিছি সেঞ্চুরি করতে। তবে সেঞ্চুরির আনন্দই আলাদা টেস্ট হোক কিংবা ওয়ান ডে।
অভিনন্দনের জন্য অনেক ধন্যবাদ অপার্থিব।
ব্লগার সজীব
ভোরের এই পর্বটি কেন জানি আমার কাছে বেশি ভাল লাগলো। আমি স্বপ্ন বানাই। একদিন ঠিক কুয়াশার চাঁদর ফেলে দিয়ে শিশিরের স্নিগ্ধতায়
আপনার জানালায় ঠক ঠক করে নক করে বলবো, আমি ভোর, এখনো ঘুমাচ্ছেন আপু? 🙂 দেখা যাবে সেদিন আপনার ঘুমই ভাঙবে সুর্য ওঠার পরে :p
সেঞ্চুরী পোষ্টের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে। অক্ষর শব্দ যদি হিসেব করি, তাহলে আপনার পূর্বের পোষ্ট এবং অন্যের লেখায় আপনার মন্তব্য এবং প্রতি মন্তব্য নিয়ে সেঞ্চুরী পোষ্ট আপনি বহু পূর্বেই দিয়ে ফেলেছেন। মুলত সবাইকে উৎসাহ দিতে গিয়ে যে পরিমান সময় আপনি দিয়েছেন, তাতে আপনার পোষ্ট এখন ৩০০ অতিক্রম করতো।
আমার কাছে সোনেলা এবং শুন্য শুন্যালয় সমার্থক হয়ে গিয়েছে। শুন্য শুন্যালয় ব্যাতিত সোনেলাকে আমি কল্পনাতেও আনতে পারিনা। আমার মত অ-পদার্থের হাবিজাবি লেখায় আপনি যেভাবে উৎসাহ দিয়েছেন, তার তুলনা নেই। যে শ্নেহ আপনি আমাকে দিয়েছেন, যতদিন বেঁচে আছি, কৃতজ্ঞতার সাথে মনে রাখবো আপু -{@ -{@
শুন্য শুন্যালয়
বাহ্ জ্ঞানী সজীব দেখে কবিদের মত করে কথা বলছে। 🙂 আমার ভোর, আমি ঘুমিয়ে গেলেও আমার জন্য অপেক্ষা করবে, সেদিন আর সকালই হবেনা 🙂
আমাকে এত লজ্জা দিচ্ছেন কি মনে করে? এইভাবে ৩০০ করে লাভ হবেনা গো ভাউ, ৩০০ করতে এখনো ২০০ পোস্ট বাঁকি। 🙁
মনে অবশ্যই রাখবেন, বিয়ের ঘটক কে কেউ ভোলে? আজীবন পদে পদে তাকে স্মরন করে 😀
জিসান শা ইকরাম
তা আপনার এত সুন্দর ভোরকে রেখে আপনি ভাগোয়াট হলেন কোথায় ? 🙂
শুন্য শুন্যালয়
এরপর থেকে সাথে করেই ভাগোয়াট হতে হবে, নইলে ছিনতাই হয়ে যাবে। 🙂
স্বপ্ন
অনেকদিন পরে সোনেলায় এসে আপনার ভোরকে দেখলাম। ভোর কোনোদিন বুড়ো হবেনা? ভোরের পোষ্ট গুলো স্নিগ্ধতায় মোড়ানো থাকে।
শততম পোষ্টের জন্য অভিনন্দন আপু।
শুন্য শুন্যালয়
এই মন্তব্য আগে দেখিনি কেন? স্বপ্ন -ভোর কখনো বুড়ো হয় কি?
কেমন আছেন স্বপ্ন? আর মিথুন?
ব্যস্ততায় আসা হচ্ছেনা বেশ কিছুদিন। অপেক্ষা করছি শীঘ্রই গুছিয়ে উঠবার। স্নিগ্ধ ভোরের শুভেচ্ছা আপনাকে।