ঘুমাবো আমি, বড্ড ঘুম পাচ্ছে
শরীর অবসন্ন, চোখের পাতা যেন
ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে।
কে যেন ঘুমপাড়ানি গান শোনাচ্ছে
বড্ড ঘুম পাচ্ছে আমার
বড্ড ঘুম পাচ্ছে।
সময় হয়েছে আমার ঐ চিরনিদ্রার
ঘুমিয়ে পড়বো একসময় আমি
যখন ওপারের ডাক পরবে আমার।
মনে হয় ওপার থেকে ডাক আসছে
বড্ড ঘুম পাচ্ছে আমার
বড্ড ঘুম পাচ্ছে।
ঘুমিয়ে পরবো যখন ঘুমের নেশায়
কেউ কাঁদবে কেউ সাজাবে পালকি
কেউ বলবে দেহখানা নিয়ে যাও চিতায়।
ঘুমে রেখেই চিতায় নিয়ে যাচ্ছে
বড্ড ঘুম পাচ্ছে আমার
বড্ড ঘুম পাচ্ছে।
স্বাদের বাড়ি শখের নারী অজস্র সম্পদ
সবকিছুই পড়ে থাকবে শুধু
আমিই হয়ে যাবো লাশ আর আপদ।
সব ছেড়ে ঠিকানা চিতায়ই হচ্ছে
বড্ড ঘুম পাচ্ছে আমার
বডড ঘুম পাচ্ছে।
নিতাই বাবু
০৯/০৮/২০১৮ইং
প্রথম প্রকাশ ফেসবুক
ছবি ইন্টারনেট থেকে।
১৪টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
বাহ ভাল লিখছেন শুভ কামনা
নিতাই বাবু
আমার যাবার সময় হয়েছে, তাই মনের টানে এই লেখাটা লিখলাম শ্রদ্ধেয় দাদা। আপনার সুন্দর মন্তব্যে আমার লেখাটা সূচিত হলো। আশা করি ভালো থাকবেন সবসময়।
মাহমুদ আল মেহেদী
না দাদা আপনি আরো অনেক লিখবেন আর আমরা পড়ব
মোঃ মজিবর রহমান
স্বাদের বাড়ি শখের নারী অজস্র সম্পদ
সবকিছুই পড়ে থাকবে শুধু
আমিই হয়ে যাবো লাশ আর আপদ।
ভালোই বলেছেন।
নিতাই বাবু
নিজের মনের টানে এই লেখাটা লিখলাম শ্রদ্ধেয় দাদা। একদিনতো সবারই চলে যেতে হবে! তাই এসব নিয়েই বেশি চিন্তায় থাকি। আপনার সুন্দর মন্তব্যে আমার লেখাটা সূচিত হলো। আশা করি ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
এ ঘুম বড় কঠিন ঘুম,
যদিও এ ঘুম থেকে রেহাই নেই।
স্বাগত জানাতে চাই-ই না,
নির্ঘুমতা চাই সাড়া জনম-জনম জুড়ে।
নিতাই বাবু
হ্যাঁ শ্রদ্ধেয় দাদা, আপনি ঠিক বলেছেন। সবাই একদিন চিরনিদ্রায় শায়িত হবে হবেই। সে যেকেউ হোক না কেন। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। সাথে শুভকামনা সারাক্ষণ।
তৌহিদ ইসলাম
এই ঘুমে সবাই যাবে একদিন তবুও কিসের বড়াই করে মানুষ? দাদা কবিতা পড়ে ভালো লাগলো।
নিতাই বাবু
আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগছে শ্রদ্ধেয় দাদা। আপনার জন্য শুভকামনা সারাক্ষণ।
মৌনতা রিতু
ইদানিং এ ঘুমটা ডাকে ভীষণরকম। ভয়ে গুটিয়ে থাকি। কিন্তু এ ঘুমটা ঘুমাতে চাইনা এখন, আসলে কখনও না। আবার ভাবি, পৃথিবীর কাজটুকু হয়ে গেলে আর কেনো তবে থাকা। আমার কখনও কখনও মনে হয় খুব বেশিদিন বেঁচে থাকাটাও অভিশাপ। তখন আমার জন্য কারো সময় হবে না। করুনাকে বড় ভয় করি আমি।
ভালো থাকুন সব সময়।
নিতাই বাবু
মরণকে ভয় নয় শ্রদ্ধেয় দিদি। স্মরণে রাখাটাই শ্রেয়! সবার একদিন চিরনিদ্রায় শায়িত হতে হবে। কেউ মনে হয় এর থেকে বাদ পরবে না!
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
এত দ্রুত এমন ঘুম চাইনা দাদা,
ভাল লিখেছেন।
নিতাই বাবু
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই।
ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত,
বিরহ মিলন কত হাসি- অশ্রু-ময়,
মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত
যদি গো রচিতে পারি অমর-আলয়।
তা যদি না পারি তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,
তোমরা তুলিবে বলে সকাল বিকাল
নব নব সংগীতের কুসুম ফুটাই।
হাসিমুখে নিয়ো ফুল, তার পরে হায়
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়।
যিনি এই কবিতাটি লিখেছেলেন, তাকেও চিরনিদ্রায় শায়িত হতে হয়েছে শ্রদ্ধেয় দাদা।
নীলাঞ্জনা নীলা
মৃত্যুর কথা ভাবিনা আমি। যখন আসার আসবে। ভয় পাইনা মৃত্যুকে কখনোই। ভয় পাই তিলে তিলে বেঁচে থাকার কষ্ট নিয়ে থাকতে।
নিতাইদা কবিতা জীবনেরই কথা বললো।