আমার বড্ড ঘুম পাচ্ছে!

নিতাই বাবু ৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১২:৪২:৩০অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

ঘুমাবো আমি, বড্ড ঘুম পাচ্ছে
শরীর অবসন্ন, চোখের পাতা যেন
ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে।
কে যেন ঘুমপাড়ানি গান শোনাচ্ছে
বড্ড ঘুম পাচ্ছে আমার
বড্ড ঘুম পাচ্ছে।

সময় হয়েছে আমার ঐ চিরনিদ্রার
ঘুমিয়ে পড়বো একসময় আমি
যখন ওপারের ডাক পরবে আমার।
মনে হয় ওপার থেকে ডাক আসছে
বড্ড ঘুম পাচ্ছে আমার
বড্ড ঘুম পাচ্ছে।

ঘুমিয়ে পরবো যখন ঘুমের নেশায়
কেউ কাঁদবে কেউ সাজাবে পালকি
কেউ বলবে দেহখানা নিয়ে যাও চিতায়।
ঘুমে রেখেই চিতায় নিয়ে যাচ্ছে
বড্ড ঘুম পাচ্ছে আমার
বড্ড ঘুম পাচ্ছে।

স্বাদের বাড়ি শখের নারী অজস্র সম্পদ
সবকিছুই পড়ে থাকবে শুধু
আমিই হয়ে যাবো লাশ আর আপদ।
সব ছেড়ে ঠিকানা চিতায়ই হচ্ছে
বড্ড ঘুম পাচ্ছে আমার
বডড ঘুম পাচ্ছে।

নিতাই বাবু
০৯/০৮/২০১৮ইং

প্রথম প্রকাশ ফেসবুক

ছবি ইন্টারনেট থেকে।

১৩৮৪জন ১৩৮৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ