আমার প্রেম

সুপর্ণা ফাল্গুনী ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০১:০৮:৫৫পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

আমি এমন একটা প্রেম চেয়েছি, ভালোবাসা চেয়েছি-
যা আমাকে রিক্ত করবে, সিক্ত করবে।
আবার সীমাহীন ভালোবাসায় পরিপূর্ণ করবে।
যে প্রেম আমাকে হাসাবে, কাঁদাবে-
আবার একবুক ভালোবাসা নিয়ে বুকের পাঁজরে জাপটে রাখবে।
আমাকে সাহস জোগাবে, শত ঝড়-ঝঞ্ঝাটেও হাত ধরে পাশে থাকবে।
কষ্ট দিবে, দুঃখ দিবে-
পাশাপাশি অসীম সুখ নিয়ে আমার বুকে মাথা লুকাবে।
হৃদয় উজাড় করা আবেগ নিয়ে বলবে,“আমি তোমাকে অনেক…. ভালোবাসি।
পৃথিবীর সব সুখ তোমার চরণতলে ঢেলে দিবো।”
দায়িত্ব শেখাবে, ভাঙ্গা-গড়ার প্রতিটি ভাঁজ শেখাবে।
যে ভাঁজে ভাঁজে জড়িয়ে থাকবে অনন্ত প্রেম, কামনা।
নাইবা হোলো পরিনয়- মরনে দু’জন সাথী হবো।

৯৬৮জন ৮১৫জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ