আমি এমন একটা প্রেম চেয়েছি, ভালোবাসা চেয়েছি-
যা আমাকে রিক্ত করবে, সিক্ত করবে।
আবার সীমাহীন ভালোবাসায় পরিপূর্ণ করবে।
যে প্রেম আমাকে হাসাবে, কাঁদাবে-
আবার একবুক ভালোবাসা নিয়ে বুকের পাঁজরে জাপটে রাখবে।
আমাকে সাহস জোগাবে, শত ঝড়-ঝঞ্ঝাটেও হাত ধরে পাশে থাকবে।
কষ্ট দিবে, দুঃখ দিবে-
পাশাপাশি অসীম সুখ নিয়ে আমার বুকে মাথা লুকাবে।
হৃদয় উজাড় করা আবেগ নিয়ে বলবে,“আমি তোমাকে অনেক…. ভালোবাসি।
পৃথিবীর সব সুখ তোমার চরণতলে ঢেলে দিবো।”
দায়িত্ব শেখাবে, ভাঙ্গা-গড়ার প্রতিটি ভাঁজ শেখাবে।
যে ভাঁজে ভাঁজে জড়িয়ে থাকবে অনন্ত প্রেম, কামনা।
নাইবা হোলো পরিনয়- মরনে দু’জন সাথী হবো।
২৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
অনন্ত প্রেমের চাওয়া এমনই হয়।
ভালোবাসার আবরণের ঢেকে থাকে সবটুকু আকাঙখা।
ভালো লাগলো কবিতাটি,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
এ লেখার প্রেম তো এই দুনিয়া ছেড়ে পরপার পর্যন্ত পৌঁছেছে!
গাছেরটি খাবেন তলারটিও কুড়োবেন! টইটুম্বর ভালবাসার কবিতা, সুন্দর।
সুপর্ণা ফাল্গুনী
😋😋😋😋😋 জবাবের ভাষা খুঁজে পাচ্ছিনা ধন্যবাদ ও শুভকামনা ছাড়া
কামাল উদ্দিন
কে না চায় এমন ভালোবাসা ভালোলাগায় সিক্ত হতে……..শুভ সকাল।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে
কামাল উদ্দিন
শুভ রাত্রি
সুপায়ন বড়ুয়া
“আমি এমন একটা প্রেম চেয়েছি, ভালোবাসা চেয়েছি-
যা আমাকে রিক্ত করবে, সিক্ত করবে।”
রিক্ত নয় সিক্ত করুক
তোমায় ভালবেসে।
কথা দিলাম থাকব পাশে
সুযোগ যদি আসে।
শুভ নববর্ষ।
সুপর্ণা ফাল্গুনী
অশেষ কৃতজ্ঞতা জানাই। আন্তরিক শুভেচ্ছা রইল। শুভ নববর্ষ শুভ হোক
মাহবুবুল আলম
“আমি এমন একটা প্রেম চেয়েছি, ভালোবাসা চেয়েছি-
যা আমাকে রিক্ত করবে, সিক্ত করবে।
আবার সীমাহীন ভালোবাসায় পরিপূর্ণ করবে।
যে প্রেম আমাকে হাসাবে, কাঁদাবে-
আবার একবুক ভালোবাসা নিয়ে বুকের পাঁজরে জাপটে রাখ”
তবে তাই হোক। অবিরাম শুভেচ্ছা! হ্যাপী নিউ ইয়ার!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ নববর্ষ শুভ হোক
সুরাইয়া পারভীন
সবাই তো চায় গো দিদি এমন প্রেম। কিন্তু ক’জন পায় বলুন? তা বলে কি চাওয়া থেমে যায়! চমৎকার প্রকাশ
সুপর্ণা ফাল্গুনী
তাইতো। চাওয়া থেমে যায় না যতক্ষণ আত্নার বসবাস এ দেহভূমিতে। ধন্যবাদ আপু। শুভ নববর্ষ শুভ হোক
ফয়জুল মহী
প্রেম ভালোবাসা ভরে উঠুক নতুন দিন। শুভেচ্ছা আপনাকে ।
সুপর্ণা ফাল্গুনী
প্রেম ভালোবাসায় ভরে উঠুক আপনার নতুন সূর্য, নতুন বছর। শুভ নববর্ষ
জিসান শা ইকরাম
খুবই কঠিন প্রেম,
ভাল হয়েছে লেখা।
নতুন বছরের শুভেচ্ছা নিও ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকে ও নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ দাদা ভাই। সুস্থ সুন্দর ও হাসিখুশি থাকুন অবিরাম
নিতাই বাবু
ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধেয়,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা শুভ নববর্ষের
তৌহিদ
এমন প্রেম আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি। দারুন কবিতা লিখেছেন আপু।
নববর্ষের শুভেচ্ছা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। শুভ কামনা রইলো
শান্ত চৌধুরী
পৃথিবীর সব সুখ তোমার চরণতলে ঢেলে দিবো।”
অসাধারণ অভিব্যক্তি ….
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা জানিয়ে গেলাম
অনন্য অর্ণব
শেষ লাইন দুটো আক্ষেপ থেকেই এসেছে বুঝি ?
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭🤭🤭 কিছু বলার নেই। ধন্যবাদ ভাইয়া