আমার প্রিয় গান, শুধু তোমার জন্য

স্বপ্ন ৭ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ১০:০২:৩৫অপরাহ্ন সঙ্গীত ১৬ মন্তব্য

কত কথা জমে থাকে  মনের একান্ত গহীনে , সারাদিন ভাবি আজ এটা বলবো , ওটা বলবো । কিন্তু কথা বলার সময়ে কোথায় যে হারিয়ে যায় জমে থাকা কথা গুলো। ভালবাসার উমে গলে যেতে থাকি , গলে যেতে থাকি ………মোমের মত। আমার আমি আর থাকি না , হয়ে যাই তোমাতে বিলীন ।

গতকাল আমার প্রিয় গান জানতে চেয়েছ । তুমি কাছে থাকলে আমার চিন্তায় অন্য কিছু কি আসে মিথুন ? জগতের সব কিছু অদৃশ্য হয়ে যায় , দৃশ্যমান থাকো শুধু তুমি। এখন আমার প্রিয় কিছু গান দিচ্ছি। এগান শুধু তোমারই জন্য ।

সবচেয়ে প্রিয় গান ঘুজতে গিয়ে কিছুটা অবাক হয়েছি। কোন ওডিও পেলামনা সার্চ করে। অবশেষে ইউটিউবে সার্চ । আরে আমার সবচেয়ে প্রিয় গানটি আপলোড করেছেন  সোনেলা ব্লগের জিসান শা ইকরাম ভাই 🙂
আর কারো ভিডিও পেলাম না । জিসান ভাইয়ের এই গুন আমার জানা ছিলনা।
তুমি আমার জীবনের স্বপ্ন গানটি জিসান ভাইয়ের আপলোড করা। ধন্যবাদ জিসান ভাই।

-{@   তুমি আমার জীবনের স্বপ্ন , তোমার স্বপ্ন গুলো তোমাকে দেবো

-{@ চোখ বুঝলেই দেখি তোমাকে ……… এর বেশী ভালোবাসা যায়না

-{@ হঠাৎ মনে পরলো তোমায় , মনে পরে গেলো সেই ছেলে মানুষি

-{@ সেই সময় আর সেই ক্ষণ , জানেনাতো কেউ

-{@ যায়কি ছেড়া বুকের পাজর , স্বপ্নে কাটো মনে আঁচড়

বর্তমান সময়ে যে গানটি সারাক্ষণ মনের মাঝে থাকে
-{@ তোমার জন্য ..আরো হবে স্বপ্নিল …তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারাবেলা

 

৭৩৮জন ৭৩৭জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ