কত কথা জমে থাকে মনের একান্ত গহীনে , সারাদিন ভাবি আজ এটা বলবো , ওটা বলবো । কিন্তু কথা বলার সময়ে কোথায় যে হারিয়ে যায় জমে থাকা কথা গুলো। ভালবাসার উমে গলে যেতে থাকি , গলে যেতে থাকি ………মোমের মত। আমার আমি আর থাকি না , হয়ে যাই তোমাতে বিলীন ।
গতকাল আমার প্রিয় গান জানতে চেয়েছ । তুমি কাছে থাকলে আমার চিন্তায় অন্য কিছু কি আসে মিথুন ? জগতের সব কিছু অদৃশ্য হয়ে যায় , দৃশ্যমান থাকো শুধু তুমি। এখন আমার প্রিয় কিছু গান দিচ্ছি। এগান শুধু তোমারই জন্য ।
সবচেয়ে প্রিয় গান ঘুজতে গিয়ে কিছুটা অবাক হয়েছি। কোন ওডিও পেলামনা সার্চ করে। অবশেষে ইউটিউবে সার্চ । আরে আমার সবচেয়ে প্রিয় গানটি আপলোড করেছেন সোনেলা ব্লগের জিসান শা ইকরাম ভাই 🙂
আর কারো ভিডিও পেলাম না । জিসান ভাইয়ের এই গুন আমার জানা ছিলনা।
তুমি আমার জীবনের স্বপ্ন গানটি জিসান ভাইয়ের আপলোড করা। ধন্যবাদ জিসান ভাই।
-{@ তুমি আমার জীবনের স্বপ্ন , তোমার স্বপ্ন গুলো তোমাকে দেবো
-{@ চোখ বুঝলেই দেখি তোমাকে ……… এর বেশী ভালোবাসা যায়না
-{@ হঠাৎ মনে পরলো তোমায় , মনে পরে গেলো সেই ছেলে মানুষি
-{@ সেই সময় আর সেই ক্ষণ , জানেনাতো কেউ
-{@ যায়কি ছেড়া বুকের পাজর , স্বপ্নে কাটো মনে আঁচড়
বর্তমান সময়ে যে গানটি সারাক্ষণ মনের মাঝে থাকে
-{@ তোমার জন্য ..আরো হবে স্বপ্নিল …তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারাবেলা
১৬টি মন্তব্য
মা মাটি দেশ
বাব্বা এত ভাল বাসা জমে আছে।সরি আমার কমেন্টস করা মনে হয় ঠিক হয়নি কারন পোষ্টিতো আমাদের জন্য নয়।
ভালবাসার সাথে বসবাস করুন নিঃসন্দেহে আর আত্ম বিশ্বাসে দেখবেন সকল কালো মেঘ কি ভাবে যেন বিলিন হয়ে গেছে।
ভাল লাগল।
স্বপ্ন
ব্লগে প্রকাশ যখন করেছি , সবাই শুনবেন ভাই । কমেন্ট করায় উৎসাহিত বোধ করছি 🙂
খসড়া
ভাল গাংুলি আপরিচিত শুনবার চেষ্টা করব।
স্বপ্ন
একটি গানও আপনি এর আগে শুনেননি ভাই ? শেষ গানটি কিন্তু বেশ জনপ্রিয় গান ।
জিসান শা ইকরাম
আমিও তো অবাক আমার নাম দেখে 🙂 এমনি আরো কয়েকবার হয়েছে । ” বাংলা ছাড়ো ” কবিতা সার্চ দিয়ে পেয়েছে আমার আপলোড করা ভিডিও , তা অন্য ব্লগে পোস্ট হয়েছে। অনেক আগে কিছুটা শখ ছিল ইউটিউবে আপলোড করার , এখন কমে গয়েছে।
আপনার প্রতিটি গান আমারও এক সময়ের প্রিয় গান।
শন্যবাদ শেয়ারের জন্য।
স্বপ্ন
তুমি আমার জীবনের স্বপ্ন , তোমার স্বপ্ন গুলো তোমাকে দেবো , এই গানটি সার্চ দিয়ে শুধু আপনার আপলোড করা গানটিই পেয়েছি। অবাক এবং খুশি দুটোই হয়েছি ভাইয়া 🙂
আদিব আদ্নান
প্রাণে দেখছি পাহাড় ভালবাসা ।
দ্বিতীয়টি তো মারাত্মক ।
স্বপ্ন
ভালোবাসা তো থাকতেই হবে । খুব প্রিয় গান আমার
নীহারিকা
হুম জিসান ভাইয়ের অনেক প্রতিভা। আমরা এতদিনে কিছু কিছু জানতে পেরেছি। গানগুলো সত্যি অন্যরকম। এমন অসাধারণ গানগুলো শেয়ারের জন্য ধন্যবাদ।
স্বপ্ন
ওনার আর কি প্রতিভা আছে ? জানিয়েন তো প্লিজ ।
শুন্য শুন্যালয়
শুনে ফেললাম কয়েকটা গান… বেশ ভালো লাগলো… একজনের নাম আমাদের কাম… 😀
স্বপ্ন
কার নাম আপনাদের কাম ? :p
মিথুন
অনেক ধন্যবাদ জনাব . গানগুলো শুনলাম. খুব ভালো লেগেছে. (3
জিসান ভাইয়ের আপলোড করাটা প্রথম শুনলাম . সুন্দর ছবি সিলেকশন
স্বপ্ন
ভালো তো লাগবেই , আমার পছন্দের গান না ? (3
ছাইরাছ হেলাল
আমাদের সৌভাগ্য ই বলতে হবে মিথুনের সৌজন্যে
আমাদের ও কিছু পছন্দের গান শোনা হয়ে গেল ।
স্বপ্ন
তা আর বলতে :p আমারও সৌভাগ্য যে আমি এটি এখানে বলতে পেরেছি 🙂