আমার জগত আমারই মতন

মেহেরী তাজ ২৭ অক্টোবর ২০১৪, সোমবার, ১০:২৮:১১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

আম্মুর চিৎকার শুনে ঘুম ভেংগে গেলো। মোবাইল টা অন করে সময় দেখলাম ৫:৪৭ (সকাল)। আমি ভাবছিলাম ভূমিকম্প শুরু হয়েছে। আমি তারাহুরা করে বিছানাই উঠে বসলাম। নিজেকে কয়েক সেকেন্ড সময় দিলাম গলাটা পরিষ্কার করে কথা বলার উপযক্ত করার জন্য। তারপর আম্মুকে জিজ্ঞেস করলাম কি হিয়েছে? আম্মু বলে ওঠ রেডি হ তারাতারি,সাতটার সময় গাড়ি আসবে। আমি ভাবছি আম্মু কি পাগল হয়ে গেল না কি। সাথে সাথে মনে পরে গেল আজ আমাদের দাদুবাড়ি যাওয়ার কথা।

এদিকের রাস্তা এতো খারাপ,ঝাঁকির ঠেলায় নাড়িভুঁড়ি সব মুড়ি মাখার মত করে উলট পালট করে দিলো। ঘুম ঘুম চোখে মোট ১৫০ মিনিট জার্নি। তবু খুব খুশি খুশি লাগছে গন্তব্যের কথা মনে করে। আজ দু বছর পর আমি ও জীবনে প্রথম বার সপরিবারে দাদু বাড়ি।

বিশাল আঙ্গিনার বিশাল বাড়ি। বাড়ি ভর্তি সব আপন মানুষ। চাচাতো ভাইবোন দের কান ফাটানো চিৎকার। নদীর পাড়, ব্রিটিশ আমলের এর বিশাল লোহার  ব্রিজ।

ঈদের দুদিন পর যেন আজ আমাদের ঈদ লেগেছে। সবকিছু তেই আমি প্রধান। যেন আমার রাজ্য আমার সব।

৮ অক্টোবর ২০১৪

 

৫১৫জন ৫১৫জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ