আম্মুর চিৎকার শুনে ঘুম ভেংগে গেলো। মোবাইল টা অন করে সময় দেখলাম ৫:৪৭ (সকাল)। আমি ভাবছিলাম ভূমিকম্প শুরু হয়েছে। আমি তারাহুরা করে বিছানাই উঠে বসলাম। নিজেকে কয়েক সেকেন্ড সময় দিলাম গলাটা পরিষ্কার করে কথা বলার উপযক্ত করার জন্য। তারপর আম্মুকে জিজ্ঞেস করলাম কি হিয়েছে? আম্মু বলে ওঠ রেডি হ তারাতারি,সাতটার সময় গাড়ি আসবে। আমি ভাবছি আম্মু কি পাগল হয়ে গেল না কি। সাথে সাথে মনে পরে গেল আজ আমাদের দাদুবাড়ি যাওয়ার কথা।
এদিকের রাস্তা এতো খারাপ,ঝাঁকির ঠেলায় নাড়িভুঁড়ি সব মুড়ি মাখার মত করে উলট পালট করে দিলো। ঘুম ঘুম চোখে মোট ১৫০ মিনিট জার্নি। তবু খুব খুশি খুশি লাগছে গন্তব্যের কথা মনে করে। আজ দু বছর পর আমি ও জীবনে প্রথম বার সপরিবারে দাদু বাড়ি।
বিশাল আঙ্গিনার বিশাল বাড়ি। বাড়ি ভর্তি সব আপন মানুষ। চাচাতো ভাইবোন দের কান ফাটানো চিৎকার। নদীর পাড়, ব্রিটিশ আমলের এর বিশাল লোহার ব্রিজ।
ঈদের দুদিন পর যেন আজ আমাদের ঈদ লেগেছে। সবকিছু তেই আমি প্রধান। যেন আমার রাজ্য আমার সব।
৮ অক্টোবর ২০১৪
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হুম বোন, নিজের রাজ্য নিজের মতই,
ফটো কিন্তু ফাটাফাটি।
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া ।
ছাইরাছ হেলাল
আপনার ঘুম দেখছি মারাত্মক , ১৫০ মিনিটের প্রবল ঝাঁকুনিতে ঘুম ঘুম ভাব!
যাক তা ও আপনার আনন্দে সাথী হলাম লেখা পড়ে।
ছবিও দেখলাম।
মেহেরী তাজ
ঘুম থেকে আগে উঠলে ঘুম আর কাটেনা ভাইয়া :p ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
আমরা অনেকেই লেখক নই। তা ও লিখি।লিখি মনের আনন্দে।
লেখক হয়েই লিখতে হবে এমন নয়। যা মনে আসে তাই ই লিখি, আপনিও লিখবেন।
মেহেরী তাজ
আমি তাই ই লেখি:) ভাইয়া ছবি গুলো ভালো হয়নি, তাইনা? আলো একদম কম ছিলো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
স্হানটি কোথায়?
যেন আমার রাজ্য আমার সব……
মেহেরী তাজ
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার একটি গ্রাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে ।
জিসান শা ইকরাম
একান্ত অনুভুতি ভালোই লেগেছে।
লিখে যান মনের আনন্দে,
ডায়েরীর মতও লিখতে পারেন আপনার মনের ভাবনা, চারপাশের অবস্থা দেখে।
মুলত এটিই হচ্ছে ব্লগ।
মেহেরী তাজ
আচ্ছা ভাইয়া, যা ইচ্ছে লিখবো এখন হতে। ধন্যবাদ আপনাকে।
বনলতা সেন
একা একা ঘুমিয়ে ঘুমিয়ে গেলন ।আমাদেরও নিয়ে দেলে মন্দ হোত না।
মেহেরী তাজ
ট্রেনের দুলুনিতে আমার ঘুম আসে আপু :p
খেয়ালী মেয়ে
হুমমমমম আমার রাজ্যে আমিই রাজা..
খাব সবকিছু করে ভাজা ভাজা :p
মেহেরী তাজ
সবকিছু কি এতই মজা ? :p আপু মন্তব্যে খুব আনন্দ পেলাম।
ওয়ালিনা চৌধুরী অভি
আপনার বয়েসে আমি কিছুই লিখতে পারতাম না তাজ 🙂
মেহেরী তাজ
তাহলে তো আমি ভালোই লিখি আপু :p
হৃদয়ের স্পন্দন
আপনি খুব গুছিয়ে লিখেন হিংসে হচ্ছে এবার কেনো দাদুবাড়ি যাওয়া হলোনা, সত্যি বলতে স্বপরিবারে যাওয়া হয়নি কোনোদিন, মায়ের ডাক শুনিনা বহুবছর, ভালো থাকুন
মেহেরী তাজ
আমি গুছিয়ে লিখি ? আমার বন্ধুদের ধারনা আমি কিছু লিখতেই পারিনা। এসব আসলে লেখা বলে আমারও মনে হয়না। ধন্যবাদ আপনাকে।
অলিভার
শুধু দাদু বাড়ি গিয়েই থেমে গেলেন? ;? বাকি আনন্দ, ঘুরাঘুরি, দুষ্টুমি, কাজিনদের সাথে আড্ডা আর মারামারি ঐসব বলবেন না?? :p
ভালো কাটুক সময় আপনজনদের সাথে 🙂
মেহেরী তাজ
সেসবও লেখা যাবে এখানে ? তাহলে তো লিখতেই হয় 🙂 ধন্যবাদ ভাইয়া ।
মরুভূমির জলদস্যু
আমার কোনো গ্রামের বাড়ি নেই, বড়ই দুঃখ, আমরা কখনো গ্রামের বাড়িতে বেড়াতে বা ঈদ করতে যেতে পারি না।
মেহেরী তাজ
তাহলে তো আপনার খুব কষ্ট ভাইয়া 🙁
শুন্য শুন্যালয়
লাল রঙের ব্রিজ দেখলেই আমার মন চাঙ্গা হয়ে ওঠে। দেশে গেলে তাজের সাথে হেভি আড্ডা দেব। আপনার গ্রামের বাড়ি নিয়ে যাবেন তো আমাকে?
মেহেরী তাজ
নিয়ে যাবো মানে? অবশ্যই নিয়ে যাবো। হেভি আড্ডার জন্য আজ হতেই প্রস্তুতি নিচ্ছি আপু।