আমার কষ্ট আকাশ বুঝেছে

অর্ঘ্যদীপ চক্রবর্তী ১১ মার্চ ২০২৪, সোমবার, ০৮:০২:১১অপরাহ্ন কবিতা ১ মন্তব্য

তোমার আমার গত জন্মের কথা লেখা আছে আকাশের গায়ে।

আমি তো আকাশের ভাষা পড়তে পারি না

তাই তোমায় বোঝাতে পারি না

যদি পারতাম গো তাহলে দেখিয়ে দিতাম

আমি গত জন্মে তোমার কে ছিলাম

আর তুমি আমার কী ছিলে।

কিন্তু আমার আক্ষেপ, আমার সারা বুকের যন্ত্রনা শুধু এই যে—-

এ জন্মে তুমি আমায় আর ভালোবাসতে পারলে না

তবু আমি তোমায় ভালোবেসে গেলাম।

ঐ আকাশ সাক্ষী থাকলো…

ও যদি কথা বলতে পারত

তাহলে সবই বুঝতে পারতে

ও আমায় নিশ্চয়ই সাহায্য করত।

আমার কষ্ট তুমি বোঝো নি

একমাত্র আকাশই বুঝেছে।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

৫/৩/২০২৪

৩৭৬জন ৩৭৫জন
0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

  • কোনো মন্তব্য নেই!

ফেইসবুকে সোনেলা ব্লগ