আমার কল্পনা

নিশীথের নিশাচর ৩১ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০১:৪০:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১১ মন্তব্য

আঁধারের পথে আলোর হাতছানি
গহীন অতলে থাকবো না আর আমি
ফিরে দেখো,চেয়ে দেখো
শত চোখ আজ আমার অপেক্ষায়

হতাশা ধেয়ে এল মনের গহীনে
দিনটা কেটে যেতো উদাস আনমনে
দেয়ালের একটি কোন আমার আস্তানা
নিশ্চুপ সঙ্গী হয় সহস্র কল্পনা।

ধোয়াটে স্বপ্নে মেখে আপন জগত গড়ি
ব্যর্থতা ভুলে সফলতার চাষ করি
ঘোরলাগা অনুভূতির গহীনে বিরাজ করি
হাজারও স্বপ্নের সাথে লুকোচুরি খেলি

কখনও ক্ষণিক বাস্তবতা পিছু নিয়ে আসে
অবাস্তব আমার অনুভূতিগুলো কেঁদে ওঠে
কল্পনার জগতের কল্পনায়ক আমি
সফলতা ভুলে ব্যর্থতায় নামি।

সে তো ক্ষণিকের অনুভূতি, ক্ষণিক বাদেই পালায়।
আমি ফিরে আসি সফলতা মাখা, আমার কল্পনায়।

৭৬৭জন ৭৬৬জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ