তোমার জন্য রেখে দেয়া পাঁচ টাকা দিয়ে কেনা,
সেই লাল গোলাপটা শুকিয়ে গেছে বহু আগেই।
ডায়েরীর ভেতর চাপা দেয়া কস্টগুলোর সাথে
রেখে দিয়েছিলাম যত্ন করে, ভেবেছিলাম কস্টগুলো
উবে গিয়ে গোলাপের সুঘ্রান শুষে নেবে আমার লিখা
তোমাকে নিয়ে সেই কবিতাগুলো।
কিন্তু ভুল ছিলাম আমি, গোলাপটা নিজেই
সেই কস্টগুলো শুষে নিয়ে কেমন যেন বর্ণহীন
হয়ে গেল। সেই প্রথম বুঝতে পারলাম,
কষ্টের আসলে কোন বর্ণ নেই!
বর্ষার দিন এলে আজও আমি বৃষ্টিতে ভিজি,
একদম একা, মনে মনে কল্পনা করে নিই,
তুমি আছ আমার পাশে!
শরৎ এলে এখনও আমি কাশবনের এলেমেলো
দুলুনি দেখি, সাদার শুভ্রতার মাঝে তোমার সেই
নির্মল হাসিমাখা মুখখানা ভেসে ওঠে।
বসন্ত এলে আমি হলুদ পান্জাবি পরে সমস্ত দিন
ঘুরে কাটিয়ে দেই। সাথে থাক অদৃশ্য তুমি,
আমার ভাবনার সাথে খেলা করে পুরোটা দিন
পার করে দিয়ে আবার কোথায় যেন উধাও হয়ে যাও!
এভাবেই কাটে আমার এক একটা দিন, মাস, বছর,
আমার এলোমেলো ভাবনাগুলোকে নিয়ে,
যার পুরোটা জুড়ে শুধুই থাকে তোমার অস্তিত্ব।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
যে যায় সে জানে না , বুঝতে পারেনা তার স্মৃতি আঁকড়ে কিভাবে একজন বেঁচে থাকে । খুব ভালো লাগলো কবিতা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ফজলে রাব্বী সোয়েব
খুব ভাল বলেছেন। ভাল থাকুন, নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
ভালোবাসার নিরব-অস্তিত্ব-অনুভব ভাল ভাবেই প্রকাশিত।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভাল থাকুন, নিরাপদে থাকুন।
তৌহিদ
বাহ! চমৎকার আবেগময় লেখা পড়লাম ভাই। নিয়মিত আপনার লেখা চাই কিন্তু।
ভালো থাকুন সবসময়।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ ভাই। ভাল থাকুন সবসময়।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ লিখেছেন
এভাবেই পাশে থেকে
ভালো রাখুক অদৃশ্য তুমিটা
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভাল থাকুন, নিরাপদে থাকুন।
হালিম নজরুল
সুন্দর অভিব্যক্তি
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবধ। ভাল তাকবেন।