আমার একটা ছোট্ট ঘর আছে

ফজলে রাব্বী সোয়েব ১ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৯:০২:০৩পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
আমার একটা ছোট্ট ঘর আছে
যেটার কোনায় একটা বীজ বপন করেছিলাম
ভালবাসার, সেটা আজ পরিণত হয়েছে মহীরূহে।
শত চেষ্টা করলেও তুমি বের হতে পারবে না  ঘর থেকে।
যদি চেষ্টা কর বের হতে,
আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়বে তার ছড়িয়ে থাকা শাখা প্রশাখায়
আমার একটা ছোট্ট ঘর আছে।
সুবাসিত রজনীগন্ধায় মোড়া বিছানাটার উপর
পাবে বিছিয়ে থাকা একগুচ্ছ কণ্টক বিহীন গোলাপ,
যেগুলো অপেক্ষায় থাকে তোমার জন্য।
আশ্চর্য্যের বিষয় হলো, আমার সাথে সাথে সেগুলোও
তোমার ছোঁয়ার অপেক্ষায় থাকে
আমার একটা ছোট্ট ঘর আছে।
যেটায় একটা নিভু নিভু প্রদীপ আছে।
ওটাকে মাঝে রেখে মুখোমুখি বসে রচনা করব ভালবাসার
এক অদ্ভুত অধ্যায় তুমি আর আমিতে মিলে
আমার একটা ছোট্ট ঘর আছে।
যেটাতে কবর খুঁড়ে রেখেছি দুটো,
যেন মৃত্যুর পরেও থাকতে পারি পাশাপাশি, 
দুজন দুজনার অস্তিত্ব অনুভব করে যেতে পারি অনন্তকাল
আমাদের একটা ছোট্ট ঘর আছে
৬২৬জন ৫৪৯জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ