আমার ইচ্ছে করে

পুষ্পবতী ৩ জুন ২০১৪, মঙ্গলবার, ০৪:৩৭:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

আমার ইচ্ছে করে পাখির মতো উড়াল দিয়ে ঘুরে বেড়াতে আকাশের বুকে

আমার ইচ্ছে করে ঝরনা হয়ে ঝরে যেতে উচু পাহাড়ের উপর থেকে
আমার ইচ্ছে করে আকাশ বাতাসে মিশে যেতে আপন সুখে
আমার ইচ্ছে করে হারিয়ে যেতে দুঃখ দিয়ে ঘেরা পৃথিবী থেকে
আমার ইচ্ছে করে মুছে দিতে সমাজের সব মিথ্যা অহংকারকে
আমার ইচ্ছে করে জাতিকে মনুষত্বের আলোয় আলোকিত করতে
আমার ইচ্ছে করে ভেঙ্গে দিতে মানুষে মানুষে ব্যবধানকে
আমার ইচ্ছে করে সবাই মিলেমিশে একসাথে বাস করতে
আমার ইচ্ছে করে ফিরে পেতে সোনালী দিনগুলোকে
আমার ইচ্ছে করে প্রিয়জনের হাত ধরে ঘুরে বেড়াতে
আমার ইচ্ছে করে আমার ইচ্ছেমতো সবকিছু করতে
আমার ইচ্ছে করে শুধু সুখী হতে দুঃখ না পেতে।
১২৪৩জন ১২৪৩জন
0 Shares

২১টি মন্তব্য

  • শুন্য শুন্যালয়

    ইচ্ছেগুলো মেলুক ডানা, বদ্ধ ঘরে থেকো নাকো,
    স্বপ্নগুলো ধার করে নিয়ে, দুঃখ গুলো ইচ্ছে সুখে আঁকো …
    সকল ইচ্ছের জয় হোক পুষ্পবতী … শুভকামনা -{@

  • মশাই

    দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া আর বাকী সব ইচ্ছেগুলোই সুন্দর। যেভাবে ইচ্ছা করেছেন, সেভাবেই যাতে ইচ্ছাগুলো পূরণ হয় সেই কামনা করি। উড়ুন আকাশে মুক্ত পাখির মত, ঝর্ণা হয়ে উচু পাহাড় থেকে বয়ে আসুন আপন মনে। বাতাসে মিশে যান বাস করুন আত্মার আত্মীয়দের সাথে ভেঙ্গে দিয়ে অহংকারে সৃষ্ট ভেদাভেদ। পুরনো দিনের সোনালী দিনগুলো আজ ধুসর হয়ে গেছে তাই নূতন দিনের সোনালী বিকালে হেঁটে চলুন প্রিয় মানুষের হাঁত ধরে অসীম পথ। আর আমি সবার মত করেই করে যাচ্ছি শুভকামনা। বিস্তৃত হোক আরো আপনার ইচ্ছাগুলো। ইচ্ছাপরী হয়ে নিজেই করুন পূরণ। উপরে শূন্য শুন্যালয় খুব সুন্দর করেই বলে গেছে : :c :c

    ***ইচ্ছেগুলো মেলুক ডানা, বদ্ধ ঘরে থেকো নাকো,
    স্বপ্নগুলো ধার করে নিয়ে, দুঃখ গুলো ইচ্ছে সুখে আঁকো …
    সকল ইচ্ছের জয় হোক পুষ্পবতী***

    আমি তার মত করে বলতে না পারলেই এই কামনা আমিও করছি। -{@ -{@

    ফ্রি পরামর্শ দিচ্ছি আপনাকে বুঝলেন পুষ্পবতী। 🙂 কারো জীবনেই সবসময় সুখ পাওয়া যায় না অথবা সব সময় সুখী হতে গেলে সুখের অনূভব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। তাই ফটোগ্রাফার হয়ে যান অথবা চিত্রশিল্পী। যখনি দেখবেন চিত্রের খরা তাকে বন্দী করে নিবেন ক্যামরাতে। দাড়ান দাড়ান রেগে যাচ্ছেন কেন ?এত কষ্ট করে ছবি তুলবেন তাও আবার খরার? না না খরার ছবি তুলুন অথবা তুলুন খরাতে চৌচির বুকে এই ফোটা বৃষ্টির জলের ছবি কিংবা বৃষ্টিতে ভেজা আকাশের ছবি। বৃষ্টি শেষে যখন আকাশে উকি দিবে রংধনু তাকেই তুলে নিন পরম আনন্দে অথবা বিলীন হয়ে যাওয়া রংধনুর আভাটুকু। ক্ষনিকের এই সুখের মুহূর্তগুলোই সুখ নিয়ে আসবে, সাথে পূরণ হবে ইচ্ছেগুলো। চাইলে তুলতে পারেন বৈশাখের কাল বৈশাখী ঝড়ের তান্ডব অথবা মন মাতানো মেলার কোলাহলের ছবি। বর্ষায় রিমঝিম টুপটাপ বৃষ্টিতে ভাসমান কদম ভেলার ছবি যেমন শরৎ-এ তুলতে পারেন একরাশ শুভ্র কাশফুলের ছবি। আবার প্রতিদিন সকালে উঠে তুলতে পারেন আঁধারের চাপে হলুদ ঘাসে শিশিরের ছবি অথবা রৌদ্র তাপে গলিত জোছনার বিনয়ীতা। -{@ (3 -{@

    এভাবেই তুলেই খানিকের জন্য আসা সুখগুলোকে বন্দী করে নিতে পারেন। দুঃখ তো আসবেই জীবনে তাই মন্ত্র শিখিয়ে দিচ্ছি একটা পড়বেন প্রতিদিন কয়েকবার করে। -{@ -{@ -{@

    সুখ! সুখ! সুখ!
    চাইলেই কি পাবো সুখ?
    তাই বলে কি দুঃখ দিয়ে
    ভরিয়ে রাখবো বুক!
    সুখ যদি আগলে ধরি
    পালিয়ে সে যাবে কোথায়! -{@ -{@ -{@

    এতক্ষণতো অনেক পণ্ডিত্য দেখালাম নিশ্চই মনে প্রশ্ন জেগেছে আমি কতুটুকু সুখী! না না বাবা আমি সুখী না একদমই না কারণ যেই একই মন্ত্র অথবা কৌশলতো আমিও অনুসরণ করতে চাই কিন্তু হয় না। আপনাকেও বলতাম না বলেছি কারণ আপনার ইচ্ছার কথা শুনে ফেলেছি তাই বলে দিয়েছি কারণ মনে হলো এমন ইচ্ছা পূরণ করা সম্ভব। আমার কথা বলবেন না আমিও ছবি তুলতে চাইনা কিন্তু ছবি আঁকতে চাই কিন্তু কিভাবে সম্ভব বলুনতো? আমি চাই কারো কারো উচ্ছ্বাসের ধ্বনি আঁকতে অথবা মাজুর শ্বাস প্রশ্বাস। আবার মাঝে মাঝে ইচ্ছা জাগে বাতাসের শনশন শব্দ আঁকবো কিংবা ধর্ষিত মেঘের গর্জন। আমার আঁকতে ইচ্ছে করে বজ্রপাতের ধ্বনি অথবা নব বধুর বাসর রাতের গুঞ্জনের শব্দ। না না শুধু যে ধবনি আঁকতে ইচ্ছে করে তা না অন্যকিছুও আঁকতে ইচ্ছে করে এই যেমন আকাশের পিঠ, অর্তনাকে কম্পনে ঝরে পরা তারার ছবি কিংবা অমাবস্যার রাত্রিতে বন্দী জোছনার নিরুপায়তা। সমুদ্র জলের সাথে বৃষ্টি জলের সংঘর্ষ আঁকার বড়ই ইচ্ছা আমার অথবা আলো ও আঁধারের সন্ধিকাল। ^:^

    এগুলো কি আর সম্ভব বলেন? ও হ্যাঁ আরেকটা ইচ্ছা আছে কিন্তু আমার কারো মায়াবী চোখে আমি খেলা করবো যেমন ছুঁচের আগায় বেলুন খেলা করে। 🙂

    মাথা! মাথা! এই মাথার মাঝে কি যে সমস্যা হয়েছে বুঝি না কোনো কিছুই বুঝিয়ে বলতে পারি না শুধু কাপ-জাপ।

    শ্রদ্ধেয় হেলাল ভাইয়া কি বলে গেছেন শুনেছেন? অনিচ্ছার কথাও আমরা শুনতে চাই। লিখতে হবে কিন্তু কারণ আমরা যে আপনাদের লেখা পড়ার অপেক্ষায় থাকি। -{@ -{@

    অনেক অনেক শুভ কামনা পুষ্পবতী। ধন্যবাদও দিচ্ছি আমাকে আপনার লেখা পড়ার সুযোগ করে দেওয়ায় জন্য। সুন্দর থাকুন সুন্দর সুন্দর ইচ্ছেদর সাথে। -{@ -{@ -{@

    • পুষ্পবতী

      মশাই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মানুষ অনেক সপ্ন দেখি। কিন্ত সব সপ্ন পূরণ হয়না বা হওয়া সম্ভব ও না।তাই বলে কি সপ্ন দেখা বন্ধ হয়ে যাবে ?আপনি আপনার অনেক ইচ্ছের কথা বলেছেন যা আসলে সম্ভব না। তারপরেও আপনি যে ভেবেছেন তার মাঝেও কিন্ত একটা সুখ পেয়েছেন ,তাই পূরণ হউক বা না হউক সপ্ন দেখতে তো কোন দোষ নেই।তাই সপ্ন দেখে যান অবিরত।

      সুখ! সুখ! সুখ!
      চাইলেই কি পাবো সুখ?
      তাই বলে কি দুঃখ দিয়ে
      ভরিয়ে রাখবো বুক!
      সুখ যদি আগলে ধরি
      পালিয়ে সে যাবে কোথায়! -{@ -{@ -{@

      আপনার দেওয়া মন্ত্র ভালো লেগেছে মশাই। আপনি বললেন একদম ও সুখী না। আসলে মশাই সুখ দুঃখ এইসব নিয়েই মানুষের জীবন। আপনার জীবনে এখন যদি দুঃখ থাকে তাহলে দেখবেন একদিন সব শেষ হবে আপনিও হবেন অনেক সুখী। আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবনটা এমনভাবেই সৃষ্টি করেছেন। সুখের পরে দুঃখ না হলে দুঃখের পর সুখ এইটাই জীবন। শুধু অপেক্ষা করেন আর ধর্য্য ধরেন অনেক সুখী হবেন ইনশাল্লাহ।ভালো থাকবেন সবসময়।

  • মশাই

    Ki vul korlam ar ki sasti pete hobe ha? Apni thik bolechen brikkhoke onek dorjoshil o nissartho mone hoy karon tar bakshokti nei kotha bolte pare na. Allah ke bolun tar bakshokti dite dekhben seo protibad korbe. Ar se jokon protibad korbe tokhon manush sei brikkher sondorjer gunagoner cheye kintu bodnam beshi korbe.

    bakita pore bolbo. Ki vul holo?

  • মশাই

    Jiboner onek vuler sastir sukh boye beracchi r sasti dio na go pushpoboti. Asha kori valo acho tumi r valo thako sei doa kintu ami kori… Montrota porba beshi kore. R ja ja icchar kotha bolecho ta puron korar jonno uthe pore lege jao. Ceshta korle dekhbe soyong srishtikorta doroja khule dibe…moshai manush mitthe kotha kom boli.

  • মশাই

    Moli nato mitthe kotha tobe jani na kotodin r avabe sotto bole jabo. Abar vabio na je akdom mitthe boli na. priyo manusher hat dhore jokhon hatba tokhon amke bolio karon tokhonto r tumi chobi tulte parba na ami na hoy tomader chobi tolar kaj ta kore dibo r tachara tumito janoi photographer hisebe ami temon kharap noi.

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ