আপনার আঁকা ছবি নিয়ে অবশ্যই পোস্ট দিবেন। সেটা তো কোনো সমস্যা না।
কিন্তু, সৃষ্টিশীলতা প্রকাশ মানে যদি হয় জনৈক শিপু ভাইয়ের ৯টা ছবি নিয়ে দুই কিস্তিতে ব্লগে পোস্ট দেওয়া, তাহলে সেই সৃষ্টিশীলতাকে আমি ভয় পাই।
ব্যাপারটা একেবারেই ব্যক্তিগত হয় গেছে কিনা ভেবে দেখবেন। -{@
১৪টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চোখ দুটো ডেঞ্জারাস।খুব ম্যাচিং,,,আকাঁ আকিরঁ অভ্যাস আছে বলে মনে হচ্ছে। (y)
অপ্সরা
একটু একটু আছে….:)
শুন্য শুন্যালয়
ওরে বাবা, এত্তো রঙের শিপু ভাই!!!
খুব সুন্দর হয়েছে অপ্সরা আপু। চমৎকার আঁকিয়ে আপনি বোঝা যাচ্ছে। 🙂
অপ্সরা
থ্যাংক ইউ!!!!!
মোঃ মজিবর রহমান
অপসরা শিপু ভাইয়াকে আপনার রংতুলিতে ভালয় প্রস্ফুটিত করেছেন । এতো সুন্দর আঁকতে পারেন!
-{@
অপ্সরা
আমি পেন্সিল স্কেচ করেছি ভাইয়া!
মোঃ মজিবর রহমান
যাতেই আকেনা কেন সুন্দর প্রস্ফুটিত হল কিনা সেটাই বিবেচ্য।
নাজমুল আহসান
আমার যদ্দুর মনে হয়, সোনেলা ব্যক্তিগত ব্লগ নয়।
অপ্সরা
তাহলে কি ব্লগ! মানে নিজের সৃষ্টিশীল কিছু কি শেয়ার করা যাবেনা! হায় হায় জানিনাতো ভাইয়া! আমি আরও ভেবেছিলাম আমার অনেক অনেক আঁকাআঁকি নিয়ে পোস্ট দেবো! 🙂
নাজমুল আহসান
আপনার আঁকা ছবি নিয়ে অবশ্যই পোস্ট দিবেন। সেটা তো কোনো সমস্যা না।
কিন্তু, সৃষ্টিশীলতা প্রকাশ মানে যদি হয় জনৈক শিপু ভাইয়ের ৯টা ছবি নিয়ে দুই কিস্তিতে ব্লগে পোস্ট দেওয়া, তাহলে সেই সৃষ্টিশীলতাকে আমি ভয় পাই।
ব্যাপারটা একেবারেই ব্যক্তিগত হয় গেছে কিনা ভেবে দেখবেন। -{@
ইঞ্জা
সুন্দর হয়েছে আপু।
অপ্সরা
থ্যাংক ইউ!!!!!
ইঞ্জা
ওয়েলকাম।
নীলাঞ্জনা নীলা
বাহ! (y)