আমার জানামতে আব্বু,সুচ,ব্লেড,দা, কাচি,ইনজেকশনে ভিষন ভয় পায় তাই নিজে নিজে হাত, পায়ের নখ কাটতে ভয় পায়। আব্বুর ছোটবেলায় দাদুমনি নখ কেটে দিতেন,বিয়ের পর আম্মু নখ কিটে দিতেন ☺
তারপর ছোটবেলা দেখতাম আমার বড় আপ্পি তাবাসা আব্বুর হাত,পায়ের নখ কেটে দিচ্ছে আমার ভিষন হিংসে হত।আব্বু বড় আপ্পিকে বেশি ভালোবাসে ইসস্ আমিও যদি নখ কেটে দিতে পারতাম। যদিও সবাই আমাকে বেশি আদর করতো তবু ভাবতাম আমাকে আরো বেশি ভালোবাসতেন,আদর করতো আফসোস হতো।
ছোটবেলা থেকেই সুচ,দা,কাচি,ছুরি, ব্লেড আমি ভয় পেতাম না খুব সাহসী তাই আক্ষেপটা বেশিদিন করতে হয়নি। সুযোগটা একদিন কাজে লাগালাম আব্বু তাবাসা, তাবাসা বলে ডাকছে। খোঁজে দেখলাম আপ্পি বাসায় নেই মানে পাশের বাসায় বেড়াতে গিয়েছে এটাই সুযোগ। আমি নেইল কাটার না নিয়ে নতুন ব্লেড নিয়ে গেলাম আব্বু নখ কাটতে আব্বু ভয়ে বললেন তুমি ছোট পারবে না। তাবাসা আসুন কেটে দিবে, আমি অভিমানে কান্না শুরু করে দিলাম বড় আপ্পিকে বেশি ভালোবাসা।আমার চোখের পানি সহ্য করার ক্ষমতা আব্বুর নেই রাজকন্যা বলেই হাত বাড়িয়ে দিলেন নাও তুমি আমার নক কেটে দাও।
খুশি মনে হাতের নখ কাটলাম পায়ের বৃদ্ধাঙ্গুলি কাটতে গিয়ে পায়ের নখ সহ অর্ধেক আঙ্গুল কেটে ফেললাম ভয়ে আমি চিৎকার করে কাঁদছি আম্মু তাড়াতাড়ি আস। আমি নখ কাটতে গিয়ে আব্বুর পা কেটে ফেলছি 😭। এদিকে আব্বু মা-গো বলে চিৎকার করছেন রাজকন্যা এটা তুমি কি করলে বলেই হাত থেকে ব্লেডটা ফেলে, নিজের লুঙ্গি দিয়ে আমার হাতটা চেপে ধরলেন জান্নাত (জান্নাত আম্মুর নাম) তাড়াতাড়ি আস।
আমি আরো বেশি ভয় পেলাম হয়ত আব্বুর কষ্ট হচ্ছে, কাঁদতে কাঁদতে বললাম আব্বু তুমি বেশি ব্যাথা পাচ্ছো.? আমার কথা শেষ করার আগেই আব্বু ধমক দিলেন তুমি চুপ করো। নিজের হাত কেটে ফেলছো রক্ত বের হচ্ছে সেই খবর আছে.? চেয়ে দেখি ফ্লোরে রক্ত আমার হাতের দু-আঙ্গুল কেটে ফেলছি😭আব্বু কোলে নিয়ে দৌঁড়ে ডাক্তারের কাছে গেলেন ব্যান্ডেজ,ঔষধ তারপর বাসায় নিয়ে আসলেন। কখন ঔষধ খাব তা খেয়াল রাখতেন নিজেও ঔষধ খেতেন, আমি আর কোনদিন নখ কাটতে চাইনি আম্মু আমার নখ কেটে দিতেন।
কয়েক বছর পর বড় আপ্পির বিয়ে হয়ে গেল আমিও বড় হলাম, আপ্পি আমাকে আব্বুর নখ কেটে দিবার দায়িত্ব দিয়ে গেলেন।গত ৬বছর ধরে আমি আব্বুর হাত,পাযের নক কেটে দেই এটা আমার কাছে ভিষন আনন্দের ব্যাপার।
কিছুদিন আগে ফ্রেসবুকে প্রিয় ব্লগার “নাজমুল হুদা” ছোট ভাইয়া পোষ্ট করছিলেন “কে কে বাবার হাতের নখ কেটে দাও, আমিও বাবার নক কেটে দেই অনেক সুন্দর একটা পোষ্ট এমন কিছু লেখা” ওখানে আমি কমেন্টস করছিলাম “ছোট ভাইয়া আমিও আমার আব্বুর হাত পায়ের নখ কেটে দেই, আমাদের বাসার আশে পাশে যত মুরব্বি আছেন। আমি হাত পায়ের নখ কেটে দেই মনে খুব শান্তি পাই”..জানো আব্বু গতকাল ছোট ভাইয়ার বাবা মারা গেছেন কথাটা শোনার পর থেকে আমার খুব কষ্ট লাগছে। আজ ওনার বাবা বেঁচে নেই কিন্তু আমি আমার আব্বুর হাতের নখ কেটে দিতে পারছি।আজ সকালে আব্বুর হাতের,পায়ের নখ কাটার সময় কথা গুলো বলছিলাম। কোন একদিন হয়ত আমরা বেঁচে থাকবো না সব স্মৃতি হয়ে থাকবে তাই না আব্বু।আব্বু মৃত্যু কত বড় সত্যি জন্ম নিলে একদিন মরতেই হবে। কথা গুলো বলতে বলতে আমার চোখ থেকে পারি ঝরতে লাগলো আর কিছু বলতে পারছিলাম না আব্বুও কষ্ট পেলেন চোখে পানি। রাজকন্যা কেঁদো না ওনার জন্য নামাজে দোয়া করিও আল্লাহ্ যেন ওনাকে বেহেস্তের নসীব দান করেন আমিন।
নাজমুল হুদা ভাইয়ার বাবার অসুস্থতার খবরটা শোনার পর মাঝে মাঝেই আঙ্কেলের খোঁজ নিতাম এত তাড়িতাড়ি হারিয়ে যাবে বুঝতে পারি নাই। একদিন হয়ত আমার বাবাও থাকবেন না 😭 বাবা কি সেটা বেঁচে থাকতে বুঝি না। মৃত্যুর পর কি ভাবে বাঁচব ভাবতেই কষ্ট লাগে “হে আল্লাহ্ আমার সহ পৃথিবীর সকল বাবা মাকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। যারা পরপরে চলে গেছেন তাদের জান্নাত দান করুন..
সুপ্রিয় ব্লগার ” নাজমুল হুদা” ছোট ভাইয়ার বাবার মৃত্যুতে আমরা সোনেলা পরিবার খুবই মর্মামত,সবাই খুব কষ্ট পেয়েছি। এই মৃত্যুর শোকে শান্তনা দিবার ভাষা আমাদের কারো জানা নেই, বাবা নামক বটবৃক্ষটা অমূল্য একটা সম্পদ যা হারালে আর ফিরে পাওয়া সম্ভব না। দোয়া করি আল্লাহ্ কাছে ভাইয়ার পরিবারের সবাইকে এই শোক সইবার ক্ষমতা দিন,আঙ্কেলের জীবনের সমস্থ গুনাহ্ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
২৭টি মন্তব্য
রেজওয়ানা কবির
আমিন।বাবা না থাকা ব্যাপারটি মানা খুব কষ্টের।
সুরাইয়া নার্গিস
সুম্মা আমিন।
বাবা নামক বটবৃক্ষটা না থাকলে হয়ত বেঁচে থাকতে পারবো তবে বাবার শূন্যতা পূরন হবার নয়।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
খাদিজাতুল কুবরা
তোমার বাবার গল্প পড়ে চোখে পানি এসে গেল।
বাবাকে নিয়ে লিখে শেষ করা যাবে না।
আমার বাবা না ফেরার দেশে চলে গেছেন। রেখে গেছেন অগুনিত স্মৃতি।
ভালো থাকুন সব বাবারা।
সুরাইয়া নার্গিস
বাবা মানেই বাবা যার সাথে কারো তুলনা চলে না, আব্বুর ডায়াবেটিক অসুস্থ খুব কষ্ট লাগে।আমার সকল প্রার্থনায় একটাই চাওয়া আমার বাবা মায়ের আয়ু,বাবা মা একদিন থাকবে না এটা ভাবতে কষ্ট হয়।
দোয়া রইল সকল বাবা মায়ের জন্য,
রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
মোঃ মজিবর রহমান
আল্লাহ বাবাকে বেহেস্ত দিক আমিন।
সুরাইয়া নার্গিস
সুম্মা আমিন।
রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
মোঃ মজিবর রহমান
রাব্বির হাহুমা কামা রাব্বি ইয়ানি সাগিরা
সুরাইয়া নার্গিস
সুম্মা আমিন।
বাবা নামক বটবৃক্ষটা না থাকলে হয়ত বেঁচে থাকতে পারবো তবে বাবার শূন্যতা পূরন হবার নয়।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
মোঃ মজিবর রহমান
ঠিক। বাবার স্থান পুরন হবার না আপুজি।
আল্লাহ আমার বাবামা দুইওজনকেই নিয়ে গেছে। যখন শুন্য লাগে তখন কিছুই ভাল লাগেনা। অস্থির লাগে।
তাদের জন্য কিছুই করার নাই। আল্লাহ সব বাবামাকে জান্নাতবাসি করুন। আমিন।
সুরাইয়া নার্গিস
দোয়া রইল আপনার বাবা মায়ের জন্য।
রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
সুপর্ণা ফাল্গুনী
দারুন লিখেছেন। লেখাটা যেন আমার মনের কথা। আমিও আমার বাবার নখ কেটে দেই। বাবা যেদিন থাকবেনা সেটা মনে হলে বুকটা কেঁপে উঠে। শুভ কামনা রইলো সব বাবাদের প্রতি। আপনি ও ভালো থাকবেন
সুরাইয়া নার্গিস
সুম্মা আমিন। সত্যি দিদি ভাই আব্বুর নখ আমি ছাড়া কেউ কাটতে পারবে না এটা আমার কাজ মনে করি।
বাবা নামক বটবৃক্ষটা না থাকলে হয়ত বেঁচে থাকতে পারবো তবে বাবার শূন্যতা পূরন হবার নয়।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
ফয়জুল মহী
সুন্দর লিখনশৈলি
সুরাইয়া নার্গিস
রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
সাবিনা ইয়াসমিন
ভালো থাকুন পৃথিবীর সকল বাবা, এপাড়ে, ওপাড়েও।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
আপনিও ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
সুম্মা আমিন।
বাবা নামক বটবৃক্ষটা না থাকলে হয়ত বেঁচে থাকতে পারবো তবে বাবার শূন্যতা পূরন হবার নয়।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
প্রদীপ চক্রবর্তী
বাবা মানে অফুরন্ত ভালোবাসার ব্যাংক।
যেখানে সুদ বলতে কিছু নেই।
.
ভালো থাকুক সকল বাবারা।
ভালো লিখেছেন দিদি।
সুরাইয়া নার্গিস
বাবা সত্যিই ব্যাংক, আব্বুর হাতে খুচরা না থেকে আমার থেকে খুচরা নেয় আবার ফেরত দেয়। আর আমরা বাবার কাছ থেকে হাজার থেকে লক্ষ টাকা নেই কখনো ফেরত দিতে হয়না ইনিই বাবা।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
শামীম চৌধুরী
বোন আলিফ,
ভালবাসা শিকায় তুলে রাখা যায়না। বাবার নখ বড় বোন কেঁটে দিতো বলে সে বাবার বেশী আদর পাচ্ছে এই ধারনাটা জন্মেছিল বলেই সেদিন নখ কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছিলো। এবার প্রমান হলো তো, ভালোবাসা শিকায় তুলে রাখার নয়। কারন তারপরও কিন্তু বাবার রাজকন্যার প্রতি ভালবাসার চুল পরিমান কমতি হয়নি।
নাজমুল ভাইয়ের বাবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
সুরাইয়া নার্গিস
সুম্মা আমিন।
ভাইজান ছোটবেলায় হাত কাটার পর বুঝেছিলাম আব্বুর ভালোবাসা সত্যি একটুও কমে নাই বরং বেড়েই চলছে।বাবাকে খুব ভালোবাসি আমার সকল প্রার্থনায় বাবা মায়ের আয়ু চাই।
বাবা নামক বটবৃক্ষটা না থাকলে হয়ত বেঁচে থাকতে পারবো তবে বাবার শূন্যতা পূরন হবার নয়।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
আলমগীর সরকার লিটন
আসলেই অনেক দোয়া করছি জান্নাত বাসিকরুণ আমিন
সুরাইয়া নার্গিস
সুম্মা আমিন।
বাবা নামক বটবৃক্ষটা না থাকলে হয়ত বেঁচে থাকতে পারবো তবে বাবার শূন্যতা পূরন হবার নয়।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
সুপায়ন বড়ুয়া
যা ভাবলাম তাই হলো।
বাবার নক কাটতে গিয়ে নিজের হাত কাটা।
কষ্ট লাগলো ভারী মজার।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা ছোট ছিলাম তো ভেবে ছিলাম আব্বু আপ্পিকে বেশি ভালোবাসে তাই ভালোবাসা বাড়াতে কাটতে গেলাম।পরে অবশ্য বিপদ বাড়ালাম, আলহামদুলিল্লাহ্ এখন প্রতি শুক্রবার আব্বুর নখ আমি কেটে দেই।
আমার হাতের আঙ্গুল গুলো দেখতে অবিকল আব্বু হাতের আঙ্গুলের মতো এটা আমার ভিষন গর্বের জায়গা।
আমি নখ কাটতে গেলে মাঝে মাঝেই আব্বু গল্পটা বলে সবাইকে হাসায়, অনেক ভালো লাগে।
দোয়া রইল পৃথিবীর সকল বাবা, মায়ে জন্য।
রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
রোকসানা খন্দকার রুকু।
আমার বাবা নেই মা আছে।বাবা না থাকা অনেক কষ্টের॥কাউকে বলে বোঝানো যায়না।
বাবা নিজের কাজ নিজে করতে পছন্দ করতেন।
মা যেহেতু আমার কাছে থাকে তাই মায়ের নখ কেটে দিই।
তোমার বাবা আছে পাশে থেক দেখে রেখ আপু। পৃথিবীর সববাবা মা ভালো থাকুক।আমিন।
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ আপু।
আপনার বাবাকে আল্লাহ্ জান্নাতবাসী করুন,মায়ের জন্য দোয়া রইল। আমরা তিন বোন এক ভাই সবাই বাবা মাকে খুব ভালোবাসি, ওনাদের সুস্থতা কামনা করি।
রাব্বির হাম-হুমা কামা রাব্বাইয়ানী সগিরা”
আরজু মুক্তা
রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানী সাগিরা