ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রীকেটে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

11650644_677413622363719_41971975_n

* মোস্তাফিজুর পরপর দুই ODI তে ( ৫+ ৬ ) ১১ উইকেট নিয়ে বিশ্বের একমাত্র বোলার হিসেবে রেকর্ডে স্থান করে নিল। প্রতিপক্ষ বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপের ভারত।
* বিশ্বকাপে আমাদের উপর যে অন্যায় করা হয়েছিল- এটি আমরা প্রমান করেছি।
* ODI তে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৭ম
* আজকে ভারতকে পরাজিত করায় পরবর্তি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে আমরা পৌছে গেলাম।
* বাংলাদেশ এটাকিং ফিল্ডিং করে ভারতকে পরাজিত করছে।
* টাইগারদের বর্তমান যে ফর্ম তাতে যে কোন টীম টাইগারদের থাবায় ভারতের মতই নাস্তানাবুদ হবে।
* আজকের খেলায় জয়লাভ করায় – টানা ১০ টি ODI তে বাংলাদেশ জয়ী হলো।
* বাংলাদেশের এই জয়ে, আমাদের প্লেয়াররা আবেগ কে চেপে রাখতে পারছেন। মুই কি হনুরে ভাব অনুপস্থিত।
* এই টীম আগামী ৫ বছর পরে কি হবে আসুন চিন্তা করি। দু-একজন বাদে অন্য সবাই আগামী বিশ্বকাপে খেলবে।
* পেস বোলিং আমাদের জিতিয়ে দিচ্ছে।এটি বিশ্বকাপ জয়ে আমাদের স্বপ্ন দেখাতেই পারে।
* আজকের ভারতের সাথে জয়ের পরে ভারতকে বাংলা ওয়াসের স্বপ্নও দেখতে পারি আমরা।
বাম্বো ইজ অন –  মজোর এই বিজ্ঞাপনটি দেখতে ভুলবেন না 

৬৬৬জন ৬৬৬জন
0 Shares

৫৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ