ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রীকেটে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।
* মোস্তাফিজুর পরপর দুই ODI তে ( ৫+ ৬ ) ১১ উইকেট নিয়ে বিশ্বের একমাত্র বোলার হিসেবে রেকর্ডে স্থান করে নিল। প্রতিপক্ষ বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপের ভারত।
* বিশ্বকাপে আমাদের উপর যে অন্যায় করা হয়েছিল- এটি আমরা প্রমান করেছি।
* ODI তে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৭ম
* আজকে ভারতকে পরাজিত করায় পরবর্তি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে আমরা পৌছে গেলাম।
* বাংলাদেশ এটাকিং ফিল্ডিং করে ভারতকে পরাজিত করছে।
* টাইগারদের বর্তমান যে ফর্ম তাতে যে কোন টীম টাইগারদের থাবায় ভারতের মতই নাস্তানাবুদ হবে।
* আজকের খেলায় জয়লাভ করায় – টানা ১০ টি ODI তে বাংলাদেশ জয়ী হলো।
* বাংলাদেশের এই জয়ে, আমাদের প্লেয়াররা আবেগ কে চেপে রাখতে পারছেন। মুই কি হনুরে ভাব অনুপস্থিত।
* এই টীম আগামী ৫ বছর পরে কি হবে আসুন চিন্তা করি। দু-একজন বাদে অন্য সবাই আগামী বিশ্বকাপে খেলবে।
* পেস বোলিং আমাদের জিতিয়ে দিচ্ছে।এটি বিশ্বকাপ জয়ে আমাদের স্বপ্ন দেখাতেই পারে।
* আজকের ভারতের সাথে জয়ের পরে ভারতকে বাংলা ওয়াসের স্বপ্নও দেখতে পারি আমরা।
বাম্বো ইজ অন – মজোর এই বিজ্ঞাপনটি দেখতে ভুলবেন না
৫৪টি মন্তব্য
রিমি রুম্মান
আমরা তো জয়ের দিকেই এগিয়ে যাচ্ছি … 😀
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো …
বাঁচাতে পারবে না কেউ… 😀
ব্লগার সজীব
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো …
বাঁচাতে পারবে না কেউ… আপু আমার দেখা সেরা মন্তব্য এটি। একদম পারফেক্ট 🙂
রিমি রুম্মান
😀 😀 😀
খেয়ালী মেয়ে
জয় আর ঠেকায় কে?..এখন শুধু ভীনদেশীদের মাথা নুইয়ে টাইগারদের জয়গান করার পালা, অলরেডি সারা ক্রিকেট বিশ্ব আমাদের টাইগারদের জয়গান শুরু করেও দিয়েছে….কিন্তু প্রশ্ন হলো মোস্তাফিজ ছেলেটা এত্তো কিউট ক্যান ;?
ব্লগার সজীব
কিন্তু প্রশ্ন হলো মোস্তাফিজ ছেলেটা এত্তো কিউট ক্যান ? তাতো জানিনা আপু 🙂
খেয়ালী মেয়ে
🙁
ব্লগার সজীব
আপনার হয়ে একটা মেইল করে দেই মোস্তাফিজকে:)
খেয়ালী মেয়ে
হুমমমম তাড়াতাড়ি দিয়ে দেন………
ব্লগার সজীব
মেইলে কি লিখবো? পরী আপু আপনাকে খুব মিস করে? ^:^
খেয়ালী মেয়ে
মেইলটা যেহেতু আপনিই করবেন….কি লিখবেন সেটাও না হয় আপনিই ঠিক করেন 🙂
ব্লগার সজীব
মেইল করে সোনেলায় প্রকাশ করে দেবো।কিছুই রবে না গোপন :p
খেয়ালী মেয়ে
দেখি আপনার প্রকাশ করার ক্ষমতা কতটুকু………?
ব্লগার সজীব
উক্কে,মেইল তৈরি হচ্ছে 🙂
খেয়ালী মেয়ে
উক্কে 🙂
জিসান শা ইকরাম
জিতে গেছি, আগামী বিশ্বকাপে পৌছে গিয়েছি।
যেতে হবে আমাদের স্বপ্নের চুড়ায় 🙂
ব্লগার সজীব
এই তেজ ধরে রাখতে হবে।
ছাইরাছ হেলাল
খুবই সময়োচিত জয়, যা এই মুহূর্তে বড়ই প্রয়োজনীয়।
একটি বিশ্ব রেকর্ড হোল,কিন্তু ধনি বাবু কোনই কৃতিত্ব দিতে চাইলেন ই না।
ব্যাপার না,টাইগাররা।
ব্লগার সজীব
তাঁদের নাক উচু।প্রথমে তো অনেকে আসতেই চাইছিলেন না।বি টিম পাঠাবে।এখন মুল টিমই ই নাস্তানাবুদ।
মেহেরী তাজ
হুম আবেগ কন্ট্রোল শিখে গেছি।
সামনে অনেক টা পথ পাড়ি দেওয়ার আছে, ভালো করতে হবে।
আরে ধুর ছাই আমি না বাংলাদেশি!
আমাদের আবেগ একটু বেশিই। তো কি হইছে। আমরা জিতে গেছিইইইইইইইইইইইই।
ব্লগার সজীব
\!/ জিতে গেছি জিতে গেছি 🙂
নীলাঞ্জনা নীলা
\|/
ব্লগার সজীব
নাচের ইমো কিভাবে দিলেন?পারিনা কেন আমি? 🙁
অনিকেত নন্দিনী
আমিও পারিনা। পোস্টে গিয়ে কপি করে এনে দেই :p
\|/
ব্লগার সজীব
তাই নাকি?দেখি তো কপি করে \|/
ব্লগার সজীব
দিদি ভাই পেরেছি,এত্তগুলা ধন্যবাদ আপনাকে \|/
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কই গুরু লাপাত্তা আপনাকেতো কিছু করুম না যা করুম ইন্ডিয়াগো।জয় হোক ৭১ এর প্রজন্ম।
ব্লগার সজীব
মন্তব্যের কিছুই বুঝলাম না।
লীলাবতী
বাংলা ওয়াশের অপেক্ষায় আছি। লাভ ইউ টাইগার্স -{@
ব্লগার সজীব
আমরা কি সবাইকে বাংলা ওয়াস দিতেই থাকবো? 🙂
অনিকেত নন্দিনী
ভারতকে বাংলা ওয়াশ এখন আর স্বপ্ন নেই, প্রকল্পে পরিণত হয়েছে। আমরা তা বাস্তবায়িত হতে দেখার অপেক্ষায় আছি। \|/
ব্লগার সজীব
প্রকল্পে পরিনত হয়েছে? হা হা হা হা হা \|/
জিসান শা ইকরাম
‘ ভারতকে বাংলা ওয়াশ এখন আর স্বপ্ন নেই, প্রকল্পে পরিণত হয়েছে। আমরা তা বাস্তবায়িত হতে দেখার অপেক্ষায় আছি। ‘ ——– এই মন্তব্যটা নিলাম আমি। ফেবুতে স্ট্যাটাস দেবো। নন্দিনীর নামেই 🙂
ব্লগার সজীব
দিয়েছিলেন ভাইয়া?
পারভীন সুলতানা
বিশ্বকাপ জিতেছি প্রথম খেলা জিতেই । পৌঁছে গেছি আবার কি ? বাংলা ওয়াশের স্বপ্ন দেখছি ।
ব্লগার সজীব
আমাদের কাছে এই সিরিজের প্রথম খেলাটিই হচ্ছে বিশ্বকাপের খেলা।যে খেলায় আমাদের অন্যায় ভাবে পরাজিত করা হয়েছিল।
শুন্য শুন্যালয়
আজকেই সেই দিন। ব্যাম্বো ইজ অন 😀
বাচ্চাগুলো তুলকালাম করে ছাড়ছে। আজকে বাঁকি কাজটাও সেরে ফেলবে। ক্লোথওয়াশ, বাংলা ওয়াশ।
আমিও নাঁচের ইমো কপি করে আনলাম \|/
ব্লগার সজীব
বাংলা ওয়াশ না হোক,আমরা ২-১ এ সিরিজ জিতেছি।আমিও কপি করতে পারি \|/
মারজানা ফেরদৌস রুবা
https://sonelablog.com/wp-content/plugins/smilies-themer/MDC/20.gif
আহা, কি আনন্দ আকাশে বাতাসে।
ব্লগার সজীব
আহা, কি আনন্দ আকাশে বাতাসে। \|/
মারজানা ফেরদৌস রুবা
কিন্তু আমারটা কপি হয় নি কেনো?
ব্লগার সজীব
কমেন্টের মাঝের ইমোটা কপি করে আনুন আপু, তাহলেই হবে।
মোঃ মজিবর রহমান
আমার এক বন্ধু বলত, বাংলাদেশ মাঝে মাঝে যেতে, এখন আর সেই সময় নায়, আমারা এখন প্রায় জিতি এবং মাঝে মাঝে হারি।
জয় বাঙ্গালীর জয় বঙ্গ জননীর।
ব্লগার সজীব
আমরা এখন মাঝে মাঝে হারি 🙂
প্রজন্ম ৭১
ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।
ব্লগার সজীব
অভিনন্দন টাইগারদের।
স্বপ্ন
আমাদের স্বপ্নের চুড়ায় নিয়ে যাচ্ছেন টাইগাররা।
ব্লগার সজীব
সাকিব আজ আবার তিন ফরমেট ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েছে 🙂
মিথুন
ওরা এখন ঝান্ডু বাম লাগাচ্ছে সবাই 😀
ব্লগার সজীব
ঝান্ডু বাম!! :D) :D)
রাসেল হাসান
🙂 হলোনা আর বাংলাওয়াশ! তাই কি সিরিজ তো জিতেছি! 🙂
ব্লগার সজীব
ভারতের বিরুদ্ধে সিরিজ জয়,কিছুদিন পূর্বেও এমনটা ভাবিনি আমরা।
রাসেল হাসান
ঠিক বলেছেন।
আশা জাগানিয়া
দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ে আমাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
ব্লগার সজীব
আমাদের ক্রিকেট এখন আমাদের গর্ব।